আলিপুরদুয়ার, 29 মার্চ : লকডাউনের জেরে খাদ্যের অভাব দেখা দেওয়ায় ভুটানে কর্মরত ৭০টি ভারতীয় শ্রমিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল ভারত-ভুটান সীমান্তের জয়গাঁর বিহারি কল্যাণ মঞ্চ।
কোরোনার জেরে সিল করে দেওয়া হয়েছে ভারত-ভুটান প্রবেশপথ । আপাতত দুই দেশের নাগরিকরা এপার ওপার হতে পারবেন না। ভুটানে কর্মরত ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে প্রতিবেশী বন্ধু দেশ ভুটান ভারতে বসবাসকারী সব নাগরিককে সেদেশে ফেরত নিয়ে গেছে। কোরোনার জেরে ভারত-ভুটান সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে ভারতের কয়েক হাজার শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন। তবে লকডাউনের ফলে কর্মহীন এই শ্রমিক পরিবারগুলির খাদ্য ভাণ্ডারে টান পড়েছে। দু-এক দিন ধরে জয়গাঁয় বসবাসকারী শ্রমিক পরিবারদের মধ্যে খাদ্যের অনটন দেখা দেয়। বেশিরভাগ পরিবারের কপালেই দুবেলা খাবার জুটছে না । বিপাকে পড়েছেন ভুটানে কর্মরত শ্রমিক পরিবারগুলির শিশু ও বৃদ্ধরা ।
বিহারি কল্যাণ মঞ্চের পক্ষ থেকে রামাশংকর গুপ্তা জানান, ভুটানে কর্মরত শ্রমিক পরিবারগুলিকে তিন কেজি চাল, দু'কেজি করে আটা, আলু, এক কেজি পেঁয়াজ, আধ কেজি করে চিনি ও তেল এবং লবণ, চা পাতা, দুধ ইত্যাদি খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে । তিনি জানান, যতদিন লকডাউন চলবে ততদিন এই শ্রমিক পরিবারগুলিকে খাদ্যসামগ্ৰী দেওয়া হবে।
শ্রমিক পরিবারগুলিকে খাদ্যসামগ্রী দিচ্ছে ভারত-ভুটান সীমান্তের স্বেচ্ছাসেবী সংগঠন - আলিপুরদুয়ার
ভারত-ভুটান সীমান্তের জয়গার বিহারী কল্যান মঞ্চ ভুটানে কর্মরত ৭০ জন ভারতীয় শ্রমিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ।
আলিপুরদুয়ার, 29 মার্চ : লকডাউনের জেরে খাদ্যের অভাব দেখা দেওয়ায় ভুটানে কর্মরত ৭০টি ভারতীয় শ্রমিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল ভারত-ভুটান সীমান্তের জয়গাঁর বিহারি কল্যাণ মঞ্চ।
কোরোনার জেরে সিল করে দেওয়া হয়েছে ভারত-ভুটান প্রবেশপথ । আপাতত দুই দেশের নাগরিকরা এপার ওপার হতে পারবেন না। ভুটানে কর্মরত ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে প্রতিবেশী বন্ধু দেশ ভুটান ভারতে বসবাসকারী সব নাগরিককে সেদেশে ফেরত নিয়ে গেছে। কোরোনার জেরে ভারত-ভুটান সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে ভারতের কয়েক হাজার শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন। তবে লকডাউনের ফলে কর্মহীন এই শ্রমিক পরিবারগুলির খাদ্য ভাণ্ডারে টান পড়েছে। দু-এক দিন ধরে জয়গাঁয় বসবাসকারী শ্রমিক পরিবারদের মধ্যে খাদ্যের অনটন দেখা দেয়। বেশিরভাগ পরিবারের কপালেই দুবেলা খাবার জুটছে না । বিপাকে পড়েছেন ভুটানে কর্মরত শ্রমিক পরিবারগুলির শিশু ও বৃদ্ধরা ।
বিহারি কল্যাণ মঞ্চের পক্ষ থেকে রামাশংকর গুপ্তা জানান, ভুটানে কর্মরত শ্রমিক পরিবারগুলিকে তিন কেজি চাল, দু'কেজি করে আটা, আলু, এক কেজি পেঁয়াজ, আধ কেজি করে চিনি ও তেল এবং লবণ, চা পাতা, দুধ ইত্যাদি খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে । তিনি জানান, যতদিন লকডাউন চলবে ততদিন এই শ্রমিক পরিবারগুলিকে খাদ্যসামগ্ৰী দেওয়া হবে।