ETV Bharat / state

কর্মরত চা শ্রমিকের মাথার মাংস খুবলে নিল চিতাবাঘ - চা বাগান

চা বাগানে কাজ করার সময় এক শ্রমিকের উপর আচমকা হামলা করে চিতাবাঘ ৷ মাথার মাংস খুবলে নিয়ে পালিয়ে যায় ৷ ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

জখম চা শ্রমিক
জখম চা শ্রমিক
author img

By

Published : Mar 18, 2020, 9:38 PM IST

Updated : Mar 18, 2020, 10:01 PM IST

আলিপুরদুয়ার, 18 মার্চ : আজ বিকেলে চা বাগানে কাজ করার সময় এক শ্রমিকের মাথার মাংস খুবলে নিল চিতাবাঘ ৷ ঘটনাটি ফালাকাটার তাসাটি চা বাগানের তিন নম্বর সেকশনের ৷ জখম শ্রমিককে বীরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷

অন্যান্য শ্রমিকের সঙ্গে চা বাগানের তিন নম্বর সেকশনে কীটনাশক স্প্রে করছিলেন গোপাল বড়াইক ৷ আচমকাই বাগানের ঝোপ থেকে গোপালের দিকে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি ৷ কিছু বুঝে ওঠার আগেই গোপালের মাথার মাংস খুবলে নিয়ে পালিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গেই সহকর্মীরা গোপালকে বাগানের ফ্যাক্টরিতে নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁকে ভরতি করা হয় বীরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ৷

চা বাগানে কাজ করার সময় আচমকা হামলা করে চিতাবাঘ

চিতাবাঘের এরকম হঠাৎ হামলায় আতঙ্কিত শ্রমিকরা ৷ চিতাবাঘটিকে খাঁচাবন্দী করার জন্য ফাঁদ পাতার দাবি তোলেন বাগানের শ্রমিকরা ৷ মাদারিহাট রেঞ্জের রেঞ্জার রামিজ বোজার বলেন, "জখম ওই শ্রমিকের চিকিৎসার খরচ বহন করবে বন দপ্তর ৷ বাগানে ফাঁদ পাতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কতা বলে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

আলিপুরদুয়ার, 18 মার্চ : আজ বিকেলে চা বাগানে কাজ করার সময় এক শ্রমিকের মাথার মাংস খুবলে নিল চিতাবাঘ ৷ ঘটনাটি ফালাকাটার তাসাটি চা বাগানের তিন নম্বর সেকশনের ৷ জখম শ্রমিককে বীরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷

অন্যান্য শ্রমিকের সঙ্গে চা বাগানের তিন নম্বর সেকশনে কীটনাশক স্প্রে করছিলেন গোপাল বড়াইক ৷ আচমকাই বাগানের ঝোপ থেকে গোপালের দিকে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি ৷ কিছু বুঝে ওঠার আগেই গোপালের মাথার মাংস খুবলে নিয়ে পালিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গেই সহকর্মীরা গোপালকে বাগানের ফ্যাক্টরিতে নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁকে ভরতি করা হয় বীরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ৷

চা বাগানে কাজ করার সময় আচমকা হামলা করে চিতাবাঘ

চিতাবাঘের এরকম হঠাৎ হামলায় আতঙ্কিত শ্রমিকরা ৷ চিতাবাঘটিকে খাঁচাবন্দী করার জন্য ফাঁদ পাতার দাবি তোলেন বাগানের শ্রমিকরা ৷ মাদারিহাট রেঞ্জের রেঞ্জার রামিজ বোজার বলেন, "জখম ওই শ্রমিকের চিকিৎসার খরচ বহন করবে বন দপ্তর ৷ বাগানে ফাঁদ পাতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কতা বলে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

Last Updated : Mar 18, 2020, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.