ETV Bharat / state

আলিপুরদুয়ারে উদ্ধার জোড়া চিতাবাঘের দেহ

author img

By

Published : Mar 12, 2020, 2:09 PM IST

Updated : Mar 12, 2020, 3:30 PM IST

চা-বাগান থেকে উদ্ধার জোড়া চিতাবাঘের দেহ । মৃত চিতাবাঘ দুটির দেহে কোনও আঘাতের চিহ্ন নেই ৷

ছবি
ছবি

আলিপুরদুয়ার, 12 মার্চ : চা-বাগান থেকে উদ্ধার জোড়া চিতাবাঘের দেহ । মৃত চিতাবাঘ দুটির দেহে কোনও আঘাতের চিহ্ন নেই ৷ বনদপ্তরের প্রাথমিক অনুমান বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে চিতাবাঘ দুটির ৷

বৃ্হস্পতিবার মাদারিহাট ব্লকের মাকরাপাড়া চা বাগানের 28 নম্বর সেকশন থেকে উদ্ধার হয়েছে চিতাবাঘের দেহ দু'টি । চিতাবাঘ দু'টির আনুমানিক পাঁচ বছর বয়স হয়েছিল ৷ মৃত চিতাবাঘ দু'টির মধ্যে একটি পুরুষ ও একটি মাদি রয়েছে । তবে মৃত চিতাবাঘগুলির দেহে কোনও রকমের আঘাতের চিহ্ন না মেলায় মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । প্রাথমিক তদন্তের পর বনদপ্তরের অনুমান সম্ভবত বিষক্রিয়ার কারনে লেপার্ড দুটির মৃত্যু হয়েছে ৷ জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দক্ষিণ খয়েরবাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন ।

চা বাগান থেকে উদ্ধার জোড়া চিতাবাঘ

চিতাবাঘ দু'টির দেহ ময়নাতদন্তের জন্য দক্ষিণ খয়েরবাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে বনদপ্তর ৷ প্রসঙ্গত গত মাসেই জলদাপাড়া জাতীয় উদ্যানে পরপর পাচটি গন্ডারের মৃত্যু হয় । বনদপ্তরের প্রাথমিক অনুমান অনুযায়ী অ্যানথ্রাক্সের আক্রমনে গন্ডারগুলির মৃত্যু হয়ে থাকতে পারে । তবে গন্ডার মৃত্যুর প্রকৃত কারন এখনও অজানা ।

আলিপুরদুয়ার, 12 মার্চ : চা-বাগান থেকে উদ্ধার জোড়া চিতাবাঘের দেহ । মৃত চিতাবাঘ দুটির দেহে কোনও আঘাতের চিহ্ন নেই ৷ বনদপ্তরের প্রাথমিক অনুমান বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে চিতাবাঘ দুটির ৷

বৃ্হস্পতিবার মাদারিহাট ব্লকের মাকরাপাড়া চা বাগানের 28 নম্বর সেকশন থেকে উদ্ধার হয়েছে চিতাবাঘের দেহ দু'টি । চিতাবাঘ দু'টির আনুমানিক পাঁচ বছর বয়স হয়েছিল ৷ মৃত চিতাবাঘ দু'টির মধ্যে একটি পুরুষ ও একটি মাদি রয়েছে । তবে মৃত চিতাবাঘগুলির দেহে কোনও রকমের আঘাতের চিহ্ন না মেলায় মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । প্রাথমিক তদন্তের পর বনদপ্তরের অনুমান সম্ভবত বিষক্রিয়ার কারনে লেপার্ড দুটির মৃত্যু হয়েছে ৷ জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দক্ষিণ খয়েরবাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন ।

চা বাগান থেকে উদ্ধার জোড়া চিতাবাঘ

চিতাবাঘ দু'টির দেহ ময়নাতদন্তের জন্য দক্ষিণ খয়েরবাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে বনদপ্তর ৷ প্রসঙ্গত গত মাসেই জলদাপাড়া জাতীয় উদ্যানে পরপর পাচটি গন্ডারের মৃত্যু হয় । বনদপ্তরের প্রাথমিক অনুমান অনুযায়ী অ্যানথ্রাক্সের আক্রমনে গন্ডারগুলির মৃত্যু হয়ে থাকতে পারে । তবে গন্ডার মৃত্যুর প্রকৃত কারন এখনও অজানা ।

Last Updated : Mar 12, 2020, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.