ETV Bharat / state

ক্লোজ় করা হল মাদারিহাটের OC-কে, দুর্ঘটনার জের ?

author img

By

Published : Mar 7, 2020, 9:36 PM IST

পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, মাদারিহাট থানার OC অনির্বাণ মজুমদারকে ক্লোজ় করা হয়েছে । 2019 সালের 19 ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের টাউনবাবু থেকে মাদারিহাটের OC পদে নিয়োগ করা হয় অনির্বাণ মজুমদারকে । তিনি মাদারিহাটেই কর্মরত ছিলেন । তবে গত একমাস থেকে মাদারিহাট থানার অধীনে হলং ব্রিজ থেকে হিমালয়ান হোটেল পর্যন্ত 12 কিলোমিটার রাস্তায় একের পর এক পথ দুর্ঘটনা ঘটতে থাকে ।

madarihat
madarihat

আলিপুরদুয়ার, 7 মার্চ : ক্লোজ় করা হল মাদারিহাট থানার OC অনির্বাণ মজুমদারকে । আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, এটি রুটিন বদলি । যদিও সূত্রের খবর, এশিয়ান হাইওয়েতে একের পর এক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারায় তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । তাঁকে আলিপুরদুয়ারে পুলিশ লাইনে পাঠানো হচ্ছে । শেষ পাওয়া খবর অনুযায়ী, অনির্বাণ মজুমদারের পরিবর্তে মাদারিহাট থানায় কাকে পাঠানো হচ্ছে তা এখনও জানা যায়নি ।

2019 সালের 19 ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের টাউনবাবু থেকে মাদারিহাটের OC পদে নিয়োগ করা হয় অনির্বাণ মজুমদারকে । তিনি মাদারিহাটেই কর্মরত ছিলেন । তবে গত একমাস থেকে মাদারিহাট থানার অধীনে হলং ব্রিজ থেকে হিমালয়ান হোটেল পর্যন্ত 12 কিলোমিটার রাস্তায় একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটতে থাকে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত একমাসে মাদারিহাট থানা এলাকার মধ্যে 48 নম্বর এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় মোট 11 জনের মৃত্যু হয়েছে । জেলা পুলিশ আধিকারিক মহল জানিয়েছে, ধারাবাহিক দুর্ঘটনা চলতে থাকলেও অনির্বাণ মজুমদার তা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করেননি । কয়েকটি ঘটনায় গাড়ি এবং চালকের কোনও খোঁজ পায়নি মাদারিহাট থানা । প্রসঙ্গত, গত 48 ঘণ্টায় মাদারিহাটে এই হাইওয়েতে 4 জনের মৃত্যু হয়েছে ।

আলিপুরদুয়ার, 7 মার্চ : ক্লোজ় করা হল মাদারিহাট থানার OC অনির্বাণ মজুমদারকে । আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, এটি রুটিন বদলি । যদিও সূত্রের খবর, এশিয়ান হাইওয়েতে একের পর এক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারায় তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । তাঁকে আলিপুরদুয়ারে পুলিশ লাইনে পাঠানো হচ্ছে । শেষ পাওয়া খবর অনুযায়ী, অনির্বাণ মজুমদারের পরিবর্তে মাদারিহাট থানায় কাকে পাঠানো হচ্ছে তা এখনও জানা যায়নি ।

2019 সালের 19 ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের টাউনবাবু থেকে মাদারিহাটের OC পদে নিয়োগ করা হয় অনির্বাণ মজুমদারকে । তিনি মাদারিহাটেই কর্মরত ছিলেন । তবে গত একমাস থেকে মাদারিহাট থানার অধীনে হলং ব্রিজ থেকে হিমালয়ান হোটেল পর্যন্ত 12 কিলোমিটার রাস্তায় একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটতে থাকে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত একমাসে মাদারিহাট থানা এলাকার মধ্যে 48 নম্বর এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় মোট 11 জনের মৃত্যু হয়েছে । জেলা পুলিশ আধিকারিক মহল জানিয়েছে, ধারাবাহিক দুর্ঘটনা চলতে থাকলেও অনির্বাণ মজুমদার তা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করেননি । কয়েকটি ঘটনায় গাড়ি এবং চালকের কোনও খোঁজ পায়নি মাদারিহাট থানা । প্রসঙ্গত, গত 48 ঘণ্টায় মাদারিহাটে এই হাইওয়েতে 4 জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.