ETV Bharat / state
অমৃতযোগ না মাহেন্দ্রক্ষণ? শুভক্ষণে "আস্থা" যুযুধান দুই প্রার্থীর - john barla
ভোটের ময়দানে লড়াই শুরুর আগে শুভক্ষণ দেখে নিচ্ছেন যুযুধান দুই দলের প্রার্থী। অমৃতযোগ ও মাহেন্দ্রক্ষণ দেখে মনোনয়ন পেশ আলিপুরদুয়ারের BJP ও তৃণমূলপ্রার্থীর।
দশরথ তিরকে ও জন বারলা
By
Published : Mar 25, 2019, 3:38 AM IST
আলিপুরদুয়ার, ২৫ মার্চ : আপাতত রাজনৈতিক লড়াই থেকে বিরত যুযুধান দুই শিবির। বরঞ্চ পঞ্জিকার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত বিরোধী দুই রাজনৈতিক দল তৃণমূল ও BJP। প্রাক ভোট ময়দানে জমে উঠেছে অমৃতযোগ ও মাহেন্দ্রক্ষণের লড়াই। বিশুদ্ধ পঞ্জিকায় আস্থা রাখা তিনবারের বিধায়ক ও একবারের সাংসদ তথা আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের অমৃতযোগ, না লোকসভা ভোটে প্রথম টিকিট পাওয়া জন বারলার মাহেন্দ্রক্ষণ- কোন যোগ কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে চর্চা।
পাঁজি দেখে মনোনয়ন পেশের ট্রেন্ড এখন রাজনৈতিক মহলে সুপরিচিত। পঞ্জিকা অনুযায়ী শুভক্ষণ দেখে ১৯ মার্চ, বুধবার সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা ১৪ মিনিটের মধ্যে অমৃতযোগে মনোনয়নপত্র দাখিল করেন দশরথ তিরকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন কিংবা কুমারগ্রামের বিধানসভা নির্বাচন - প্রতি ভোটেই দশরথের "ভরসা" পঞ্জিকা। আর তাতেই বাজিমাত করেছেন এই নেতা।
তবে প্রথমবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে BJP প্রার্থী জন বারলা মাহেন্দ্রক্ষণের উপরই আস্থা রেখেছেন। বিশুদ্ধ পঞ্জিকা মতে, আজ সোমবার সকাল ৬টা ২৮ মিনিট ১০ সেকেন্ড থেকে ৯টা ৪১মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত অমৃতযোগ। ফের এই যোগ রয়েছে রাত ৭টা ২১ মিনিট ২৪ সেকেন্ড থেকে ৮টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত।
মাহেন্দ্রক্ষণ রয়েছে সকাল ৫টা ৩৯ মিনিট ৪৪ সেকেন্ড থেকে ৬টা ২৮ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত। জন বারলা আজ দুপুর ১টায় মনোনয়ন পেশ করবেন ঠিক করেছেন। পঞ্জিকা মতে, দুপুর ১২টা ৫৫মিনিট ৩৯ সেকেন্ড থেকে ১টা ৪৪মিনিট ০৫ সেকেন্ড পর্যন্ত ভালো সময়।
ভোটের ময়দানে তৃণমূল ও BJP-র রাজনৈতিক লড়াই কী হবে তা তো পরে দেখা যাবে. তবে, আপাতত যুযুধান দুই প্রার্থীর মাহেন্দ্রক্ষণ আর অমৃতযোগ-এর "লড়াই" নিয়ে আলিপুরদুয়ারের ভোটের বাজার সরগরম।
আলিপুরদুয়ার, ২৫ মার্চ : আপাতত রাজনৈতিক লড়াই থেকে বিরত যুযুধান দুই শিবির। বরঞ্চ পঞ্জিকার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত বিরোধী দুই রাজনৈতিক দল তৃণমূল ও BJP। প্রাক ভোট ময়দানে জমে উঠেছে অমৃতযোগ ও মাহেন্দ্রক্ষণের লড়াই। বিশুদ্ধ পঞ্জিকায় আস্থা রাখা তিনবারের বিধায়ক ও একবারের সাংসদ তথা আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের অমৃতযোগ, না লোকসভা ভোটে প্রথম টিকিট পাওয়া জন বারলার মাহেন্দ্রক্ষণ- কোন যোগ কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে চর্চা।
পাঁজি দেখে মনোনয়ন পেশের ট্রেন্ড এখন রাজনৈতিক মহলে সুপরিচিত। পঞ্জিকা অনুযায়ী শুভক্ষণ দেখে ১৯ মার্চ, বুধবার সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা ১৪ মিনিটের মধ্যে অমৃতযোগে মনোনয়নপত্র দাখিল করেন দশরথ তিরকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন কিংবা কুমারগ্রামের বিধানসভা নির্বাচন - প্রতি ভোটেই দশরথের "ভরসা" পঞ্জিকা। আর তাতেই বাজিমাত করেছেন এই নেতা।
তবে প্রথমবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে BJP প্রার্থী জন বারলা মাহেন্দ্রক্ষণের উপরই আস্থা রেখেছেন। বিশুদ্ধ পঞ্জিকা মতে, আজ সোমবার সকাল ৬টা ২৮ মিনিট ১০ সেকেন্ড থেকে ৯টা ৪১মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত অমৃতযোগ। ফের এই যোগ রয়েছে রাত ৭টা ২১ মিনিট ২৪ সেকেন্ড থেকে ৮টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত।
মাহেন্দ্রক্ষণ রয়েছে সকাল ৫টা ৩৯ মিনিট ৪৪ সেকেন্ড থেকে ৬টা ২৮ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত। জন বারলা আজ দুপুর ১টায় মনোনয়ন পেশ করবেন ঠিক করেছেন। পঞ্জিকা মতে, দুপুর ১২টা ৫৫মিনিট ৩৯ সেকেন্ড থেকে ১টা ৪৪মিনিট ০৫ সেকেন্ড পর্যন্ত ভালো সময়।
ভোটের ময়দানে তৃণমূল ও BJP-র রাজনৈতিক লড়াই কী হবে তা তো পরে দেখা যাবে. তবে, আপাতত যুযুধান দুই প্রার্থীর মাহেন্দ্রক্ষণ আর অমৃতযোগ-এর "লড়াই" নিয়ে আলিপুরদুয়ারের ভোটের বাজার সরগরম।
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Beijing, China - March 24, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Screenshot of China Media Group (CMG) commentary on chinaplus.cri.cn
FILE: Monaco - Date Unknown (CCTV - No access Chinese mainland)
2. Flag of Monaco coat of arms
3. Various of city scape, harbor, street scenes, boats anchored at harbor
4. National flags of Monaco, China
5. Building at coastline
6. Various of boats at sea, vessel sailing in harbor
FILE: Beijing, China - Sept 7, 2018 (CCTV - No access Chinese mainland)
7. Chinese President Xi Jinping (R) shaking hands with Prince Albert II of Monaco (L), posing for photos
8. Various of Xi, Prince Albert II, guard of honor, officials at welcome ceremony
9. Meeting between Xi, Prince Albert II in progress
FILE: Shenzhen City, Guangdong Province, south China - Date Unknown (CCTV - No access Chinese mainland)
10. Huawei logo on office building
FILE: Beijing, China - Date Unknown (CCTV - No access Chinese mainland)
11. Various of Huawei's 5G technical research, development base
