ETV Bharat / state

নজর কেড়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিবেশ বান্ধব কলম - paper pen aliporeduar

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের হান্টাপাড়া চা-বাগানের লোটাস স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করেছেন পরিবেশ বান্ধব কলম । কলমটি কাগজের তৈরি । এই কলমটির পেছনে রয়েছে গাছের বীজ । ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে সেই বীজ থেকে নতুন গাছ জন্মাবে ।

কাগজের কলম
author img

By

Published : Nov 21, 2019, 10:42 PM IST

আলিপুরদুয়ার,21 নভেম্বর : বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ণ । আর তা নিয়ন্ত্রণের চেষ্টায় পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের হান্টাপাড়া চা-বাগানের লোটাস স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।কলমটির দাম ৫ টাকা । এই কলমের পেছনে রয়েছে গাছের বীজ । ব্যবহারের পর এই কলম মাটিতে ফেলে দিলে সেই বীজ থেকে নতুন গাছ জন্মাবে বলে দাবি আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ।

আলিপুরদুয়ার ক্রেতা সুরক্ষা মেলা (সবলা মেলা) শুরু হয়েছে সলসলাবাড়ি মডেল হাইস্কুলের মাঠে । মেলা চলবে ৭ দিন । এই মেলায় রয়েছে বিভিন্ন ধরণের সরকারি স্টল । তার মধ্যে জেলাশাসক থেকে শুরু করে জেলা পারিষদ সহ সকলেরই নজর কেড়েছে মাদারিহাটের হান্টাপাড়া লোটাস স্বনির্ভর দলের স্টলটি । জেলা পারিষদের মেন্টর মোহন শর্মা ও বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান,পরিবেশকে দূষণ মুক্ত করতে রাজ্য সরকার প্লাস্টিক বর্জন কর্মসূচি শুরু করেছে । বিশ্ব উষ্ণায়ণের হাত থেকে দেশকে বাঁচাতে শুরু হয়েছে বৃক্ষ রোপণ । সেই প্রেক্ষাপটে আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি এই কাগজের কলম প্রকৃত অর্থেই তারিফ যোগ্য ।

লোটাস স্বনির্ভর দলের রাখি ওঁরাও বলেন, "কলকাতার একটি নামী কম্পানি দশ হাজার কলমের অর্ডার দিয়েছেন । এই কলমগুলি বিভিন্ন এলাকা থেকে আসা পর্যবেক্ষকদেরও দেওয়া হবে । " স্বনির্ভর গোষ্ঠীর আর এক সদস্যা রেশমি ওরাঁও বলেন , " কলমের গায়ে স্বনির্ভর দলের নাম ও মোবাইল ফোনের নম্বর দেওয়া রয়েছে । আমরা অর্ডার অনুযায়ী সরবরাহ করব ।"

এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের জেলাশাসক নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, অভিনব এই কাগজের কলম সত্যিই তারিফ যোগ্য । জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কলকাতার শিল্প মেলায় পাঠানোরও ব্যবস্থা করা হবে ।

আলিপুরদুয়ার,21 নভেম্বর : বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ণ । আর তা নিয়ন্ত্রণের চেষ্টায় পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের হান্টাপাড়া চা-বাগানের লোটাস স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।কলমটির দাম ৫ টাকা । এই কলমের পেছনে রয়েছে গাছের বীজ । ব্যবহারের পর এই কলম মাটিতে ফেলে দিলে সেই বীজ থেকে নতুন গাছ জন্মাবে বলে দাবি আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ।

আলিপুরদুয়ার ক্রেতা সুরক্ষা মেলা (সবলা মেলা) শুরু হয়েছে সলসলাবাড়ি মডেল হাইস্কুলের মাঠে । মেলা চলবে ৭ দিন । এই মেলায় রয়েছে বিভিন্ন ধরণের সরকারি স্টল । তার মধ্যে জেলাশাসক থেকে শুরু করে জেলা পারিষদ সহ সকলেরই নজর কেড়েছে মাদারিহাটের হান্টাপাড়া লোটাস স্বনির্ভর দলের স্টলটি । জেলা পারিষদের মেন্টর মোহন শর্মা ও বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান,পরিবেশকে দূষণ মুক্ত করতে রাজ্য সরকার প্লাস্টিক বর্জন কর্মসূচি শুরু করেছে । বিশ্ব উষ্ণায়ণের হাত থেকে দেশকে বাঁচাতে শুরু হয়েছে বৃক্ষ রোপণ । সেই প্রেক্ষাপটে আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি এই কাগজের কলম প্রকৃত অর্থেই তারিফ যোগ্য ।

