ETV Bharat / state

করোনা আক্রান্তকে আদর দিদির, তারপর মিশে গেলেন ভিড়ে ! - corona

করোনা আবহে আতঙ্কের ছবি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ৷ করোনা আক্রান্তকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় আদর করলেন দিদি ! তারপর গোটা হাসপাতালে ঘুরে বেড়ালেন তিনি ৷ থিকথিকে ভিড়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখালেন অন্যান্য় রোগীরা ৷ প্রশ্নের মুখে দায়সারা জবাব সুপারের ৷

wb_apd_01_covid_negligency_10008
করোনা আক্রান্তকে আদর দিদির, তারপর মিশে গেলেন ভিড়ে !
author img

By

Published : Apr 26, 2021, 7:07 PM IST

আলিপুরদুয়ার, 26 এপ্রিল : করোনা অবহে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷ করোনা রোগীকে আইসোলেশন ওয়ার্ড থেকে তপসিখাতা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার সময় জড়িয়ে ধরলেন তাঁর পরিবারেরর সদস্যরা ! এমনকী, করোনা রোগীকে নিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যকর্মীদের কাউকেই পিপিই পরে থাকতে দেখা গেল না ৷ ঘটনার জন্য রোগীর পরিবারের সদস্যদের দায়িত্বজ্ঞান প্রশ্ন তুলেই দায় সারলেন হাসপাতালের সুপার !

কোভিড আবহে দূরত্ববিধি মানা অবশ্য পালনীয় একটি কর্তব্য ৷ অথচ সেই নিয়ম শিকেয় উঠছে খোদ সরকারি হাসপাতালেই ৷ সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বহির্বিভাগে ছিল থিকথিকে ভিড় ৷ তার মধ্যেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখালেন রোগীরা ৷ একইভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে হল তাঁদের আত্মীয়দেরও ৷

তবে সবথেকে ভয়াবহ অবস্থা করোনা আইসোলেশন সেন্টারের ৷ প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের একটি বিভাগকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতার ৷ সেই মোতাবেক, এখানে করোনায় আক্রান্ত বেশ কিছু রোগীকে এনে রাখা হয়েছে ৷ সোমবার এঁদের মধ্যেই একজনের অবস্থার অবনতি হয় ৷ 38 বছরের ওই যুবককে তড়িঘড়ি তপসিখাতা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷

wb_apd_01_covid_negligency_10008
হাসপাতালের বহির্বিভাগে থিকথিকে ভিড় ৷

আরও পড়ুন : করোনা সংক্রমণ রুখতে ময়নাগুড়িতে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত

সেই রোগীকে স্থানান্তরিত করার সময়েই ধরা পড়ল আতঙ্কের ছবি ৷ আইসোলেশন ওয়ার্ড থেকে অ্য়াম্বুল্যান্সে তোলার সময় রোগীকে জড়িয়ে ধরে আদর করলেন তাঁর দিদি ! এবং তারপর দিব্যি হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ালেন তিনি ! এমনকী, যে স্বাস্থ্যকর্মীরা ওই রোগীকে অ্যাম্বুল্যান্সে তুলে দিলেন, তাঁদের কারও পরনেই ছিল না পিপিই ৷

এই বিষয়ে প্রশ্ন করা হলে রোগীর পরিবারের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেই দায় সারেন হাসপাতালের সুপার চিন্ময় বর্মন ৷

আলিপুরদুয়ার, 26 এপ্রিল : করোনা অবহে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷ করোনা রোগীকে আইসোলেশন ওয়ার্ড থেকে তপসিখাতা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার সময় জড়িয়ে ধরলেন তাঁর পরিবারেরর সদস্যরা ! এমনকী, করোনা রোগীকে নিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যকর্মীদের কাউকেই পিপিই পরে থাকতে দেখা গেল না ৷ ঘটনার জন্য রোগীর পরিবারের সদস্যদের দায়িত্বজ্ঞান প্রশ্ন তুলেই দায় সারলেন হাসপাতালের সুপার !

কোভিড আবহে দূরত্ববিধি মানা অবশ্য পালনীয় একটি কর্তব্য ৷ অথচ সেই নিয়ম শিকেয় উঠছে খোদ সরকারি হাসপাতালেই ৷ সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বহির্বিভাগে ছিল থিকথিকে ভিড় ৷ তার মধ্যেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখালেন রোগীরা ৷ একইভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে হল তাঁদের আত্মীয়দেরও ৷

তবে সবথেকে ভয়াবহ অবস্থা করোনা আইসোলেশন সেন্টারের ৷ প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের একটি বিভাগকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতার ৷ সেই মোতাবেক, এখানে করোনায় আক্রান্ত বেশ কিছু রোগীকে এনে রাখা হয়েছে ৷ সোমবার এঁদের মধ্যেই একজনের অবস্থার অবনতি হয় ৷ 38 বছরের ওই যুবককে তড়িঘড়ি তপসিখাতা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷

wb_apd_01_covid_negligency_10008
হাসপাতালের বহির্বিভাগে থিকথিকে ভিড় ৷

আরও পড়ুন : করোনা সংক্রমণ রুখতে ময়নাগুড়িতে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত

সেই রোগীকে স্থানান্তরিত করার সময়েই ধরা পড়ল আতঙ্কের ছবি ৷ আইসোলেশন ওয়ার্ড থেকে অ্য়াম্বুল্যান্সে তোলার সময় রোগীকে জড়িয়ে ধরে আদর করলেন তাঁর দিদি ! এবং তারপর দিব্যি হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ালেন তিনি ! এমনকী, যে স্বাস্থ্যকর্মীরা ওই রোগীকে অ্যাম্বুল্যান্সে তুলে দিলেন, তাঁদের কারও পরনেই ছিল না পিপিই ৷

এই বিষয়ে প্রশ্ন করা হলে রোগীর পরিবারের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেই দায় সারেন হাসপাতালের সুপার চিন্ময় বর্মন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.