ETV Bharat / state

Mamata Banerjee for Tea Workers: চা শ্রমিকদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee is at Alipurduar

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চা শ্রমিকদের জন্য করেছেন একাধিক ঘোষণা (Mamata Banerjee at Alipurduar programme) ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 19, 2023, 4:32 PM IST

Updated : Jan 19, 2023, 4:58 PM IST

আলিপুরদুয়ার, 19 জানুয়ারি: ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গের চা শ্রমিকদের মন পেতে বৃহস্পতিবার একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন তিনি ৷ এদিন আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিনী চা বাগানের মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee is at Alipurduar) ৷

2020 সালে চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন এই প্রকল্পের আওতায় প্রাপকদের হাতে আবাসনের চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি চা শ্রমিকদের পরিচয় পত্রও তুলে দেওয়া হয়েছে এদিন । চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পে সুনীতা ওড়াও, মমতা সার্কি, রনথি মুণ্ডা নামে তিন শ্রমিকের হাতে আবাসনের চাবি তুলে দেন মমতা (tea garden workers) ।

এদিন মুখ্যমন্ত্রী মোট 416টি প্রকল্পের শিলান্যাস ও সূচনা করেন । এই প্রকল্পগুলির মোট খরচ 1 হাজার 698 কোটি 73 লক্ষ টাকা ৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার 14 লক্ষ 19 হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাহায্য করা হচ্ছে বলে রাজ্য জানিয়েছে ৷ জয় জোহার প্রকল্পে 32 হাজার 487 জনকে সাহায্য দেওয়া হয়েছে বলে অনুষ্ঠান মঞ্চ থেকে জানানো হয় । উল্লেখ্য, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় গত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনে ভালো করতে পারেনি তৃণমূল কংগ্রেস । এবার চা শ্রমিকদের মন পেতে তাই একাধিক কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: সর্বত্র একটাই মুখ, মৃত্যু হলেও ওঁর ছবি থাকুক, মোদিকে তোপ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "চা সুন্দরী প্রকল্পে যে বাড়িগুলি করে দেওয়া হয়েছে সেগুলি খুব সুন্দর, বহুত সুন্দর হ্যায় ৷ একটা ঘর আমিও চেয়েছি । আমি এখানে এলে চা সুন্দরীতে আমার জন্য একটা ঘর রাখতে বলেছি । আমিও ওদের সঙ্গে থাকব । 1 হাজার 117টি বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে । আরও 3 হাজার দেওয়া হবে ।" এছাড়াও চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ এরজন্য চা বাগানের কিছু জমিও নেওয়া হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "যাঁকে ঘর দিতে পারছি না তাঁকে পাট্টা দেব । চা বাগানের জমি, আমাদের জমি থেকে যাতে শ্রমিকরা পাট্টা পায় তা দেখব । কাজ করতে যাবার সময় বাচ্চাদের কোথায় রাখবে শ্রমিকরা তাই বাচ্চা রাখার জন্য 24টা ক্রেশ করা হচ্ছে । 10 স্বাস্থ্যকেন্দ্র, 34টা সাব সেন্টার হবে ৷ এসব শ্রম দফতর করবে । চা শ্রমিকদের আই কার্ডের দাবি ছিল । সেটা দেওয়া হল । এই আই কার্ড থাকলে সব পরিষেবা পাবেন ।"

মমমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, চা শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে ৷ পিএফের টাকা যাতে চা শ্রমিকরা পান তার জন্য আন্দোলন বাড়াতে হবে বলেও এদিন শ্রমমন্ত্রী মলয় ঘটককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে মমতা এদিন বলেন, "এখানে উই পোকা কামড়ালেও দিল্লি থেকে লোক আসছে ৷ বার কাউন্সিলের বিষয়েও দিল্লি থেকে লোক পাঠাচ্ছে ৷ কিন্তু উত্তরপ্রদেশে মেয়েদের ওপর অত্যাচার হলে কোথায় লোক পাঠাও ।"