লোটাস স্বনির্ভর দলের রাখি ওঁরাও বলেন, "কলকাতার একটি নামী কম্পানি দশ হাজার কলমের অর্ডার দিয়েছেন । এই কলমগুলি বিভিন্ন এলাকা থেকে আসা পর্যবেক্ষকদেরও দেওয়া হবে । " স্বনির্ভর গোষ্ঠীর আর এক সদস্যা রেশমি ওরাঁও বলেন , " কলমের গায়ে স্বনির্ভর দলের নাম ও মোবাইল ফোনের নম্বর দেওয়া রয়েছে । আমরা অর্ডার অনুযায়ী সরবরাহ করব ।"

এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের জেলাশাসক নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, অভিনব এই কাগজের কলম সত্যিই তারিফ যোগ্য । জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কলকাতার শিল্প মেলায় পাঠানোরও ব্যবস্থা করা হবে ।

Intro:আলিপুরদুয়ার:-আলিপুরদুয়ার সবলা মেলার হটকেক হান্টাপাড়া চা বাগানের আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্টীর তৈরি ৫ টাকার কাগজের কলম।পরিবেশ বান্ধব এই কাগজের কলমের পেছনে রয়েছে একটি গাছের বীজ।ব্যাবহারের পর এই কলম মাটিতে ফেলে দিলে সেই বীজের থেকে ফের নতুন গাছ জন্মাবে বলে দাবী আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্টীর।


Body:আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের হান্টাপাড়া চা-বাগানের লোটাস স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই পরিবেশ বান্ধব কাগজের কলম বানিয়ে সাড়া ফেলেছে গোটা জেলায়। আলিপুরদুয়ার জেলার ক্রেতা সুরক্ষা মেলা(সবলা মেলা) শুরু হয়েছে আলিপুরদুয়ারের সলসলাবাড়ী মডেল হাইস্কুলের মাঠে । ৭ দিনব্যাপী এই মেলাতে বিভিন্ন ব্লক থেকে নানা ধরনের স্টল এসেছে । এছাড়া রয়েছে সরকারি ষ্টল । স্বনির্ভর দলের ষ্টল গুলোর মধ্য মাদারিহাট এর হান্টাপাড়া লোটাস স্বনির্ভর দলের স্টলটি নজর কেড়েছে আলিপুরদুয়ারের জেলাশাসক থেকে শুরু করে জেলাপরিষদের মেন্টর মোহন শর্মা ও বিধায়ক সৌরভ চক্রবর্তীর।
পরিবেশ দূষন মুক্ত রাখতে রাজ্য সরকার প্লাস্টিক বর্জন কর্মসূচি শুরু করেছে। গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে দেশকে বাচাতে শুরু হয়েছে বৃক্ষ রোপন।সেই প্রেক্ষাপটে আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্টির তৈরি এই কাগজের কলম এবং তার পেছনে থাকা গাছের বীজ প্রকৃত অর্থেই তারিফ যোগ্য।
লোটাস স্বনির্ভর দলের রাখী ওড়াও বলেন শুধু আলিপুরদুয়ার জেলা নয় রাজ্যে এই কলমের কদর বেড়েছে । কলকাতার একটি নামজাদা কোম্পানি দশ হাজার এই কলমের অর্ডার দিয়েছেন। এই কলম গুলো বিভিন্ন এলাকা থেকে আসা পর্যবেক্ষকদের দেওয়া হবে । এই কাগজের কলম বিক্রি করে লাভ লোকসানের হিসেব নিকেশ এখনও করা হয়নি। এই মেলাতেই প্রথম এই কলম প্রথম তৈরি করে আনা হয়েছে বিক্রির জন্য।


স্বনির্ভর গোষ্ঠীর আর এক সদস্যা রেশমি ওড়াঁও বলেন বলেন প্রথম দিন এই মেলায় নয় শত টাকার ও দ্বিতীয় দিনে এক হাজার টাকার কলম বিক্রি হয়েছে । কলমের গায়ে স্বনির্ভর দলের নাম ও মোবাইল নম্বর দেওয়া রয়েছে । আমরা অর্ডার অনুযায়ী সরবরাহ করবো ।

Conclusion:আলিপুরদুয়ারের জেলা শাসক নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান অভিনব এই কাগজের কলম সত্যিই তারিফ যোগ্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে কাগজের কলম তৈরি করা স্বনির্ভর গোষ্টির মহিলাদের কোলকাতার শিল্প মেলায় পাঠানোর ব্যাবস্থা করা হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.