ETV Bharat / state

কোরোনামুক্ত যুবককে ফুলের মালা দিয়ে স্বাগত আলিপুরদুয়ারে - alipurduar green zone

কোরোনা যুদ্ধে জয়ী হয়ে ফেরত আসা যুবককে ফুলের মালা, পুষ্প স্তবক, পুষ্প বর্ষণ করে স্বাগত জানাল কুমারগ্রাম ব্লকের বাসিন্দারা ।

Locals greeted the young man who recovered corona with garland at alipurduar
আলিপুরদুয়ারে কোরোনা সারিয়ে ফেরা যুবককে ফুলের মালা দিয়ে স্বাগত জানাল স্থানীয়রা
author img

By

Published : May 25, 2020, 8:53 PM IST

আলিপুরদুয়ার , 25 মে : কোরোনা যুদ্ধে জয়ী হয়ে ফেরত আসা যুবককে ফুলের মালা, পুষ্প স্তবক, পুষ্প বর্ষণ করে স্বাগত জানাল কুমারগ্রাম ব্লকের বাসিন্দারা । রাজ্যের কোরোনা তালিকায় প্রথম থেকেই গ্রিন জ়োনে নাম ছিল আলিপুরদুয়ারের । তবে এই গ্রিন জ়োনের তকমাকে ম্লান করে দেয় দিল্লির AIIMS থেকে আসা জেলার 2 ব্যক্তি ।

কিডনির রোগে আক্রান্ত এক যুবককে নিয়ে আলিপুরদুয়ারের কুমারগ্রামের 2 জন ও কোচবিহারের বক্সিরহাটের 2 জন দিল্লি যায় চিকিৎসা করাতে । সেখান থেকে তাঁরা অ্যাম্বুলেন্সে করে ফেরত আসে 27 এপ্রিল । 28 তারিখ দিল্লি ফেরত সকলের লালারস সংগ্রহ করে সোয়াব পরীক্ষার জন্য পাঠায় আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদপ্তর । 29 তারিখ সোয়াব পরীক্ষার রিপোর্টে দেখা যায় দিল্লিতে যাওয়া 4 জনের দেহেই কোরোনা পজ়িটিভ আছে । এরপরই কোরোনা আক্রান্ত 4 জনকে পাঠানো হয় শিলিগুড়ির কোরোনা হাসপাতালে । জেলার যে 2 জন বাসিন্দার রিপোর্ট পজ়িটিভ এসেছিল ৷ তাঁদের 1 জন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । গতকাল গভীর রাতে অন্যজনও সুস্থ হয়ে বাড়ির ফিরেছেন । গতকাল রাতে কোরোনা আক্রান্ত যুবক বাড়ি ফেরায় স্বস্তির হাওয়া যুবকের পরিবারে ।

গতরাতে ওই যুবক ফিরে আসার পর আজ তাঁর বাড়িতে আসেন স্থানীয় বাসিন্দারা । কোরোনা জয় করে ফিরে আসা যুবককে পুষ্প স্তবক ও ফুলের মালা পরিয়ে দেন তাঁরা । আলিপুরদুয়ারে এই মুহূর্তে কোনও কোরোনা পজ়িটিভ রোগী নেই । আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদপ্তরের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, " বর্তমানে আলিপুরদুয়ার জেলায় কোরোনা সংক্রমণের রোগী নেই । জেলার গ্রিন জ়োন তকমা ধরে রাখতে জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে । "

আলিপুরদুয়ার , 25 মে : কোরোনা যুদ্ধে জয়ী হয়ে ফেরত আসা যুবককে ফুলের মালা, পুষ্প স্তবক, পুষ্প বর্ষণ করে স্বাগত জানাল কুমারগ্রাম ব্লকের বাসিন্দারা । রাজ্যের কোরোনা তালিকায় প্রথম থেকেই গ্রিন জ়োনে নাম ছিল আলিপুরদুয়ারের । তবে এই গ্রিন জ়োনের তকমাকে ম্লান করে দেয় দিল্লির AIIMS থেকে আসা জেলার 2 ব্যক্তি ।

কিডনির রোগে আক্রান্ত এক যুবককে নিয়ে আলিপুরদুয়ারের কুমারগ্রামের 2 জন ও কোচবিহারের বক্সিরহাটের 2 জন দিল্লি যায় চিকিৎসা করাতে । সেখান থেকে তাঁরা অ্যাম্বুলেন্সে করে ফেরত আসে 27 এপ্রিল । 28 তারিখ দিল্লি ফেরত সকলের লালারস সংগ্রহ করে সোয়াব পরীক্ষার জন্য পাঠায় আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদপ্তর । 29 তারিখ সোয়াব পরীক্ষার রিপোর্টে দেখা যায় দিল্লিতে যাওয়া 4 জনের দেহেই কোরোনা পজ়িটিভ আছে । এরপরই কোরোনা আক্রান্ত 4 জনকে পাঠানো হয় শিলিগুড়ির কোরোনা হাসপাতালে । জেলার যে 2 জন বাসিন্দার রিপোর্ট পজ়িটিভ এসেছিল ৷ তাঁদের 1 জন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । গতকাল গভীর রাতে অন্যজনও সুস্থ হয়ে বাড়ির ফিরেছেন । গতকাল রাতে কোরোনা আক্রান্ত যুবক বাড়ি ফেরায় স্বস্তির হাওয়া যুবকের পরিবারে ।

গতরাতে ওই যুবক ফিরে আসার পর আজ তাঁর বাড়িতে আসেন স্থানীয় বাসিন্দারা । কোরোনা জয় করে ফিরে আসা যুবককে পুষ্প স্তবক ও ফুলের মালা পরিয়ে দেন তাঁরা । আলিপুরদুয়ারে এই মুহূর্তে কোনও কোরোনা পজ়িটিভ রোগী নেই । আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদপ্তরের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, " বর্তমানে আলিপুরদুয়ার জেলায় কোরোনা সংক্রমণের রোগী নেই । জেলার গ্রিন জ়োন তকমা ধরে রাখতে জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.