কালচিনি, 4 অগস্ট : করোনা সংক্রমণে লাগু রাখতে বন্ধ শিক্ষা ব্য়বস্থা ৷ এখনও স্কুল-কলেজ খোলার অনুমতি দেয়নি রাজ্য সরকার । পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল ।
অথচ সরকারি নির্দেশিকা উপেক্ষা করে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টন গঞ্জের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে চলছে পঠন-পাঠন । ক্লাস করতে হাজির খুদে খুদে পড়ুয়ারা ।
সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগ পাওয়া মাত্রই এই বেসরকারি স্কুলে পৌঁছে যান কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ । তখনই দেখা যায় ক্লাসে বসে পড়াশুনা করছে খুদেরা। এই ছবি দেখা মাত্রই স্কুল বন্ধ করার নির্দেশ দেন বিডিও ।
আরও পড়ুন : জন বারলা সহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
যদিও কোন রকম আইনি ব্যাবস্থা না নিয়ে শুধুমাত্র হুঁশিয়ারি দিয়েই বন্ধ করে দেওয়া হয় স্কুলটি। সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও স্কুল কর্তৃপক্ষের দাবি, ক্লাস নয় টিউশন করানো হচ্ছিল স্কুলে।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে শিশুদের বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে এই নিয়ম ভাঙার ছবি । যদিও প্রশাসনের তৎপরতায় বন্ধ করে দেওয়া হয় স্কুলগুলিকে ৷