ETV Bharat / state

Elephant Block Road: পর্যটকদের রাস্তা আটকে দাঁড়িয়ে বুনো দাঁতাল হাতি, তারপর কী হল দেখুন ভিডিয়োতে - Elephant Block Road of tourist

পুনরাবৃত্তি হল না জলপাইগুড়ির শিশু মৃত্যুর ঘটনার ৷ কুনকি হাতি এনে দাঁতালকে ফেরানো হল জঙ্গলে (Elephant Block Road) ৷ তাতে স্বস্তির নিঃশ্বাস পর্যটকদের ৷

Elephant Block Road
বুনো দাঁতাল হাতি
author img

By

Published : Feb 28, 2023, 9:18 PM IST

পর্যটকদের রাস্তা আটকে দাঁড়িয়ে বুনো দাঁতাল হাতি

আলিপুরদুয়ার, 28 ফেব্রুয়ারি: জিপসি বোঝাই পর্যটকদের রাস্তা আটকে দিল বুনো দাঁতাল হাতি । কুনকি হাতি এনে তাকে জঙ্গলে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল বনবিভাগ । ঘটনাটি ঘটেছে চিলাপাতাতে (Chilapata Forest) । জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির রাস্তায় পর্যটকদের জিপসির উপর গন্ডারের হামলার ঘটনা ঘটেছিল ৷ তারপর এবার হাতির আক্রমণের শিকার হওয়া থেকে একটুর জন্য রক্ষা পেল পর্যটকরা ।

দু'দিন আগেই জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটকদের গাড়িকে দেখে তেড়ে আসে দুটি গন্ডার ৷ তাতে জিপসি গাড়ি উলটে গিয়ে পাঁচ জন পর্যটক আহত হয়েছিলেন । এবার ফের জিপসি বোঝাই পর্যটকদের দলের সামনে হাতি চলে আসায় আতঙ্কের সৃষ্টি হয় পর্যটকদের মধ্যে । আজ সকালে জঙ্গল সাফারির সময় চিলাপাতার রাস্তায় জিপসি বোঝাই পর্যটকদের পথ আটকে হুঙ্কার দিল এক বুনো দাঁতাল হাতি (Elephant Block Road of tourist) । তবে পর্যটকদের নিরাপত্তার জন্য পাহারায় থাকা একটি কুনকি হাতি এসে পরিস্থিতি সামাল দেয় ৷ তার জেরে পর্যটকদের বিপদ বাড়েনি ।

তবে প্রথমে বুনো দাঁতালের মেজাজ দেখে পিছুটান দেয় কুনকি হাতিও । রাস্তার মাঝখান থেকে বুনো দাঁতাল হাতিটিকে কোনওভাবেই সরানো যাচ্ছিল না । রাস্তার দুই ধারে গাড়ির লাইন পরে যায় । তাই পর্যটক বোঝাই জিপসি চালকরা কোনওভাবেই ঝুঁকি নিতে চাননি । হাতি যাতে কোনভাবেই আক্রমণ করতে না-পারে তার জন্য শেষে জিপসি চালকরা গাড়ি পিছিয়ে নিতে থাকে ৷ তবে সময়মত কুনকি হাতি চলে আসায় বড় কোনও বিপত্তি ঘটেনি । কুনকি হাতি দেখে প্রথমে বুনো দাঁতালটি এগিয়ে এলেও পরে জঙ্গলে ঢুকে যায় ।

জানা গিয়েছে, হুগলি জেলার সিঙ্গুর থেকে পর্যটকদের দল চিলাপাতার এক বেসরকারি রিসর্টে এসেছিল । পর্যটকরা জিপসি গাড়ি করে জঙ্গল সাফারির দিকে যাচ্ছিলেন ৷ সেসময় বুনো দাঁতাল তাদের গাড়ি সামনে চলে আসে । এরপর জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা কুনকি হাতি নিয়ে এসে বুনো দাঁতালটিকে জঙ্গলে ঢুকিয়ে রাস্তায় যানচলাচলের ব্যবস্থা করে দেন ।

