ETV Bharat / state

সচেতন করতে গিয়ে দুর্ব্যবহারের শিকার মহিলা স্বাস্থ্য কর্মীরা - কোরোনা ভাইরাস

আজ আলিপুরদুয়ারের 19 নম্বর ওয়ার্ডের কলেজহল্ট এলাকার মনোরঞ্জন ঘোষের বাড়িতে রীতিমতো দুর্ব্যবহারের শিকার হতে হয় মহিলা স্বাস্থ্য কর্মীদের । লকডাউনের মধ্যেই কলকাতা থেকে বাড়িতে ফিরে এসেছেন মনোরঞ্জন ঘোষের ছেলে দিব্যজোতি ঘোষ । তার খোঁজ করতে যান স্বাস্থ্য কর্মীরা । সেই সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন মনোরঞ্জনবাবু ৷

Female health workers have been abused to raise awareness among the peoples in alipurduar
কোরোনা মোকাবিলায় পৌরবাসীদের সচেতন করতে গিয়ে দুর্ব্যবহারের শিকার মহিলা স্বাস্থ্যকর্মীরা
author img

By

Published : Mar 28, 2020, 10:09 PM IST

আলিপুরদুয়ার, 28 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে বাসিন্দাদের সচেতন করতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হলেন মহিলা স্বাস্থ্য কর্মীরা ৷ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করবে জেলা স্বাস্থ্য দপ্তর ৷ কোরোনার সংক্রমণের সচেতনতার জেরে কার্যত লকডাউন গোটা রাজ্য ৷ তবুও সচেতন নয় বেশ কিছু মানুষ ৷ লকডাউনের মধ্যেও রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে লোকজনদের ৷ এরই মধ্যে অসচেতন কিছু বাসিন্দাদের দুর্ব্যবহারে কার্যত মর্মাহত মহিলা স্বাস্থ্যকর্মীরা ৷

আজ আলিপুরদুয়ারের 19 নম্বর ওয়ার্ডের কলেজহল্ট এলাকার মনোরঞ্জন ঘোষের বাড়িতে রীতিমতো দুর্ব্যবহারের শিকার হতে হয় মহিলা স্বাস্থ্য কর্মীদের । লকডাউনের মধ্যেই কলকাতা থেকে বাড়িতে ফিরে এসেছেন মনোরঞ্জন ঘোষের ছেলে দিব্যজোতি ঘোষ । তার খোঁজ করতে যান স্বাস্থ্য কর্মীরা । সেই সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন মনোরঞ্জনবাবু ৷ এরপর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অনিন্দ্য ভৌমিকের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় ।

কোরোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে শহরের 20 টি ওয়ার্ডে মহিলাদের 20 টি দল গঠন করা হয়েছে । ICDS-এর পৌরসভার মহিলা স্বাস্থ্যকর্মী, এবং রেডক্রস সোসাইটির মহিলাদের নিয়ে এই দল গঠন করা হয়েছে । এই 20 টি দল তিনদিন ধরে পৌরসভার প্রতিটি বাড়ি ঘুরে পৌরসভা এলাকার রিপোর্ট তৈরি করবে । সেই রিপোর্ট তারা জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে জমা দেবে । পৌরবাসীকে সচেতন করার পাশাপাশি, পৌর এলাকার কারও বাড়িতে জ্বর সর্দি কাশি আছে কি না, কিংবা বাইরে থেকে কেউ বাড়িতে এসেছে কি না , তার খোঁজখবর করতে এই মহিলা স্বাস্থ্য কর্মীরা ঘুরছেন শহরের অলিগলিতে ।

যে সমস্ত পৌরবাসী প্রশাসনের তৈরি করা এই মহিলা স্বাস্থ্যকর্মীদের সাথে দুর্ব্যবহার করেছেন তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন । আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানিয়েছেন, " এই পরিস্থিতিতে এখনই কিছু পদক্ষেপ করা হবে না । পরিস্থিতি ঠিক হলে গোটা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।"

আলিপুরদুয়ার, 28 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে বাসিন্দাদের সচেতন করতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হলেন মহিলা স্বাস্থ্য কর্মীরা ৷ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করবে জেলা স্বাস্থ্য দপ্তর ৷ কোরোনার সংক্রমণের সচেতনতার জেরে কার্যত লকডাউন গোটা রাজ্য ৷ তবুও সচেতন নয় বেশ কিছু মানুষ ৷ লকডাউনের মধ্যেও রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে লোকজনদের ৷ এরই মধ্যে অসচেতন কিছু বাসিন্দাদের দুর্ব্যবহারে কার্যত মর্মাহত মহিলা স্বাস্থ্যকর্মীরা ৷

আজ আলিপুরদুয়ারের 19 নম্বর ওয়ার্ডের কলেজহল্ট এলাকার মনোরঞ্জন ঘোষের বাড়িতে রীতিমতো দুর্ব্যবহারের শিকার হতে হয় মহিলা স্বাস্থ্য কর্মীদের । লকডাউনের মধ্যেই কলকাতা থেকে বাড়িতে ফিরে এসেছেন মনোরঞ্জন ঘোষের ছেলে দিব্যজোতি ঘোষ । তার খোঁজ করতে যান স্বাস্থ্য কর্মীরা । সেই সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন মনোরঞ্জনবাবু ৷ এরপর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অনিন্দ্য ভৌমিকের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় ।

কোরোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে শহরের 20 টি ওয়ার্ডে মহিলাদের 20 টি দল গঠন করা হয়েছে । ICDS-এর পৌরসভার মহিলা স্বাস্থ্যকর্মী, এবং রেডক্রস সোসাইটির মহিলাদের নিয়ে এই দল গঠন করা হয়েছে । এই 20 টি দল তিনদিন ধরে পৌরসভার প্রতিটি বাড়ি ঘুরে পৌরসভা এলাকার রিপোর্ট তৈরি করবে । সেই রিপোর্ট তারা জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে জমা দেবে । পৌরবাসীকে সচেতন করার পাশাপাশি, পৌর এলাকার কারও বাড়িতে জ্বর সর্দি কাশি আছে কি না, কিংবা বাইরে থেকে কেউ বাড়িতে এসেছে কি না , তার খোঁজখবর করতে এই মহিলা স্বাস্থ্য কর্মীরা ঘুরছেন শহরের অলিগলিতে ।

যে সমস্ত পৌরবাসী প্রশাসনের তৈরি করা এই মহিলা স্বাস্থ্যকর্মীদের সাথে দুর্ব্যবহার করেছেন তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন । আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানিয়েছেন, " এই পরিস্থিতিতে এখনই কিছু পদক্ষেপ করা হবে না । পরিস্থিতি ঠিক হলে গোটা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.