ETV Bharat / state

আলিপুরদুয়ারে প্রায় ৫৫ লাখ টাকাসহ আটক ৪ - seized

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল নির্বাচন কমিশনের আধিকারিক ও পুলিশের যৌথ উদ্যোগে ৫৪ লাখ ৮৪ হাজার টাকা নগদসহ চারজনকে আটক করা হয়। একথা জানান জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি।

নগদ উদ্ধার
author img

By

Published : Mar 18, 2019, 4:12 AM IST

আলিপুরদুয়ার, ১৮ মার্চ : নগদ ৫৪ লাখ ৮৪ হাজার টাকা বাজেয়াপ্ত করল আলিপুরদুয়ারের জয়গাঁ থানার পুলিশ। আটক করা হয়েছে চারজনকে।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল নির্বাচন কমিশনের আধিকারিক ও পুলিশের যৌথ উদ্যোগে ৫৪ লাখ ৮৪ হাজার টাকা নগদসহ চারজনকে আটক করা হয়। একথা জানান জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি।

তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এত পরিমাণ নগদ নিয়ে যাতায়াত আইনত অপরাধ। তাই ওই নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে যাঁর বা যাঁদের টাকা তাঁরা তথ্য প্রমাণ সহ দাবি করতে পারেন।

আলিপুরদুয়ার, ১৮ মার্চ : নগদ ৫৪ লাখ ৮৪ হাজার টাকা বাজেয়াপ্ত করল আলিপুরদুয়ারের জয়গাঁ থানার পুলিশ। আটক করা হয়েছে চারজনকে।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল নির্বাচন কমিশনের আধিকারিক ও পুলিশের যৌথ উদ্যোগে ৫৪ লাখ ৮৪ হাজার টাকা নগদসহ চারজনকে আটক করা হয়। একথা জানান জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি।

তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এত পরিমাণ নগদ নিয়ে যাতায়াত আইনত অপরাধ। তাই ওই নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে যাঁর বা যাঁদের টাকা তাঁরা তথ্য প্রমাণ সহ দাবি করতে পারেন।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.