ETV Bharat / state

ভিন রাজ্যের চা শ্রমিকদের চিহ্নিতকরণে দল গঠন - corona_tea_labour

ভিন রাজ্যে থেকে চা বাগানে ফেরত আসা শ্রমিকদের চিহ্নিত করতে বাগান ম্যানেজারদের নিয়ে একটি দল গঠন করল কালচিনি ব্লক প্রশাসন ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 23, 2020, 8:00 PM IST

Updated : Mar 23, 2020, 10:48 PM IST

আলিপুরদুয়ার, 23 মার্চ : আলিপুরদুয়ার, 23 মার্চ : কোরোনা আতঙ্কের জের ৷ ভিন রাজ্যে থেকে চা বাগানে ফেরত আসা শ্রমিকদের চিহ্নিত করতে বাগান ম্যানেজারদের নিয়ে একটি দল গঠন করল কালচিনি ব্লক প্রশাসন ।

দেখুন ভিডিয়ো

ভিন রাজ্যে থেকে যে সব শ্রমিক এসেছেন তাঁদের কালচিনির লতাবাড়ি গ্রামীন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে । যদি তাঁদের দেহে কোরোনার কোনও উপসর্গ ধরা পড়ে তবে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হবে ৷ সম্প্রতি জেলার চা বলয়ে কোরোনা সংক্রমণ ঠেকাতে ভিন রাজ্যে থেকে চলে আসা শ্রমিকরাই এখন প্রশাসনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ।

জেলার 63টি চা বাগান থেকেই কাজের জন্য প্রচুর শ্রমিক এই রাজ্যে আসেন । কিন্তু তাঁদের কোনও তালিকা নেই প্রশাসনের কাছে ৷ আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক অফিসে আয়োজিত এক প্রশানিক বৈঠকের পর একথা জানান লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার । তিনি জানিয়েছেন করোনা সংক্রমন ঠেকাতে কালচিনি ব্লকের জয়ঁগা এলাকা লগডাউন করা হয়েছে । তাছাড়া গাড়োপাড়া,হাসিমারা,হ‍্যামিল্টণগঞ্জ এসমস্ত এলাকার বাজার গুলো লগ ডাউন করা হবে । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক সুভাষ কুমার কর্মকার, কালচিনি OC, হাসিমারা OC,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক কর্তারা ।

আলিপুরদুয়ার, 23 মার্চ : আলিপুরদুয়ার, 23 মার্চ : কোরোনা আতঙ্কের জের ৷ ভিন রাজ্যে থেকে চা বাগানে ফেরত আসা শ্রমিকদের চিহ্নিত করতে বাগান ম্যানেজারদের নিয়ে একটি দল গঠন করল কালচিনি ব্লক প্রশাসন ।

দেখুন ভিডিয়ো

ভিন রাজ্যে থেকে যে সব শ্রমিক এসেছেন তাঁদের কালচিনির লতাবাড়ি গ্রামীন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে । যদি তাঁদের দেহে কোরোনার কোনও উপসর্গ ধরা পড়ে তবে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হবে ৷ সম্প্রতি জেলার চা বলয়ে কোরোনা সংক্রমণ ঠেকাতে ভিন রাজ্যে থেকে চলে আসা শ্রমিকরাই এখন প্রশাসনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ।

জেলার 63টি চা বাগান থেকেই কাজের জন্য প্রচুর শ্রমিক এই রাজ্যে আসেন । কিন্তু তাঁদের কোনও তালিকা নেই প্রশাসনের কাছে ৷ আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক অফিসে আয়োজিত এক প্রশানিক বৈঠকের পর একথা জানান লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার । তিনি জানিয়েছেন করোনা সংক্রমন ঠেকাতে কালচিনি ব্লকের জয়ঁগা এলাকা লগডাউন করা হয়েছে । তাছাড়া গাড়োপাড়া,হাসিমারা,হ‍্যামিল্টণগঞ্জ এসমস্ত এলাকার বাজার গুলো লগ ডাউন করা হবে । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক সুভাষ কুমার কর্মকার, কালচিনি OC, হাসিমারা OC,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক কর্তারা ।

Last Updated : Mar 23, 2020, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.