ETV Bharat / state

কোরোনা সন্দেহে ভরতি , ধরা পড়ল যক্ষ্মা - আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন , " কালচিনি ব্লকে ইট্যালি ফেরত এক ব্যাক্তির খবর আসে । ইট্যালি ফেরত ওই ব্যাক্তির গলা ব্যাথা,জ্বর, সর্দিকাশির উপসর্গ ছিল । খবর পাওয়া মাত্রই আমরা ছুটে যাই সেখানে । তাঁকে নিয়ে আসা হয় ফালাকাটার সুপার স্পেশালিটি হাসপাতালে । দুই দিন চিকিৎসার পর ধরা পড়ে ওই ব্যক্তি করোনায় নয় । যক্ষা রোগে আক্রান্ত ।"

Corona
ছবিটির প্রতীকী
author img

By

Published : Mar 23, 2020, 5:54 AM IST

Updated : Mar 23, 2020, 6:45 AM IST

আলিপুরদুয়ার , 23 মার্চ : কোরোনা সন্দেহে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছিল ইট্যালি ফেরত এক ব্যক্তিকে । আইসোলেশন ওয়ার্ডে রেখে কোরোনা ভাইরাসের যাবতীয় পরীক্ষাও করা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত জানা যায় তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত ।

বৃহস্পতিবারের রাত । এক সচেতন নাগরিক জেলা উপমুখ্য স্বাস্থ্য অধিকর্তা সুবর্ণ গোস্মামীকে ফোন করে জানান ইট্যালি ফেরত এই ব্যক্তির কথা । একেই ইট্যালি ফেরত । তার উপর গলা ব্যাথা , সর্দিকাশি , জ্বর । কোরোনার যাবতীয় উপসর্গের খবর পাওয়া মাত্র ভারত-ভুটান সীমান্তে ছুটে যায় আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদপ্তরের কর্তারা । সেই রাতেই তাঁকে নিয়ে আসা হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে । কোরোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে থাকা অন্য তিন রোগীকে সরিয়ে দেওয়া হয় C.C.U তে । ২০ তারিখ সকালে একটি মেডিকেল টিম গঠন করে শুরু হয় তাঁর চিকিৎসা । ওই ব্যক্তিকে আইসোলেশনে রেখে দিনভর যাবতীয় পরীক্ষা চলে । তবে শেষপর্যন্ত জানা যায় তিনি যক্ষা রোগে আক্রান্ত । জানার পর থেকে স্বস্তির নিশ্বাস ফেলেছে জেলার দুই স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা ।

আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন , " কালচিনি ব্লকে ইট্যালি ফেরত এক ব্যাক্তির খবর আসে । ইট্যালি ফেরত ওই ব্যাক্তির গলা ব্যাথা,জ্বর, সর্দিকাশির উপসর্গ ছিল । খবর পাওয়া মাত্রই আমরা ছুটে যাই সেখানে । তাঁকে নিয়ে আসা হয় ফালাকাটার সুপার স্পেশালিটি হাসপাতালে । দুই দিন চিকিৎসার পর ধরা পড়ে ওই ব্যক্তি করোনায় নয় । যক্ষা রোগে আক্রান্ত ।

শুনে নিন আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামীর বক্তব্য

তিনি আরও বলেন , " ওই ব্যাক্তি ইট্যালিতে গত দেড় বছর ধরে মেকানিকের কাজ করছেন । ১৬ তারিখ রোম বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন । ১৭ তারিখ দিল্লি এসে পৌঁছায় । ওই দিন তিনি দিল্লি বিমানবন্দরে রাত কাটায় । ১৮ তারিখ দিল্লি বিমানবন্দর থেকে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় । তারপর শিলিগুড়ি হয়ে ভারত-ভূটান সীমান্তে আসেন ।

আলিপুরদুয়ার , 23 মার্চ : কোরোনা সন্দেহে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছিল ইট্যালি ফেরত এক ব্যক্তিকে । আইসোলেশন ওয়ার্ডে রেখে কোরোনা ভাইরাসের যাবতীয় পরীক্ষাও করা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত জানা যায় তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত ।

বৃহস্পতিবারের রাত । এক সচেতন নাগরিক জেলা উপমুখ্য স্বাস্থ্য অধিকর্তা সুবর্ণ গোস্মামীকে ফোন করে জানান ইট্যালি ফেরত এই ব্যক্তির কথা । একেই ইট্যালি ফেরত । তার উপর গলা ব্যাথা , সর্দিকাশি , জ্বর । কোরোনার যাবতীয় উপসর্গের খবর পাওয়া মাত্র ভারত-ভুটান সীমান্তে ছুটে যায় আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদপ্তরের কর্তারা । সেই রাতেই তাঁকে নিয়ে আসা হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে । কোরোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে থাকা অন্য তিন রোগীকে সরিয়ে দেওয়া হয় C.C.U তে । ২০ তারিখ সকালে একটি মেডিকেল টিম গঠন করে শুরু হয় তাঁর চিকিৎসা । ওই ব্যক্তিকে আইসোলেশনে রেখে দিনভর যাবতীয় পরীক্ষা চলে । তবে শেষপর্যন্ত জানা যায় তিনি যক্ষা রোগে আক্রান্ত । জানার পর থেকে স্বস্তির নিশ্বাস ফেলেছে জেলার দুই স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা ।

আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন , " কালচিনি ব্লকে ইট্যালি ফেরত এক ব্যাক্তির খবর আসে । ইট্যালি ফেরত ওই ব্যাক্তির গলা ব্যাথা,জ্বর, সর্দিকাশির উপসর্গ ছিল । খবর পাওয়া মাত্রই আমরা ছুটে যাই সেখানে । তাঁকে নিয়ে আসা হয় ফালাকাটার সুপার স্পেশালিটি হাসপাতালে । দুই দিন চিকিৎসার পর ধরা পড়ে ওই ব্যক্তি করোনায় নয় । যক্ষা রোগে আক্রান্ত ।

শুনে নিন আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামীর বক্তব্য

তিনি আরও বলেন , " ওই ব্যাক্তি ইট্যালিতে গত দেড় বছর ধরে মেকানিকের কাজ করছেন । ১৬ তারিখ রোম বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন । ১৭ তারিখ দিল্লি এসে পৌঁছায় । ওই দিন তিনি দিল্লি বিমানবন্দরে রাত কাটায় । ১৮ তারিখ দিল্লি বিমানবন্দর থেকে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় । তারপর শিলিগুড়ি হয়ে ভারত-ভূটান সীমান্তে আসেন ।

Last Updated : Mar 23, 2020, 6:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.