FILE: Shenzhen City, Guangdong Province, south China - Date Unknown (CCTV - No access Chinese mainland)
12. Office building of Huawei Technologies
13. Technician working
FILE: Shenzhen City, Guangdong Province, south China - May 2016 (CCTV - No access Chinese mainland)
14. Showroom booth showcasing Huawei's 5G technology
FILE: Monaco - July, 2017 (CCTV - No access Chinese mainland)
15. Various of tourists using Alipay to make payments; QR payment code on phone screen
16. Various of buildings on hillside, Casino
17. People outside Casino
Beijing, China - March 24, 2019 (CCTV - No access Chinese mainland)
18. Screenshot of China Media Group (CMG) commentary on chinaplus.cri.cn
FILE: Monaco - Date Unknown (CCTV - No access Chinese mainland)
19. People on street, sports cars parked up
20. Diners in restaurant
21. Various of Race Car driving on Monaco Grand Prix circuit by harbor
Beijing, China - March 24, 2019 (CCTV - No access Chinese mainland)
22. Screenshot of China Media Group (CMG) commentary on chinaplus.cri.cn
FILE: Monaco - Date Unknown (CCTV - No access Chinese mainland)
23. Various of national flags of Monaco, China on street; cityscape
FILE: Beijing, China - Date Unknown (CCTV - No access Chinese mainland)
24. Various of Tian'anmen Square
25. Chinese national flag
China and Monaco have set an example for relations between developing and developed states, and share a mutual respect despite their vast differences in size, according to a commentary published on the website of China Radio International (CRI) under the China Media Group (CMG) on Sunday.
The following is the full text of the commentary:
China's President Xi Jinping is paying a state visit to Monaco on Sunday at the invitation of Prince Albert II. It's the first time that a Chinese head of state has visited Monaco since the two countries established diplomatic ties in 1995. It sends out a strong message to the outside world that neither size nor the distance should prevent two states from forging an equal, friendly, and mutually beneficial partnership.
Compared with China, Monaco is a tiny principality, the second-smallest country in the world, covering just 2.02 square kilometers. But its per capita income stands above 170,000 euros (around 192,000 US dollars), among the world's highest.
When Prince Albert II visited Beijing last year, Chinese President Xi Jinping said that, though far away from each other, China and Monaco have set a model of friendship and common development between big and small states, as the two sides respected each other and treated each other on an equal footing.
A good example is bilateral cooperation in the telecommunications industry. After Monaco Telecom started cooperating with China's Huawei in 2012, the two launched the world's first 1Gb fixed-line services in the principality in 2016 and expanded to upgrade mobile connections a year later. Last September, the two companies signed a deal for 5G cooperation, which is set to make Monaco the world's first territory to be covered by a 5G network. This latest collaboration will facilitate the 5G Smart Nation project in the principality, which features self-driving cars, 3D holographic imaging medical services, and interactive gaming.
Apart from cooperation in telecommunications, China and Monaco also have great potential to explore such fields as ecological protection, climate change, clean energy, and wildlife conservation. Bernard Fautrier, Vice-President of the Prince Albert II of Monaco Foundation, has said that Monaco and China share a common vision when it comes to green development. The foundation has launched environmental management programs in cooperation with China to protect wild Siberian tigers and monitor the quality of the water in the Tai Lake in East China. During President Xi's stay in Monaco, the two sides are scheduled to sign deals to enhance cooperation in environmental protection.
As the world's largest developing country, China has set its development goals in the near, medium and long terms, emphasizing the need to adhere to the new development concepts of "innovation, coordination, green, openness, and sharing". For China, Monaco may be considered small but China has much to learn from Monaco's respect for nature and history during its development as well as its unique urban development ideas. These provide a broad space for the two sides to carry out cooperation in the areas of green economy, environmental protection, financial services, sustainable development, tourism and humanities exchanges.
As both sides stick to the principles of mutual respect, equality, cooperation and win-win development, China and Monaco have set a good example for relations between developing powers and the most developed states.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.