ETV Bharat / state

চিলাপাতায় পর্যটনের সঙ্গে যুক্তদের করোনার টিকা - টিকাকরণ

আলিপুরদুয়ারের চিলাপাতায় পর্যটন ব্য়বসার সঙ্গে জড়িত সকলকেই করোনার টিকা দেওয়া হল ৷ চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির আবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ জেলা স্বাস্থ্য দফতরের ৷

covid vaccination for tourism industry in chilapata of alipurduar
চিলাপাতায় পর্যটনের সঙ্গে যুক্তদের করোনার টিকা
author img

By

Published : Jun 8, 2021, 4:31 PM IST

আলিপুরদুয়ার, 8 জুন : আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চিলাপাতা এলাকার হোম-স্টে মালিক, লজ মালিক, লজের কর্মচারী, জিপসি গাড়ির চালক, গাইড-সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলকেই দেওয়া হল করোনার টিকা ৷ পর্যটন ব্যবসায়ী, তাঁদের কর্মী এবং পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ ৷

সোমবার আলিপুরদুয়ারের বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত পর্যটন কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় ৷ করোনা যাতে পর্যটনকেন্দ্রগুলিতে থাবা বসাতে না পারে, সেই কথা মাথায় রেখেই চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির তরফে বেশ কিছুদিন আগে টিকাকরণের আবেদন করা হয়েছিল স্বাস্থ্য দফতরের কাছে ৷ সেই আবেদন মোতাবেকই পর্যটনের সঙ্গে যুক্ত সকলকে করোনার টিকা দেওয়া হয় ৷

আলিপুরদুয়ারের চিলাপাতায় পর্যটন ব্য়বসার সঙ্গে জড়িত সকলকেই করোনার টিকা দেওয়া হল ৷

আরও পড়ুন : আজ থেকে কলকাতায় শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’

উল্লেখ্য, ইতিপূর্বে করোনা মোকাবিলায় চিলাপাতা ইকো টুরিজমের তরফ থেকে চিলাপাতা এলাকার বিভিন্ন রিসর্ট, হোম-স্টে, লজ প্রভৃতি স্যানেটাইজ্ড করা হয়েছিল ৷ বর্তমানেও লাগাতার এই ধরনের কর্মসূচি চলেছে ৷ কোনওভাবেই যাতে এই এলাকা থেকে পর্যটকদের মধ্যে কোভিড ভাইরাস ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন ৷ তাতে সহযোগিতা করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও তাঁদের কর্মচারীরাও ৷

আলিপুরদুয়ার, 8 জুন : আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চিলাপাতা এলাকার হোম-স্টে মালিক, লজ মালিক, লজের কর্মচারী, জিপসি গাড়ির চালক, গাইড-সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলকেই দেওয়া হল করোনার টিকা ৷ পর্যটন ব্যবসায়ী, তাঁদের কর্মী এবং পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ ৷

সোমবার আলিপুরদুয়ারের বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত পর্যটন কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় ৷ করোনা যাতে পর্যটনকেন্দ্রগুলিতে থাবা বসাতে না পারে, সেই কথা মাথায় রেখেই চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির তরফে বেশ কিছুদিন আগে টিকাকরণের আবেদন করা হয়েছিল স্বাস্থ্য দফতরের কাছে ৷ সেই আবেদন মোতাবেকই পর্যটনের সঙ্গে যুক্ত সকলকে করোনার টিকা দেওয়া হয় ৷

আলিপুরদুয়ারের চিলাপাতায় পর্যটন ব্য়বসার সঙ্গে জড়িত সকলকেই করোনার টিকা দেওয়া হল ৷

আরও পড়ুন : আজ থেকে কলকাতায় শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’

উল্লেখ্য, ইতিপূর্বে করোনা মোকাবিলায় চিলাপাতা ইকো টুরিজমের তরফ থেকে চিলাপাতা এলাকার বিভিন্ন রিসর্ট, হোম-স্টে, লজ প্রভৃতি স্যানেটাইজ্ড করা হয়েছিল ৷ বর্তমানেও লাগাতার এই ধরনের কর্মসূচি চলেছে ৷ কোনওভাবেই যাতে এই এলাকা থেকে পর্যটকদের মধ্যে কোভিড ভাইরাস ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন ৷ তাতে সহযোগিতা করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও তাঁদের কর্মচারীরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.