ETV Bharat / state

উত্তরবঙ্গের করোনা পরিস্থিতির জন্য দায়ী নির্বাচন কমিশন, দাবি ডাঃ সুশান্ত রায়ের

author img

By

Published : May 14, 2021, 8:24 PM IST

শুক্রবার আলিপুরদুয়ারের জেলাশাসকের দফতরে জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ডাঃ সুশান্ত রায় ৷

EC is responsible for Corona situation in North Bengal
EC is responsible for Corona situation in North Bengal

আলিপুরদুয়ার, 14 মে : উত্তরবঙ্গে করোনা পরিস্থিতির জন্য দায়ী নির্বাচনী সমাবেশ তথা নির্বাচন কমিশনের উদাসীনতা । অভিযোগ তুললেন উত্তরবঙ্গে রাজ্যের মনোনীত স্পেশাল মেডিকেল অফিসার ডাঃ সুশান্ত রায় ।

শুক্রবার আলিপুরদুয়ারের জেলাশাসকের দফতরে জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ডাঃ সুশান্ত রায় ৷ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "উত্তরবঙ্গে করোনার এই বাড়াবাড়ির জন্য দায়ী নির্বাচন ৷ রাজনৈতিক দলগুলোকে বারবার বলেছিলাম, মাস্কটা পড়ুন ৷ নির্বাচন কমিশনকে বারবার বলেছিলাম, এটা বলুন ৷ কিন্তু সেই নির্দেশ কার্যকর করা যায়নি ৷ এটা ম্যান মেড কোভিড ৷ উত্তরবঙ্গে কোভিড ছিল না বললেই চলে ৷ সেখান থেকে আজ এত খারাপ অবস্থা ।"

শুনুন কী বললেন ডাঃ সুশান্ত রায় ৷

আরও পড়ুন: করোনার ভয়ে সিঁটিয়ে পরিজনেরা, হরেন্দ্রনাথের দেহ সৎকার আশিক-গোলামদের

উত্তরবঙ্গের করোনা পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী, সাধারণ মানুষ এই অভিযোগ আগেই তুলেছে ৷ কিন্তু কোনও সরকারি আধিকারিক এই প্রথম সরসারি কমিশনের দিকে অভিযোগের আঙুল তুললেন ৷

আলিপুরদুয়ার, 14 মে : উত্তরবঙ্গে করোনা পরিস্থিতির জন্য দায়ী নির্বাচনী সমাবেশ তথা নির্বাচন কমিশনের উদাসীনতা । অভিযোগ তুললেন উত্তরবঙ্গে রাজ্যের মনোনীত স্পেশাল মেডিকেল অফিসার ডাঃ সুশান্ত রায় ।

শুক্রবার আলিপুরদুয়ারের জেলাশাসকের দফতরে জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ডাঃ সুশান্ত রায় ৷ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "উত্তরবঙ্গে করোনার এই বাড়াবাড়ির জন্য দায়ী নির্বাচন ৷ রাজনৈতিক দলগুলোকে বারবার বলেছিলাম, মাস্কটা পড়ুন ৷ নির্বাচন কমিশনকে বারবার বলেছিলাম, এটা বলুন ৷ কিন্তু সেই নির্দেশ কার্যকর করা যায়নি ৷ এটা ম্যান মেড কোভিড ৷ উত্তরবঙ্গে কোভিড ছিল না বললেই চলে ৷ সেখান থেকে আজ এত খারাপ অবস্থা ।"

শুনুন কী বললেন ডাঃ সুশান্ত রায় ৷

আরও পড়ুন: করোনার ভয়ে সিঁটিয়ে পরিজনেরা, হরেন্দ্রনাথের দেহ সৎকার আশিক-গোলামদের

উত্তরবঙ্গের করোনা পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী, সাধারণ মানুষ এই অভিযোগ আগেই তুলেছে ৷ কিন্তু কোনও সরকারি আধিকারিক এই প্রথম সরসারি কমিশনের দিকে অভিযোগের আঙুল তুললেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.