আলিপুরদুয়ার,21 নভেম্বর : বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ণ । আর তা নিয়ন্ত্রণের চেষ্টায় পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের হান্টাপাড়া চা-বাগানের লোটাস স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।কলমটির দাম ৫ টাকা । এই কলমের পেছনে রয়েছে গাছের বীজ । ব্যবহারের পর এই কলম মাটিতে ফেলে দিলে সেই বীজ থেকে নতুন গাছ জন্মাবে বলে দাবি আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ।
আলিপুরদুয়ার ক্রেতা সুরক্ষা মেলা (সবলা মেলা) শুরু হয়েছে সলসলাবাড়ি মডেল হাইস্কুলের মাঠে । মেলা চলবে ৭ দিন । এই মেলায় রয়েছে বিভিন্ন ধরণের সরকারি স্টল । তার মধ্যে জেলাশাসক থেকে শুরু করে জেলা পারিষদ সহ সকলেরই নজর কেড়েছে মাদারিহাটের হান্টাপাড়া লোটাস স্বনির্ভর দলের স্টলটি । জেলা পারিষদের মেন্টর মোহন শর্মা ও বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান,পরিবেশকে দূষণ মুক্ত করতে রাজ্য সরকার প্লাস্টিক বর্জন কর্মসূচি শুরু করেছে । বিশ্ব উষ্ণায়ণের হাত থেকে দেশকে বাঁচাতে শুরু হয়েছে বৃক্ষ রোপণ । সেই প্রেক্ষাপটে আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি এই কাগজের কলম প্রকৃত অর্থেই তারিফ যোগ্য ।
লোটাস স্বনির্ভর দলের রাখি ওঁরাও বলেন, "কলকাতার একটি নামী কম্পানি দশ হাজার কলমের অর্ডার দিয়েছেন । এই কলমগুলি বিভিন্ন এলাকা থেকে আসা পর্যবেক্ষকদেরও দেওয়া হবে । " স্বনির্ভর গোষ্ঠীর আর এক সদস্যা রেশমি ওরাঁও বলেন , " কলমের গায়ে স্বনির্ভর দলের নাম ও মোবাইল ফোনের নম্বর দেওয়া রয়েছে । আমরা অর্ডার অনুযায়ী সরবরাহ করব ।"
এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের জেলাশাসক নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, অভিনব এই কাগজের কলম সত্যিই তারিফ যোগ্য । জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কলকাতার শিল্প মেলায় পাঠানোরও ব্যবস্থা করা হবে ।