ETV Bharat / state

দিল্লি ফেরত 4 কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসা 29 জন কোয়ারানটিনে - coronavirus news

কোরোনা আক্রান্ত চারজনকে শুক্রবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । কোচবিহারের বক্সিরহাটের এক যুবকের কিডনি চিকিৎসার জন্য দিল্লি যান কোচবিহার ও আলিপুরদুয়ারের চার যুবক ।

Alipurduar
29 জন কোয়ারানটিনে
author img

By

Published : May 3, 2020, 9:36 AM IST

আলিপুরদুয়ার, 3 মে : আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্ত চার যুবকের সংস্পর্শে আসায় 29 জনকে কোয়ারানটিনে পাঠাল জেলা স্বাস্থ্য বিভাগ । তাঁদের মধ্যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এক আধিকারিক ও দুই চিকিৎসক রয়েছেন । রয়েছেন একজন পুলিশকর্তা, দুই সিভিক ভলান্টিয়ার, দুই পুরুষ নার্স এবং দুই সাফাইকর্মী । বাকিরা ওই চারজনের পরিচিত বলে স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে । আর কারা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন তার খোঁজ চলছে । কোরোনা আক্রান্ত ওই চারজনকে শুক্রবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ।

বক্সিরহাটের এক যুবককে কিডনির চিকিৎসা করাতে দিল্লি নিয়ে গেছিলেন কোচবিহার ও আলিপুরদুয়ারের চার যুবক । দিল্লির AIIMS-এ চিকিৎসার পর ওই যুবককে নিয়ে আ্যম্বুলেন্সে করে ফেরেন তাঁরা । জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, 27 এপ্রিল পাঁচ যুবক 31 সি জাতীয় সড়ক ধরে এথেলবাড়ি হয়ে জেলায় ঢোকেন । এথেলবাড়িতেই তাঁদের থার্মাল চেকিং হয় । আ্যম্বুলেন্সটিকে কুমারগ্রামের বারোবিশার কোয়ারানটিন সেন্টারে নিয়ে আসে পুলিশ । ওই পাঁচজনকে নামিয়ে দিয়ে দিল্লি থেকে আসা আ্যম্বুলেন্সটি ফেরত চলে যায় । কোরোনা সংক্রমণের সন্দেহে ওই পাঁচজনকে বারোবিশার একটি কোয়ারানটিনে রাখা হয় । পরের দিন কিডনি অসুখে আক্রান্ত ওই যুবককে ডায়ালিসের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । 29 এপ্রিল কোয়ারানটিনে থাকা পাঁচজনের নমুনা টেস্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় । 30 এপ্রিল রাতে সেই টেস্টের রিপোর্ট আসে । কিডনির অসুখে আক্রান্ত ওই যুবক বাদে সকলের রিপোর্ট পজ়িটিভ আসে ।

শুক্রবার ওই চারজনকে COVID-19 হাসপাতালে পাঠানো হয় । কিডনি সংক্রমণে আক্রান্ত ওই যুববকে আলিপুরদুয়ার তপসিখাতা প্রি COVID-19 হাসপাতালে পাঠানো হয়েছে । আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ড:পূরণ শর্মা জানান, 29 জনকে আপাতত কোয়ারানটিনে পাঠানো হয়েছে । বাকিদের খোঁজ করা হচ্ছে ।

আলিপুরদুয়ার, 3 মে : আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্ত চার যুবকের সংস্পর্শে আসায় 29 জনকে কোয়ারানটিনে পাঠাল জেলা স্বাস্থ্য বিভাগ । তাঁদের মধ্যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এক আধিকারিক ও দুই চিকিৎসক রয়েছেন । রয়েছেন একজন পুলিশকর্তা, দুই সিভিক ভলান্টিয়ার, দুই পুরুষ নার্স এবং দুই সাফাইকর্মী । বাকিরা ওই চারজনের পরিচিত বলে স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে । আর কারা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন তার খোঁজ চলছে । কোরোনা আক্রান্ত ওই চারজনকে শুক্রবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ।

বক্সিরহাটের এক যুবককে কিডনির চিকিৎসা করাতে দিল্লি নিয়ে গেছিলেন কোচবিহার ও আলিপুরদুয়ারের চার যুবক । দিল্লির AIIMS-এ চিকিৎসার পর ওই যুবককে নিয়ে আ্যম্বুলেন্সে করে ফেরেন তাঁরা । জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, 27 এপ্রিল পাঁচ যুবক 31 সি জাতীয় সড়ক ধরে এথেলবাড়ি হয়ে জেলায় ঢোকেন । এথেলবাড়িতেই তাঁদের থার্মাল চেকিং হয় । আ্যম্বুলেন্সটিকে কুমারগ্রামের বারোবিশার কোয়ারানটিন সেন্টারে নিয়ে আসে পুলিশ । ওই পাঁচজনকে নামিয়ে দিয়ে দিল্লি থেকে আসা আ্যম্বুলেন্সটি ফেরত চলে যায় । কোরোনা সংক্রমণের সন্দেহে ওই পাঁচজনকে বারোবিশার একটি কোয়ারানটিনে রাখা হয় । পরের দিন কিডনি অসুখে আক্রান্ত ওই যুবককে ডায়ালিসের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । 29 এপ্রিল কোয়ারানটিনে থাকা পাঁচজনের নমুনা টেস্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় । 30 এপ্রিল রাতে সেই টেস্টের রিপোর্ট আসে । কিডনির অসুখে আক্রান্ত ওই যুবক বাদে সকলের রিপোর্ট পজ়িটিভ আসে ।

শুক্রবার ওই চারজনকে COVID-19 হাসপাতালে পাঠানো হয় । কিডনি সংক্রমণে আক্রান্ত ওই যুববকে আলিপুরদুয়ার তপসিখাতা প্রি COVID-19 হাসপাতালে পাঠানো হয়েছে । আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ড:পূরণ শর্মা জানান, 29 জনকে আপাতত কোয়ারানটিনে পাঠানো হয়েছে । বাকিদের খোঁজ করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.