ETV Bharat / state

অনাহারে দিন কাটছে আলিপুরদুয়ারের চা বাগানের 65 পরিবারের - india lockdown

লকডাউনের জেরে চা বাগানের কাজ বন্ধ হয়ে গেছে । এদিকে রেশন কার্ড না থাকায় মিলছে না খাদ্য সামগ্রী । তাই বিপাকে পড়েছে আলিপুরদুয়ারের 65টি পরিবার ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 16, 2020, 8:43 PM IST

Updated : Apr 17, 2020, 1:10 AM IST

আলিপুরদুয়ার, 16 এপ্রিল : লকডাউনের জেরে রোজগার বন্ধ । এদিকে রেশন কার্ড নেই তাদের কাছে । তাই অনাহারে দিন কাটছে কালচিনির সুভাষিণী চা বাগানের 65টি পরিবারের । অভিযোগ, স্থানীয় প্রশাসনকে বলে কোনও লাভ হয়নি । না মিলেছে ফুড কুপন, না পেয়েছে বিনামূল্যে রেশন ।

লকডাউনের জেরে চা বাগানের কাজ বন্ধ। তাই উপার্জনও বন্ধ । এই পরিস্থিতিতে সংসারে দু'বেলা ভাত জোটাতে হিমশিম খেতে হচ্ছে এই পরিবারগুলিকে । এদিকে এই 65টি পরিবারের কারও কাছে রেশন কার্ড নেই । তাই খাবার জোগাড় করতে গিয়ে বিপাকে পড়েছে তারা । শ্রমিক পরিবারগুলির অভিযোগ, সরকার নির্ধারিত সময়ে তাদের রেশন কার্ড নবীকরণ করতে দিয়েছিল। কিন্তু সেই রেশন কার্ড এখনও হাতে পায়নি তারা । স্থানীয় পঞ্চায়েতকে বলেও কোনও লাভ হয়নি । তাদের বক্তব্য, খাবার না থাকলে কীভাবে লকডাউন মেনে বাড়িতে থাকা যায় । পরিবারের শিশু, বৃদ্ধদের বাঁচাতে এবার পথে নামতে হবে। এছাড়া বাঁচার আর কোনও উপায় নেই ।

এবিষয়ে কালচিনির BDO ভূষণ শেরপা বলেন, "যে পরিবারগুলি রেশন পাচ্ছে না, তাদের রেশন দেওয়ার ব্যবস্থা করব। এলাকার প্রধানকে বলা হয়েছে, এলাকা পরিদর্শন করে তাদের শীঘ্র রেশন প্রদানের ব‍্যবস্থা করতে । এই 65টি পরিবার যাতে দ্রুত রেশন কার্ড হাতে পায়, তার ব্যবস্থাও করতে হবে। তবে এই পরিবারগুলি এখনও কেন রেশন কার্ড পায়নি, তার খোঁজ নিয়ে দেখছি ।"

আলিপুরদুয়ার, 16 এপ্রিল : লকডাউনের জেরে রোজগার বন্ধ । এদিকে রেশন কার্ড নেই তাদের কাছে । তাই অনাহারে দিন কাটছে কালচিনির সুভাষিণী চা বাগানের 65টি পরিবারের । অভিযোগ, স্থানীয় প্রশাসনকে বলে কোনও লাভ হয়নি । না মিলেছে ফুড কুপন, না পেয়েছে বিনামূল্যে রেশন ।

লকডাউনের জেরে চা বাগানের কাজ বন্ধ। তাই উপার্জনও বন্ধ । এই পরিস্থিতিতে সংসারে দু'বেলা ভাত জোটাতে হিমশিম খেতে হচ্ছে এই পরিবারগুলিকে । এদিকে এই 65টি পরিবারের কারও কাছে রেশন কার্ড নেই । তাই খাবার জোগাড় করতে গিয়ে বিপাকে পড়েছে তারা । শ্রমিক পরিবারগুলির অভিযোগ, সরকার নির্ধারিত সময়ে তাদের রেশন কার্ড নবীকরণ করতে দিয়েছিল। কিন্তু সেই রেশন কার্ড এখনও হাতে পায়নি তারা । স্থানীয় পঞ্চায়েতকে বলেও কোনও লাভ হয়নি । তাদের বক্তব্য, খাবার না থাকলে কীভাবে লকডাউন মেনে বাড়িতে থাকা যায় । পরিবারের শিশু, বৃদ্ধদের বাঁচাতে এবার পথে নামতে হবে। এছাড়া বাঁচার আর কোনও উপায় নেই ।

এবিষয়ে কালচিনির BDO ভূষণ শেরপা বলেন, "যে পরিবারগুলি রেশন পাচ্ছে না, তাদের রেশন দেওয়ার ব্যবস্থা করব। এলাকার প্রধানকে বলা হয়েছে, এলাকা পরিদর্শন করে তাদের শীঘ্র রেশন প্রদানের ব‍্যবস্থা করতে । এই 65টি পরিবার যাতে দ্রুত রেশন কার্ড হাতে পায়, তার ব্যবস্থাও করতে হবে। তবে এই পরিবারগুলি এখনও কেন রেশন কার্ড পায়নি, তার খোঁজ নিয়ে দেখছি ।"

Last Updated : Apr 17, 2020, 1:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.