এদিন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূলের কর্মসূচি প্রসঙ্গেও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, "দিদির সুরক্ষা কবচ যাবে আপনার কাছে । আপনার যা পাননি আপনি তাঁদের সেটা জানাবেন । আমার কাছে তার আবেদন আসবে । আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে বলছি আমি আবেদনগুলি দেখব । চাই আগামিদিন আপনারা নিজেরা পায়ে দাঁড়ান। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আজ নিজের পায়ে দাঁড়াচ্ছেন । "

আরও পড়ুন: মানুষকে নমস্কার করে যাও..., প্রশাসনিক সভার মঞ্চে অভিষেককে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদেরও আক্রমণ করেছেন ৷ বলেছেন, "আমি হোমগার্ড, আইসিডিএসদের চাকরি দিচ্ছে তখন ওরা বন্ধ করে দিতে চায় । মানুষের কাজ নিয়ে মানুষের খিদে নিয়ে, দুঃখ নিয়ে কাজ করা উচিৎ নয় । ভোটের আগে দুটো কম্বল দেওয়ার নাম করে আপনার মাথাটা খাচ্ছে ওরা । এখানে হাতির হানার সমস্যা আছে । ফরেস্টে যারা চাকরি পায়, তাঁরা জঙ্গল সংলগ্ন এলাকার ছেলেমেয়েরাই যাতে হয় সেটা দেখতে হবে ।"

আলিপুরদুয়ারের মঞ্চে এদিন ফের বাংলাভাগের প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে ৷ তিনি বলেন, "কিছু কিছু মানুষ আছে যারা ভাগ করতে চায় । পশ্চিমবঙ্গ ভাগ হলে খাবারটা আসবে কোথা থেকে । রেলের অনেক কাজ আমি করেছিলাম । সব বন্ধ করে দিয়েছে । পদাতিক আমার দেওয়া, নিউ ময়নাগুড়ি-যোগীঘোপা আমার দেওয়া । যারা বড়বড় কথা বলছে তাদের লক্ষ্য একটাই তা হল টাকা ৷ কিন্তু এত টাকা দিয়ে হবে কী ?"

আলিপুরদুয়ার, 19 জানুয়ারি: ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গের চা শ্রমিকদের মন পেতে বৃহস্পতিবার একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন তিনি ৷ এদিন আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিনী চা বাগানের মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee is at Alipurduar) ৷

2020 সালে চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন এই প্রকল্পের আওতায় প্রাপকদের হাতে আবাসনের চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি চা শ্রমিকদের পরিচয় পত্রও তুলে দেওয়া হয়েছে এদিন । চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পে সুনীতা ওড়াও, মমতা সার্কি, রনথি মুণ্ডা নামে তিন শ্রমিকের হাতে আবাসনের চাবি তুলে দেন মমতা (tea garden workers) ।

