আলিপুরদুয়ার, 1 জানুয়ারি : বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের । বছরের প্রথম দিনের ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাখা ট্র্যাপ ক্যামেরায় উঠল কালো চিতার ছবি।
গত বছর 12 জানুয়ারি জয়ন্তীর মহাকালের কাছে একসঙ্গে 2টি কালো চিতার দেখা মিলেছিল । তাদের ছবিও তুলেছিলেন পর্যটকরা । এবার বন দপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল এই ব্ল্যাক প্যান্থার । বছরের প্রথম দিনেই ট্র্যাপ ক্যামেরায় এমন ছবি দেখতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বনকর্মী থেকে বনাধিকারিকরা । বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, "বক্সায় ব্ল্যাক প্যান্থার নতুন কিছু নয় । এর আগেও একাধিকবার এই বনাঞ্চলে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে । তবে নিরাপত্তার কারণে কোন এলাকা থেকে ছবিটি পাওয়া গেছে তা উল্লেখ করেননি তিনি ।"
পরিবেশ প্রেমী অমল দত্ত বলেছেন, "ডুয়ার্সের বনাঞ্চলে যেমন নানা বিরল প্রাণী রয়েছে তেমনই রয়েছে চোরাশিকারিদের আনাগোনা । তবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ওই এলাকা ভৌগলিক কারণে বেশ নিরাপদ । তাই সেখানে মাঝেমধ্যেই দেখা মেলে ব্ল্যাক প্যান্থার, ক্লাউডেড লেপার্ডের মতো বিরল প্রাণীর ।"
আরও পড়ুন : বন্ধ হল বন বিভাগের স্পেশাল টাস্ক ফোর্স
বক্সার জঙ্গলে বিরল প্রজাতির ব্ল্যাক প্যান্থারের অস্তিত্ব থাকলেও সহজে দেখা মেলে না । এবার ফের কালো চিতার দেখা মেলায় নড়েচড়ে বসেছে বন দপ্তর।