আলিপুরদুয়ার, 22 জুলাই : ছেলেটার দুই হাত দড়ি দিয়ে বাঁধা । চোখে মুখে বীভৎসতার ছাপ স্পষ্ট । বসে চিৎকার করছে । চারিদিকে ঘিরে রয়েছে কয়েকজন । আর মাঝখানে বসিয়ে রাখা হয়েছে ছেলেটাকে । পায়ে চাক চাক দাগ হয়ে ফুলে গেছে । টকটকে লাল । হাতে, পিঠে, গায়েও লাল হয়ে ফুলে গেছে । গনগনে আগুনে গরম করা লোহার শিক দিয়ে ছ্যাকা দেওয়া হচ্ছে । এই যন্ত্রণা আর নিতে পারছে না সে । চিৎকার করার ক্ষমতাটুকুও ফুরিয়েছে । আর তখনও ছেলেটা কিছু একটা বলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, "আমি কিছু নেইনি দাদা... ।" আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা পুলিশ ফাঁড়ির লস্করপাড়া এলাকার ঘটনা ।
অভিযোগ রয়েছে, ধান চুরির । আর তার জেরেই এমন মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হল ওই যুবককে । বাবুল হোসেন নামের ওই যুবককে টানা চল্লিশ মিনিট ধরে গনগনে আগুনে লোহার শিক গরম করে গায়ে, হাতে, পায়ে ছ্যাকা দেওয়ার অভিযোগ উঠল এক পরিবার ও গ্রামের কিছু লোকের বিরুদ্ধে ।
শুধু গরম লোহার শিক গরম করে ছ্যাকা দেওয়াই নয়, একসঙ্গে চলতে থাকে মারধর ,গণধোলাই । প্রায় মিনিট চল্লিশ ধরে চলে এই অত্যাচার । ঘটনাস্থানেই সংজ্ঞা হারায় যুবক । অভিযোগ, এরপর ওই অবস্থাতেই তাকে রাস্তার উপর হাত পা বেঁধে ফেলে রেখে যাওয়া হয় ।
ঘটনাটি ঘটেছিল 17 জুলাই । কিন্তু আজই ঘটনার ভিডিয়োটি সামনে আসে । এরপরই জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে । ইতিমধ্যেই রঘুনাথ দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কুমারগ্রাম থানার পুলিশ । এছাড়াও চিত্ত দাস, নীলকমল দাস-সহ ওই গ্রামের আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । রঘুনাথ দাস ছাড়া বাকি সকলকেই পলাতক । তাঁদের খোঁজ শুরু করছে পুলিশ ।
আক্রান্ত যুবক বাবলু হোসেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি রয়েছেন । বাবলুর বিবি আজিমা কুমারগ্রাম থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করেছেন । এদিকে শওহরের এই অবস্থায় তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন আজিমা বিবি । 17 জুলাইয়ের রাত থেকে তাঁর সন্তানরা কী করছে, কী খাচ্ছে তিনি কিছুই জানেন না । টানা পাচদিন ধরে শওহরের সঙ্গে হাসপাতালেই পড়ে রয়েছেন তিনি ।
আজিমা বিবিকে আজ প্রশ্ন করায় তিনি বলেন, "আমার শওহরের নামে কোনও দিন কেউ এরকম চুরির বদনাম দিতে পারেনি । আমার শওহরকে শত্রুতার জেরে রাস্তায় সাইকেল থেকে নামিয়ে টেনে বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা । তারপর তাঁকে ধান চুরির বদনাম দিয়ে লোহার গরম শিক দিয়ে তার সারা দেহে ছ্যাকা দিয়েছে অভিযুক্তরা ।"
আজিমা বিবি অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করেন । কুমারগ্রাম থানার IC বাসুদেব সরকার জানান, "ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে । বাকি অভিযুক্তরা পলাতক ।"