ETV Bharat / state

নলকূপে হাত ধুতে গিয়ে প্রহৃত করোনা-যোদ্ধা

author img

By

Published : Jan 31, 2021, 6:35 PM IST

করোনা যোদ্ধাকে নলকূপে হাত ধুতে দিতে বাধা৷ আলিপুরদুয়ারের ফালাকাটার ঘটনায় অভিযুক্ত এলাকার এক দোকানদার ৷ বচসা, হাতাহাতিতে মাথা ফাটে ওই করোনা যোদ্ধার৷ পলাতক অভিযুক্ত দোকানদার ৷

WB_APD_31012020_01_COVID_WARRIOR_BITTEN_WBC10008
প্রতীকী ছবি

ফালাকাটা, 31 জানুয়ারি : নলকূপে হাত ধোওয়াকে কেন্দ্র করে বচসা৷ সোয়াব টেস্টের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সঙ্গে ঝামেলা দোকান মালিকের। তা গড়ায় হাতাহাতিতে ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে ৷

সূত্রের খবর, ভুটানির ঘাট স্বাস্থ্যকেন্দ্রে কোভিড সন্দেভাজনদের নমুনা সংগ্রহ করতে এসেছিলেন আজগর আলি নামে ওই স্বাস্থ্যকর্মী ৷ স্থানীয় বাজার লাগোয়া একটি নলকূপে হাত ধুতে যান তিনি৷ নলকূপের পাশেই দোকান রয়েছে চন্দন বর্মনের৷ অভিযোগ, চন্দন ওই স্বাস্থ্যকর্মীকে হাত ধুতে বাধা দেন৷ এই নিয়েই শুরু হয় বচসা৷ শেষমেশ তা হাতাহাতিতে পৌঁছে যায় ৷ তাতে মাথায় চোট পেয়ে আহত হন আজগর ৷

ব্লক স্বাস্থ্য আধিকারিক, পার্থসারথি কয়াল ঘটনার নিন্দা করেছেন। তিনি জানান, পুলিশ এবং ব্লক প্রশাসনকে অভিযোগ করা হয়েছে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন: মাস্ক পরতে বলায় ক্যানিং মহকুমা হাসপাতালের নিরাপত্তারক্ষীকে মারধর

খবর পেয়েই ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ । তবে অভিযুক্ত দোকানদারের নাগাল পায়নি তারা৷ ঘটনার পর থেকেই বেপাত্তা তিনি ৷

ফালাকাটা, 31 জানুয়ারি : নলকূপে হাত ধোওয়াকে কেন্দ্র করে বচসা৷ সোয়াব টেস্টের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সঙ্গে ঝামেলা দোকান মালিকের। তা গড়ায় হাতাহাতিতে ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে ৷

সূত্রের খবর, ভুটানির ঘাট স্বাস্থ্যকেন্দ্রে কোভিড সন্দেভাজনদের নমুনা সংগ্রহ করতে এসেছিলেন আজগর আলি নামে ওই স্বাস্থ্যকর্মী ৷ স্থানীয় বাজার লাগোয়া একটি নলকূপে হাত ধুতে যান তিনি৷ নলকূপের পাশেই দোকান রয়েছে চন্দন বর্মনের৷ অভিযোগ, চন্দন ওই স্বাস্থ্যকর্মীকে হাত ধুতে বাধা দেন৷ এই নিয়েই শুরু হয় বচসা৷ শেষমেশ তা হাতাহাতিতে পৌঁছে যায় ৷ তাতে মাথায় চোট পেয়ে আহত হন আজগর ৷

ব্লক স্বাস্থ্য আধিকারিক, পার্থসারথি কয়াল ঘটনার নিন্দা করেছেন। তিনি জানান, পুলিশ এবং ব্লক প্রশাসনকে অভিযোগ করা হয়েছে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন: মাস্ক পরতে বলায় ক্যানিং মহকুমা হাসপাতালের নিরাপত্তারক্ষীকে মারধর

খবর পেয়েই ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ । তবে অভিযুক্ত দোকানদারের নাগাল পায়নি তারা৷ ঘটনার পর থেকেই বেপাত্তা তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.