এদিন মুখ্যমন্ত্রী মোট 416টি প্রকল্পের শিলান্যাস ও সূচনা করেন । এই প্রকল্পগুলির মোট খরচ 1 হাজার 698 কোটি 73 লক্ষ টাকা ৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার 14 লক্ষ 19 হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাহায্য করা হচ্ছে বলে রাজ্য জানিয়েছে ৷ জয় জোহার প্রকল্পে 32 হাজার 487 জনকে সাহায্য দেওয়া হয়েছে বলে অনুষ্ঠান মঞ্চ থেকে জানানো হয় । উল্লেখ্য, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় গত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনে ভালো করতে পারেনি তৃণমূল কংগ্রেস । এবার চা শ্রমিকদের মন পেতে তাই একাধিক কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: সর্বত্র একটাই মুখ, মৃত্যু হলেও ওঁর ছবি থাকুক, মোদিকে তোপ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "চা সুন্দরী প্রকল্পে যে বাড়িগুলি করে দেওয়া হয়েছে সেগুলি খুব সুন্দর, বহুত সুন্দর হ্যায় ৷ একটা ঘর আমিও চেয়েছি । আমি এখানে এলে চা সুন্দরীতে আমার জন্য একটা ঘর রাখতে বলেছি । আমিও ওদের সঙ্গে থাকব । 1 হাজার 117টি বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে । আরও 3 হাজার দেওয়া হবে ।" এছাড়াও চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ এরজন্য চা বাগানের কিছু জমিও নেওয়া হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "যাঁকে ঘর দিতে পারছি না তাঁকে পাট্টা দেব । চা বাগানের জমি, আমাদের জমি থেকে যাতে শ্রমিকরা পাট্টা পায় তা দেখব । কাজ করতে যাবার সময় বাচ্চাদের কোথায় রাখবে শ্রমিকরা তাই বাচ্চা রাখার জন্য 24টা ক্রেশ করা হচ্ছে । 10 স্বাস্থ্যকেন্দ্র, 34টা সাব সেন্টার হবে ৷ এসব শ্রম দফতর করবে । চা শ্রমিকদের আই কার্ডের দাবি ছিল । সেটা দেওয়া হল । এই আই কার্ড থাকলে সব পরিষেবা পাবেন ।"

মমমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, চা শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে ৷ পিএফের টাকা যাতে চা শ্রমিকরা পান তার জন্য আন্দোলন বাড়াতে হবে বলেও এদিন শ্রমমন্ত্রী মলয় ঘটককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে মমতা এদিন বলেন, "এখানে উই পোকা কামড়ালেও দিল্লি থেকে লোক আসছে ৷ বার কাউন্সিলের বিষয়েও দিল্লি থেকে লোক পাঠাচ্ছে ৷ কিন্তু উত্তরপ্রদেশে মেয়েদের ওপর অত্যাচার হলে কোথায় লোক পাঠাও ।"

এদিন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূলের কর্মসূচি প্রসঙ্গেও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, "দিদির সুরক্ষা কবচ যাবে আপনার কাছে । আপনার যা পাননি আপনি তাঁদের সেটা জানাবেন । আমার কাছে তার আবেদন আসবে । আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে বলছি আমি আবেদনগুলি দেখব । চাই আগামিদিন আপনারা নিজেরা পায়ে দাঁড়ান। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আজ নিজের পায়ে দাঁড়াচ্ছেন । "

আরও পড়ুন: মানুষকে নমস্কার করে যাও..., প্রশাসনিক সভার মঞ্চে অভিষেককে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদেরও আক্রমণ করেছেন ৷ বলেছেন, "আমি হোমগার্ড, আইসিডিএসদের চাকরি দিচ্ছে তখন ওরা বন্ধ করে দিতে চায় । মানুষের কাজ নিয়ে মানুষের খিদে নিয়ে, দুঃখ নিয়ে কাজ করা উচিৎ নয় । ভোটের আগে দুটো কম্বল দেওয়ার নাম করে আপনার মাথাটা খাচ্ছে ওরা । এখানে হাতির হানার সমস্যা আছে । ফরেস্টে যারা চাকরি পায়, তাঁরা জঙ্গল সংলগ্ন এলাকার ছেলেমেয়েরাই যাতে হয় সেটা দেখতে হবে ।"

আলিপুরদুয়ারের মঞ্চে এদিন ফের বাংলাভাগের প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে ৷ তিনি বলেন, "কিছু কিছু মানুষ আছে যারা ভাগ করতে চায় । পশ্চিমবঙ্গ ভাগ হলে খাবারটা আসবে কোথা থেকে । রেলের অনেক কাজ আমি করেছিলাম । সব বন্ধ করে দিয়েছে । পদাতিক আমার দেওয়া, নিউ ময়নাগুড়ি-যোগীঘোপা আমার দেওয়া । যারা বড়বড় কথা বলছে তাদের লক্ষ্য একটাই তা হল টাকা ৷ কিন্তু এত টাকা দিয়ে হবে কী ?"

Last Updated : Jan 19, 2023, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.