ETV Bharat / state

মাদারিহাটে ফের এক দাঁতালের অস্বাভাবিক মৃত্যু

author img

By

Published : Jul 22, 2020, 10:52 PM IST

বিগত দেড় মাসে আলিপুরদুয়ারে মোট 6 টি হাতির মৃত্যুর ঘটনা সামনে এল । এই বিষয়ে বেশ চিন্তিত বনদপ্তর ।

Elephant died again at Madarihat in alipurduar
Elephant died again at Madarihat in alipurduar

আলিপুরদুয়ার, 22 জুলাই : ফের এক হাতির অস্বাভাবিক মৃত্যু ডুয়ার্সের চা বলয়ে । দেড় মাসের ব্যাবধানে আলিপুরদুয়ার জেলায় মোট 6 টি হাতির মৃত্যুর ঘটনা সামনে এসেছে ।

আজ সকালে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয় বীরপাড়া-মাদারিহাট ব্লকের রামঝোড়া চা বাগানের কারখানার সামনে থেকে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান বনকর্মীরা । হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।

হাতিটির মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি । জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানিয়েছেন, হাতির ময়নাতদন্ত চলছে । রিপোর্ট এলে হাতি মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

গত দেড়মাসে আলিপুরদুয়ারে পরপর 6টি হাতির মৃত্যু হল । 9 জুন বক্সার হাতিপোতা রেঞ্জে একটি মাকনা ( দাঁতহীন হাতি) হাতির মৃত্যুর ঘটনা প্রথম সামনে আসে । 16 জুন বক্সার রায়গঞ্জের চুনিয়া বিটে এক হাতিশাবক শক লেগে মারা যায় । জানা গেছে, শাবকটি রবীন্দ্র রাই নামে এক ব্যক্তির জমিতে ঢুকে পড়েছিল । অভিযোগ, রবীন্দ্র রাই ক্ষেতের ফসল বাঁচাতে জমিতে বিদ্যুতের তার ব্যবহার করেছিল । আর সেই তারে শক লেগে হাতিশাবকের মৃত্যু হয় । ঘটনায় গ্রেপ্তার করা হয় রবীন্দ্র রাইকে ।

এরপর 25 জুন জলদাপাড়ার মাদারিহাটে মনোজিৎ বর্মণের বাড়িতে কাঁঠাল খেতে ঢুকে হাইটেনশনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তৃতীয় হাতিটি । 9 জুলাই আরও এক হাতির মৃত্যুর ঘটনা সামনে আসে । 19 জুলাই তিতি জঙ্গল থেকে উদ্ধার হয় একটি হস্তিশাবকের মৃতদেহ ।

আলিপুরদুয়ার, 22 জুলাই : ফের এক হাতির অস্বাভাবিক মৃত্যু ডুয়ার্সের চা বলয়ে । দেড় মাসের ব্যাবধানে আলিপুরদুয়ার জেলায় মোট 6 টি হাতির মৃত্যুর ঘটনা সামনে এসেছে ।

আজ সকালে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয় বীরপাড়া-মাদারিহাট ব্লকের রামঝোড়া চা বাগানের কারখানার সামনে থেকে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান বনকর্মীরা । হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।

হাতিটির মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি । জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানিয়েছেন, হাতির ময়নাতদন্ত চলছে । রিপোর্ট এলে হাতি মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

গত দেড়মাসে আলিপুরদুয়ারে পরপর 6টি হাতির মৃত্যু হল । 9 জুন বক্সার হাতিপোতা রেঞ্জে একটি মাকনা ( দাঁতহীন হাতি) হাতির মৃত্যুর ঘটনা প্রথম সামনে আসে । 16 জুন বক্সার রায়গঞ্জের চুনিয়া বিটে এক হাতিশাবক শক লেগে মারা যায় । জানা গেছে, শাবকটি রবীন্দ্র রাই নামে এক ব্যক্তির জমিতে ঢুকে পড়েছিল । অভিযোগ, রবীন্দ্র রাই ক্ষেতের ফসল বাঁচাতে জমিতে বিদ্যুতের তার ব্যবহার করেছিল । আর সেই তারে শক লেগে হাতিশাবকের মৃত্যু হয় । ঘটনায় গ্রেপ্তার করা হয় রবীন্দ্র রাইকে ।

এরপর 25 জুন জলদাপাড়ার মাদারিহাটে মনোজিৎ বর্মণের বাড়িতে কাঁঠাল খেতে ঢুকে হাইটেনশনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তৃতীয় হাতিটি । 9 জুলাই আরও এক হাতির মৃত্যুর ঘটনা সামনে আসে । 19 জুলাই তিতি জঙ্গল থেকে উদ্ধার হয় একটি হস্তিশাবকের মৃতদেহ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.