ETV Bharat / state

মন্দিরের গ্রিল ভেঙে চুরি সোনার গয়না ও নগদ, আটক 1 - মাদারিহাট

পুজো করতে এসে পুরোহিত দেখেন, ভাঙা মন্দিরের গ্রিল । নেই মূর্তির পরনে সোনার গয়না । চুরি গেছে নগদও । আলিপুরদুয়ারের মাদারিহাটের ঘটনা ।

Madarihat Temple
মাদারিহাটের মন্দির
author img

By

Published : Apr 23, 2020, 11:13 AM IST

আলিপুরদুয়ার, 23 এপ্রিল : থানা চত্বরের মন্দিরের গ্রিল ভেঙে চুরি সোনার গয়না ও নগদ টাকা । সোনার গয়নার আনুমানিক মূল্য 70 হাজার টাকা । ঘটনাটি মাদারিহাট থানার মহামায়া কালীমন্দিরের । ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ ।

গতকাল পুজো করতে এসে মন্দিরের গ্রিলের দরজা ভাঙা অবস্থায় দেখেন পুরোহিত । ভিতরে ঢুকে দেখেন, মূর্তির গায়ে কোনও গয়না নেই । এমনকী, মন্দিরের ভিতরের ট্রাঙ্কে থাকা সোনা ও নগদও চুরি গেছে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ ।

মাদারিহাট থানার OC টি. এন . লামা জানান, ঘটনায় চুরির মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে । সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

আলিপুরদুয়ার, 23 এপ্রিল : থানা চত্বরের মন্দিরের গ্রিল ভেঙে চুরি সোনার গয়না ও নগদ টাকা । সোনার গয়নার আনুমানিক মূল্য 70 হাজার টাকা । ঘটনাটি মাদারিহাট থানার মহামায়া কালীমন্দিরের । ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ ।

গতকাল পুজো করতে এসে মন্দিরের গ্রিলের দরজা ভাঙা অবস্থায় দেখেন পুরোহিত । ভিতরে ঢুকে দেখেন, মূর্তির গায়ে কোনও গয়না নেই । এমনকী, মন্দিরের ভিতরের ট্রাঙ্কে থাকা সোনা ও নগদও চুরি গেছে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ ।

মাদারিহাট থানার OC টি. এন . লামা জানান, ঘটনায় চুরির মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে । সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.