আলিপুরদুয়ার, 9 এপ্রিল: কোরোনা সংক্রমণ নিয়ে জনসাধারণকে সচেতন করতে ভারত-ভুটান সীমান্তের আন্তর্জাতিক রাজপথে আঁকা হল নানা রঙের ছবি । লেখা হল কোরোনা সর্তকতাবার্তা ।
আলিপুরদুয়ার জেলা ফ্যামিলি প্ল্যানিং আ্যসোসিয়েশন অফ ইন্ডিয়ার সদস্যদের উদ্যেগে শুরু হল আন্তর্জাতিক রাজপথের এই ছবি আঁকা ও সর্তকবার্তা । আ্যসোসিয়েশনের সদস্যরা জেলার চা বাগান ও ভারত-ভুটান সীমান্তের কালচিনি ব্লকের চারটি গুরুত্বপূর্ণ জনপদ কালচিনি, হ্যামিলটনগঞ্জ, হাসিমারা ও জয়গাঁয় কোরোনা মোকাবিলায় এই ছবি ও বার্তা নিয়ে হাজির হন । সংস্থার সদস্যরা জনতাকে কোরোনা নিয়ে সর্তক করতে রাত জেগে পথে পথে লিখছেন বিভিন্ন বার্তা । তাতে ওই রোগের উপসর্গ থেকে শুরু করে সংক্রমণ নিয়ে কী কী করণীয়, কোন বিষয় এড়িয়ে চলতে হবে তা লিখছেন । পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে নানা রঙের ছবি । সংস্থার সদস্যরা আশাবাদী, এর ফলে মানুষের হুঁশ অনেকটাই ফেরানো সম্ভব হবে ।
কোরোনার সংক্রমণ রুখতে ইতিমধ্যেই শুরু হয়েছে একুশ দিনের লকডাউন । কিন্তু এরপরও হুঁশ ফিরছে না জনতার ।সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, প্রতিদিন রসদ সংগ্রহের অছিলায় বাজারগুলিতে ভিড় করছেন তাঁরা । পুলিশের উপস্থিতিতেও কোনও রকম কাজ হচ্ছে না । তাই ফ্যামিলি প্ল্যানিং আ্যসোসিয়েশনের এই উদ্যেগে মানুষ কিছুটা সচেতন হবে বলে মনে করছে বিভিন্ন মহল ।