আলিপুরদুয়ার, 5 এপ্রিল: দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেছিলেন আলিপুরদুয়ারের 20 জন বাসিন্দা ৷ জেলায় ফিরলে কোরোনা সংক্রমণের আশঙ্কায় তাঁদের কোয়ারানটাইন সেন্টারে পাঠায় স্থানীয় প্রশাসন ৷ এরপর এঁদের লালারসের নমুনা সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ গতকাল সেই সোয়াব পরীক্ষার রির্পোট নেগেটিভ আসায় হাঁফ ছেড়ে বাঁচে জেলা স্বাস্থ্য বিভাগ ।
ওই 20 জনের লালারসের নমুনার সোয়াব পরীক্ষার রিপোর্ট গতকাল উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে জেলায় এসে পৌঁছায়। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে , তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে । ওই 20 জনের মধ্যে একজন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও একজন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি আছেন। বাকি 18 জনকে মাদারিহাট বীরপাড়ার একটি সরকারি কোয়ারানটাইন সেন্টারে রাখা হয়েছে।
বীরপাড়া সরকারি কোয়ারানটাইন সেন্টারে থাকা 18 জনের মধ্যে একজন জানিয়েছেন, তিনি দিল্লির নিজ়ামউদ্দিনে ধর্মীয় মহাসভায় যোগ দিয়েছিলেন। জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সূবর্ণ গোস্বামী বলেন, "এদের সকলের রিপোর্ট নেগেটিভ আসায় আমরা খুশি। একটু স্বস্তি পাওয়া গেছে।"