ETV Bharat / state

ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু ক্রিটিকাল কেয়ার

author img

By

Published : Mar 18, 2020, 8:14 PM IST

Updated : Mar 18, 2020, 10:27 PM IST

আগেই আইসোলেশন বিভাগ চালু ছিল । এবার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ক্রিটিকাল কেয়ার ইউনিট ।

ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে 10 বেডের ক্রিটিকাল কেয়ার
চালু দশ শয্যার ক্রিটিকাল কেয়ার ইউনিট

আলিপুরদুয়ার , 18 মার্চ : কোরোনা ভাইরাসের মোকাবিলায় এবার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে 10 বেডের ক্রিটিকাল কেয়ার ইউনিট চালু করা হল । আজ বিকেলে নবান্ন থেকে অনলাইনে বোতাম টিপে এই ক্রিটিকাল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

আগেই ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আইসোলেশন বিভাগ চালু ছিল । পাশাপাশি তার সঙ্গে যুক্ত হল ক্রিটিকাল কেয়ার ইউনিট । আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ওই অত্যাধুনিক ক্রিটিকাল কেয়ার ইউনিটের উদ্বোধন হয় । অনুষ্ঠানে হাজির ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মিনা ও জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার । এছাড়াও অনুষ্ঠানে ফালাকাটার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা হাজির ছিলেন । ২০১৬ সালে রাজ্য সরকারের উদ্যোগে ফালাকাটায় একটি পূর্ণাঙ্গ সুপারস্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছিল । ওই হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে তৈরি করা হল ক্রিটিকাল কেয়ার ইউনিট । এখন থেকে জেলার ফালাকাটা, মাদারিহাট ও আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বাসিন্দারা ওই হাসপাতালের চিকিৎসার পরিষেবা পাবেন । ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা জানান , রাজ্যে সরকারের থেকে ফালাকাটার সেরা উপহার সুপার স্পেশালিটি হাসপাতাল । এবার তার সঙ্গে যুক্ত হল নতুন পালক ক্রিটিকাল কেয়ার ইউনিট ।

ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে 10 বেডের ক্রিটিকাল কেয়ার

জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা জানান , "ক্রিটিকাল কেয়ার ইউনিটে আমরা সেন্ট্রাল লাইন অক্সিজেন পরিষেবা দিতে পারব । রোগীদের ২৪ ঘণ্টা নজরে রাখা হবে । এই ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভেন্টিলেশন পরিষেবাও দেওয়া হবে ।"

আলিপুরদুয়ার , 18 মার্চ : কোরোনা ভাইরাসের মোকাবিলায় এবার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে 10 বেডের ক্রিটিকাল কেয়ার ইউনিট চালু করা হল । আজ বিকেলে নবান্ন থেকে অনলাইনে বোতাম টিপে এই ক্রিটিকাল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

আগেই ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আইসোলেশন বিভাগ চালু ছিল । পাশাপাশি তার সঙ্গে যুক্ত হল ক্রিটিকাল কেয়ার ইউনিট । আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ওই অত্যাধুনিক ক্রিটিকাল কেয়ার ইউনিটের উদ্বোধন হয় । অনুষ্ঠানে হাজির ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মিনা ও জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার । এছাড়াও অনুষ্ঠানে ফালাকাটার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা হাজির ছিলেন । ২০১৬ সালে রাজ্য সরকারের উদ্যোগে ফালাকাটায় একটি পূর্ণাঙ্গ সুপারস্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছিল । ওই হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে তৈরি করা হল ক্রিটিকাল কেয়ার ইউনিট । এখন থেকে জেলার ফালাকাটা, মাদারিহাট ও আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বাসিন্দারা ওই হাসপাতালের চিকিৎসার পরিষেবা পাবেন । ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা জানান , রাজ্যে সরকারের থেকে ফালাকাটার সেরা উপহার সুপার স্পেশালিটি হাসপাতাল । এবার তার সঙ্গে যুক্ত হল নতুন পালক ক্রিটিকাল কেয়ার ইউনিট ।

ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে 10 বেডের ক্রিটিকাল কেয়ার

জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা জানান , "ক্রিটিকাল কেয়ার ইউনিটে আমরা সেন্ট্রাল লাইন অক্সিজেন পরিষেবা দিতে পারব । রোগীদের ২৪ ঘণ্টা নজরে রাখা হবে । এই ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভেন্টিলেশন পরিষেবাও দেওয়া হবে ।"

Last Updated : Mar 18, 2020, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.