আরও পড়ুন: গণ্ডারের তাড়া খেয়ে জলদাপাড়ায় উলটে গেল পর্যটকদের গাড়ি, গুরুতর জখম 5

পর্যটকদের রাস্তা আটকে দাঁড়িয়ে বুনো দাঁতাল হাতি

আলিপুরদুয়ার, 28 ফেব্রুয়ারি: জিপসি বোঝাই পর্যটকদের রাস্তা আটকে দিল বুনো দাঁতাল হাতি । কুনকি হাতি এনে তাকে জঙ্গলে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল বনবিভাগ । ঘটনাটি ঘটেছে চিলাপাতাতে (Chilapata Forest) । জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির রাস্তায় পর্যটকদের জিপসির উপর গন্ডারের হামলার ঘটনা ঘটেছিল ৷ তারপর এবার হাতির আক্রমণের শিকার হওয়া থেকে একটুর জন্য রক্ষা পেল পর্যটকরা ।

দু'দিন আগেই জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটকদের গাড়িকে দেখে তেড়ে আসে দুটি গন্ডার ৷ তাতে জিপসি গাড়ি উলটে গিয়ে পাঁচ জন পর্যটক আহত হয়েছিলেন । এবার ফের জিপসি বোঝাই পর্যটকদের দলের সামনে হাতি চলে আসায় আতঙ্কের সৃষ্টি হয় পর্যটকদের মধ্যে । আজ সকালে জঙ্গল সাফারির সময় চিলাপাতার রাস্তায় জিপসি বোঝাই পর্যটকদের পথ আটকে হুঙ্কার দিল এক বুনো দাঁতাল হাতি (Elephant Block Road of tourist) । তবে পর্যটকদের নিরাপত্তার জন্য পাহারায় থাকা একটি কুনকি হাতি এসে পরিস্থিতি সামাল দেয় ৷ তার জেরে পর্যটকদের বিপদ বাড়েনি ।

তবে প্রথমে বুনো দাঁতালের মেজাজ দেখে পিছুটান দেয় কুনকি হাতিও । রাস্তার মাঝখান থেকে বুনো দাঁতাল হাতিটিকে কোনওভাবেই সরানো যাচ্ছিল না । রাস্তার দুই ধারে গাড়ির লাইন পরে যায় । তাই পর্যটক বোঝাই জিপসি চালকরা কোনওভাবেই ঝুঁকি নিতে চাননি । হাতি যাতে কোনভাবেই আক্রমণ করতে না-পারে তার জন্য শেষে জিপসি চালকরা গাড়ি পিছিয়ে নিতে থাকে ৷ তবে সময়মত কুনকি হাতি চলে আসায় বড় কোনও বিপত্তি ঘটেনি । কুনকি হাতি দেখে প্রথমে বুনো দাঁতালটি এগিয়ে এলেও পরে জঙ্গলে ঢুকে যায় ।

জানা গিয়েছে, হুগলি জেলার সিঙ্গুর থেকে পর্যটকদের দল চিলাপাতার এক বেসরকারি রিসর্টে এসেছিল । পর্যটকরা জিপসি গাড়ি করে জঙ্গল সাফারির দিকে যাচ্ছিলেন ৷ সেসময় বুনো দাঁতাল তাদের গাড়ি সামনে চলে আসে । এরপর জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা কুনকি হাতি নিয়ে এসে বুনো দাঁতালটিকে জঙ্গলে ঢুকিয়ে রাস্তায় যানচলাচলের ব্যবস্থা করে দেন ।

আরও পড়ুন: গণ্ডারের তাড়া খেয়ে জলদাপাড়ায় উলটে গেল পর্যটকদের গাড়ি, গুরুতর জখম 5

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.