ETV Bharat / state

Leopard Attack: মাথা থেকে আলাদা ধড়, বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধারে চিতাবাঘের আতঙ্ক আলিপুরদুয়ারের গ্রামে - চিতাবাঘের আতঙ্ক ছড়াল গ্রামে

বাড়ি থেকে 50 মিটার দূর থেকে উদ্ধার এক বৃদ্ধার মুণ্ডহীন দেহ ৷ ঘটনাস্থল পরিদর্শন করে বনবিভাগ, পুলিশ ও স্থানীয়রা নিশ্চিত চিতাবাঘের আক্রমণেই মৃত্যু হয়েছে বৃদ্ধার ৷

Etv Bharat
চিতাবাঘে টেনে নিয়ে গেল বৃদ্ধাকে
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 8:53 PM IST

চিতাবাঘ আতঙ্কে স্থানীয়দের বক্তব্য

জলপাইগুড়ি, 28 অগস্ট: এক বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার রাত থেকে চিতাবাঘের আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির গ্রামে ৷ আতঙ্ক এতোটাই গ্রাস করেছে সেখানকার বাসিন্দাদের যে, সহজে বাড়ি থেকে বেরোতে চাইছেন না কেউই ৷ তাদের অনুমান চিতাবাঘেই টেনে নিয়ে গিয়েছে বৃদ্ধাকে ৷ কারণ ক'দিন আগেই এলাকার ছাগল ও শুয়োরকে নিয়ে গিয়েছে চিতাবাঘ ৷ সোমবার সকালে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও জঙ্গল লাগোয়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করার পর বনবিভাগ ও পুলিশেরও একই মত । তবে ময়নাতদন্তের পরেই বৃদ্ধার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রবিবার রাতে খাওয়ার পর কলতলায় বাসন মাজতে যান বৃদ্ধা ৷ এরপরেই হঠাৎ চিৎকারের শব্দ পাওয়া যায় ৷ কিন্তু সেখানে গিয়ে আর বৃদ্ধাকে পাওয়া যায়নি । বৃষ্টি এবং অন্ধকারের জেরে রাতে আর খোঁজাখুঁজি সম্ভব হয়নি ৷ এরপর খবর দেওয়া হয় পুলিশ ও বনবিভাগে ৷ তল্লাশি চালিয়ে বাড়ি থেকে 50 মিটার দূরে বৃদ্ধার মুণ্ডহীন দেহ ঝোপের আড়াল থেকে উদ্ধার করে পুলিশ । আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বর ফাঁড়ির অন্তর্গত অতিতপাড়া ব্যাংকান্দি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার নাম সরদিনী রায় (65)। এমন ঘটনার পর এলাকায় আতঙ্ক গ্রাস করেছে । সচেতনতা প্রচারের পাশাপাশি খাঁচাও পাতা হচ্ছে ।

প্রাথমিকভাবে বৃদ্ধার দেহ পাওয়া গেলেও মাথার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুজির পর তাতাসি নদীর ধারে জঙ্গলের মধ্যে ওই মহিলার ক্ষতবিক্ষত মাথাটি খুবলানো অবস্থায় উদ্ধার করা হয় । দেহ থেকে মাথাটি ছিঁড়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান । আদৌ কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । পুলিশ ও বনকর্তারা তদন্ত শুরু করেছে । আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি ।

এই বিষয়ে জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ ভি বলেন, "চিতাবাঘের পায়ের ছাপ আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি । প্রাথমিকভাবে চিতাবাঘের আক্রমণেই মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে । আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । তবে ডাক্তারের প্রাথমিক অনুমান কোনও প্রাণীর আক্রমণেই শরীর থেকে মাথা আলাদা হয়েছে । এই ধরনের ঘটনা এই প্রথম । আমরা এলাকায় সচেতনতামূলক প্রচার করছি । খাঁচা পাতা হয়েছে ।"

আরও পড়ুন : ছাগলের লোভে খাঁচাবন্দি চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন ডুয়ার্সের বাসিন্দারা

চিতাবাঘ আতঙ্কে স্থানীয়দের বক্তব্য

জলপাইগুড়ি, 28 অগস্ট: এক বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার রাত থেকে চিতাবাঘের আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির গ্রামে ৷ আতঙ্ক এতোটাই গ্রাস করেছে সেখানকার বাসিন্দাদের যে, সহজে বাড়ি থেকে বেরোতে চাইছেন না কেউই ৷ তাদের অনুমান চিতাবাঘেই টেনে নিয়ে গিয়েছে বৃদ্ধাকে ৷ কারণ ক'দিন আগেই এলাকার ছাগল ও শুয়োরকে নিয়ে গিয়েছে চিতাবাঘ ৷ সোমবার সকালে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও জঙ্গল লাগোয়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করার পর বনবিভাগ ও পুলিশেরও একই মত । তবে ময়নাতদন্তের পরেই বৃদ্ধার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রবিবার রাতে খাওয়ার পর কলতলায় বাসন মাজতে যান বৃদ্ধা ৷ এরপরেই হঠাৎ চিৎকারের শব্দ পাওয়া যায় ৷ কিন্তু সেখানে গিয়ে আর বৃদ্ধাকে পাওয়া যায়নি । বৃষ্টি এবং অন্ধকারের জেরে রাতে আর খোঁজাখুঁজি সম্ভব হয়নি ৷ এরপর খবর দেওয়া হয় পুলিশ ও বনবিভাগে ৷ তল্লাশি চালিয়ে বাড়ি থেকে 50 মিটার দূরে বৃদ্ধার মুণ্ডহীন দেহ ঝোপের আড়াল থেকে উদ্ধার করে পুলিশ । আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বর ফাঁড়ির অন্তর্গত অতিতপাড়া ব্যাংকান্দি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার নাম সরদিনী রায় (65)। এমন ঘটনার পর এলাকায় আতঙ্ক গ্রাস করেছে । সচেতনতা প্রচারের পাশাপাশি খাঁচাও পাতা হচ্ছে ।

প্রাথমিকভাবে বৃদ্ধার দেহ পাওয়া গেলেও মাথার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুজির পর তাতাসি নদীর ধারে জঙ্গলের মধ্যে ওই মহিলার ক্ষতবিক্ষত মাথাটি খুবলানো অবস্থায় উদ্ধার করা হয় । দেহ থেকে মাথাটি ছিঁড়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান । আদৌ কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । পুলিশ ও বনকর্তারা তদন্ত শুরু করেছে । আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি ।

এই বিষয়ে জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ ভি বলেন, "চিতাবাঘের পায়ের ছাপ আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি । প্রাথমিকভাবে চিতাবাঘের আক্রমণেই মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে । আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । তবে ডাক্তারের প্রাথমিক অনুমান কোনও প্রাণীর আক্রমণেই শরীর থেকে মাথা আলাদা হয়েছে । এই ধরনের ঘটনা এই প্রথম । আমরা এলাকায় সচেতনতামূলক প্রচার করছি । খাঁচা পাতা হয়েছে ।"

আরও পড়ুন : ছাগলের লোভে খাঁচাবন্দি চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন ডুয়ার্সের বাসিন্দারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.