ETV Bharat / state

Rail staff killed in Alipurduar : রেললাইনে উদ্ধার কর্তব্যরত রেলকর্মীর রক্তাক্ত দেহ - আলিপুরদুয়ারের খবর

আলিপুরদুয়ারের (Alipurduar news) মাঝেরডাবরিতে রেললাইনে উদ্ধার হল কর্তব্যরত এক রেলকর্মীর রক্তাক্ত দেহ (on duty rail staff killed in Alipurduar)৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷

dead body of on duty rail staff recovered on Alipurduar rail line
রেললাইনে উদ্ধার কর্তব্যরত রেলকর্মীর রক্তাক্ত দেহ
author img

By

Published : Dec 23, 2021, 2:13 PM IST

আলিপুরদুয়ার, 23 ডিসেম্বর: রেললাইনে এক কর্তব্যরত রেলকর্মীর রক্তাক্ত দেহ (on duty rail staff killed in Alipurduar) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে ৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷

আলিপুরদুয়ার (Alipurduar news) 2 নম্বর ব্লকের মাঝেরডাবরি এলাকায় 111 নম্বর রেলগেটে কর্মরত তাপস মল্লিক ৷ বয়স 40 ৷ বাড়ি আলিপুরদুয়ারের লিচুতলায় । বুধবার রাতে 111 নম্বর রেলগেটের কেবিনে তিনি কর্তব্যরত ছিলেন । রেল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন ট্রেন ওই গেট দিয়ে পাস করার সময় গেটম্যান-এর পক্ষ থেকে কোনও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না । কর্তব্যরত তাপস মল্লিক ঠিক আছেন কি না তা জানতে ঘটনাস্থলে যান অন্যান্য রেলকর্মীরা । তাঁরা দেখতে পান, কেবিন থেকে 300 মিটার দূরে রেললাইনে পড়ে রয়েছে তাপসের রক্তাক্ত মৃতদেহ (body of on duty rail staff found)। কোনও ধারালো অস্ত্র দিয়ে তাপসকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ রেল কর্মীদের ।

আরও পড়ুন: Murder in Purba Bardhaman : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

রেলকর্মীর দেহ উদ্ধার

মাস সাতেক আগেও এই কেবিনে কর্মরত প্রভাতচন্দ্র গোপকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল ৷ সাত মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু দুষ্কৃতীরা এখনও অধরা ৷ বুধবার গভীর রাতে আবার একই ঘটনা ঘটল মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েতের 111 নম্বর রেলগেটে । এই ঘটনায় রেলের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন : Unnatural Death in Khirpai : সৎকারের সময় গলায় দড়ির দাগ দেখে স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

আলিপুরদুয়ার, 23 ডিসেম্বর: রেললাইনে এক কর্তব্যরত রেলকর্মীর রক্তাক্ত দেহ (on duty rail staff killed in Alipurduar) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে ৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷

আলিপুরদুয়ার (Alipurduar news) 2 নম্বর ব্লকের মাঝেরডাবরি এলাকায় 111 নম্বর রেলগেটে কর্মরত তাপস মল্লিক ৷ বয়স 40 ৷ বাড়ি আলিপুরদুয়ারের লিচুতলায় । বুধবার রাতে 111 নম্বর রেলগেটের কেবিনে তিনি কর্তব্যরত ছিলেন । রেল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন ট্রেন ওই গেট দিয়ে পাস করার সময় গেটম্যান-এর পক্ষ থেকে কোনও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না । কর্তব্যরত তাপস মল্লিক ঠিক আছেন কি না তা জানতে ঘটনাস্থলে যান অন্যান্য রেলকর্মীরা । তাঁরা দেখতে পান, কেবিন থেকে 300 মিটার দূরে রেললাইনে পড়ে রয়েছে তাপসের রক্তাক্ত মৃতদেহ (body of on duty rail staff found)। কোনও ধারালো অস্ত্র দিয়ে তাপসকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ রেল কর্মীদের ।

আরও পড়ুন: Murder in Purba Bardhaman : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

রেলকর্মীর দেহ উদ্ধার

মাস সাতেক আগেও এই কেবিনে কর্মরত প্রভাতচন্দ্র গোপকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল ৷ সাত মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু দুষ্কৃতীরা এখনও অধরা ৷ বুধবার গভীর রাতে আবার একই ঘটনা ঘটল মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েতের 111 নম্বর রেলগেটে । এই ঘটনায় রেলের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন : Unnatural Death in Khirpai : সৎকারের সময় গলায় দড়ির দাগ দেখে স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.