ETV Bharat / state

ডুয়ার্সে দ্বিতীয় চিড়িয়াখানার মর্যাদা দক্ষিণ খয়েরবাড়িকে - bengal safari

রাজ্য বন দপ্তর এবং রাজ্য জু় অথরিটির তরফ থেকে দক্ষিণ খয়েরবাড়িকে দীর্ঘদিন ধরেই একটি পূর্ণাঙ্গ মিনি জু় তৈরির দাবি করা হচ্ছিল । অবশেষে সেন্ট্রাল জু় অথরিটির তরফ থেকে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়িতে চিড়িয়াখানা তৈরির অনুমোদন মেলে ৷

alipurduar
ডুয়ার্সে দ্বিতীয় চিড়িয়াখানার মর্যাদা দক্ষিণ খয়েরবাড়িকে
author img

By

Published : Jun 12, 2020, 1:01 PM IST

আলিপুরদুয়ার,12 জুন : শিলিগুড়ির বেঙ্গল সাফারির পর ডুয়ার্সে দ্বিতীয় চিড়িয়াখানার মর্যাদা পেতে চলেছে দক্ষিণ খয়েরবাড়ি ৷ অনেকদিন ধরে এই অঞ্চলটিতে একটি ছোটো চিড়িয়াখানা তৈরির দাবি তুলেছিল রাজ্য জু় অথরিটি ৷ তাদের এই দীর্ঘ আন্দোলন সফল হতে চলেছে ৷ সেন্ট্রাল জু় অথরিটির তরফ থেকে একটি পূর্ণাঙ্গ মিনি জু় তৈরির অনুমোদন পেল আলিপুরদুয়ারের দক্ষিণ খয়েরবাড়ি ।

রাজ্যের পর্যটন শিল্প হিসাবে উত্তরবঙ্গের পরিচিতি অনেকটাই ৷ রাজ্য বন দপ্তর এবং রাজ্য জু় অথরিটির তরফ থেকে দীর্ঘদিন ধরেই একটি পূর্ণাঙ্গ মিনি জু় তৈরির দাবি করা হচ্ছিল । অবশেষে সেন্ট্রাল জু় অথরিটির তরফ থেকে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়িতে চিড়িয়াখানা তৈরির অনুমোদন মেলে ৷ উত্তরবঙ্গের শিলিগুড়ির বেঙ্গল সাফারির পর ডুয়ার্সে দ্বিতীয় চিড়িয়াখানার মর্যাদা পেতে চলেছে জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত দক্ষিণ খয়েরবাড়ি পূর্ণবাসন কেন্দ্র । বাম জামানায় 2005 সালে বেশ কয়েকটি লেপার্ড নিয়ে এই স্থানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয় । এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন সার্কাসের থেকে বাজেয়াপ্ত করা 21 টি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এই কেন্দ্রে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয় । পরবর্তীতে এই কেন্দ্রে রাজ্যের একমাত্র লেপার্ড সাফারিও শুরু করা হয় । কিছুদিনের মধ্যেই দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই পর্যটন কেন্দ্রটি । তবে বছর দুয়েক যেতে না যেতেই এই কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল জু় অথরিটি । এরপর এটিকে বাঁচিয়ে রাখতে আন্দোলন করে রাজ্য জু় অথরিটি ।

এই মহুর্তে দক্ষিণ খয়েরবাড়িতে রয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ও কুড়িটি লেপার্ড । আর ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী তৈরি হওয়া এই মিনি জু়তে থাকতে পারে এশিয়াটিক ব্ল্যাক বেয়ার, ফিসিংক্যাট, জঙ্গলক্যাট ও বিভিন্ন প্রজাতির শেয়াল । আর হরিণ, বাইসন আর গন্ডারদের রাখা হতে পারে একটি উন্মুক্ত এনক্লোজ়ারে । এছাড়াও ওই পর্যটন কেন্দ্রে একটি পূর্ণাঙ্গ পাখিদের অভয়রাণ্যও হতে পারে ৷ বিষয়টি নিয়ে, রাজ্য জু় অথরিটির কর্তা বিনোদন কুমার যাদব বলেন," এই সাফল্য আমাদের টানা আন্দোলণের ফসল । এই সাফল্য রাজ্যবাসীকে উৎসর্গ করছি ।"

আলিপুরদুয়ার,12 জুন : শিলিগুড়ির বেঙ্গল সাফারির পর ডুয়ার্সে দ্বিতীয় চিড়িয়াখানার মর্যাদা পেতে চলেছে দক্ষিণ খয়েরবাড়ি ৷ অনেকদিন ধরে এই অঞ্চলটিতে একটি ছোটো চিড়িয়াখানা তৈরির দাবি তুলেছিল রাজ্য জু় অথরিটি ৷ তাদের এই দীর্ঘ আন্দোলন সফল হতে চলেছে ৷ সেন্ট্রাল জু় অথরিটির তরফ থেকে একটি পূর্ণাঙ্গ মিনি জু় তৈরির অনুমোদন পেল আলিপুরদুয়ারের দক্ষিণ খয়েরবাড়ি ।

রাজ্যের পর্যটন শিল্প হিসাবে উত্তরবঙ্গের পরিচিতি অনেকটাই ৷ রাজ্য বন দপ্তর এবং রাজ্য জু় অথরিটির তরফ থেকে দীর্ঘদিন ধরেই একটি পূর্ণাঙ্গ মিনি জু় তৈরির দাবি করা হচ্ছিল । অবশেষে সেন্ট্রাল জু় অথরিটির তরফ থেকে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়িতে চিড়িয়াখানা তৈরির অনুমোদন মেলে ৷ উত্তরবঙ্গের শিলিগুড়ির বেঙ্গল সাফারির পর ডুয়ার্সে দ্বিতীয় চিড়িয়াখানার মর্যাদা পেতে চলেছে জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত দক্ষিণ খয়েরবাড়ি পূর্ণবাসন কেন্দ্র । বাম জামানায় 2005 সালে বেশ কয়েকটি লেপার্ড নিয়ে এই স্থানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয় । এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন সার্কাসের থেকে বাজেয়াপ্ত করা 21 টি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এই কেন্দ্রে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয় । পরবর্তীতে এই কেন্দ্রে রাজ্যের একমাত্র লেপার্ড সাফারিও শুরু করা হয় । কিছুদিনের মধ্যেই দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই পর্যটন কেন্দ্রটি । তবে বছর দুয়েক যেতে না যেতেই এই কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল জু় অথরিটি । এরপর এটিকে বাঁচিয়ে রাখতে আন্দোলন করে রাজ্য জু় অথরিটি ।

এই মহুর্তে দক্ষিণ খয়েরবাড়িতে রয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ও কুড়িটি লেপার্ড । আর ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী তৈরি হওয়া এই মিনি জু়তে থাকতে পারে এশিয়াটিক ব্ল্যাক বেয়ার, ফিসিংক্যাট, জঙ্গলক্যাট ও বিভিন্ন প্রজাতির শেয়াল । আর হরিণ, বাইসন আর গন্ডারদের রাখা হতে পারে একটি উন্মুক্ত এনক্লোজ়ারে । এছাড়াও ওই পর্যটন কেন্দ্রে একটি পূর্ণাঙ্গ পাখিদের অভয়রাণ্যও হতে পারে ৷ বিষয়টি নিয়ে, রাজ্য জু় অথরিটির কর্তা বিনোদন কুমার যাদব বলেন," এই সাফল্য আমাদের টানা আন্দোলণের ফসল । এই সাফল্য রাজ্যবাসীকে উৎসর্গ করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.