ETV Bharat / state

জয়ন্তীর জঙ্গলে কালো চিতা - black panther in jayanti forest

বারাসতের একদল পর্যটক জয়ন্তীতে বেড়াতে এসেছিলেন। তাঁদের দাবি, বক্সায় জঙ্গল সাফারির সময় নজরে এসেছে কালো চিতা ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 16, 2020, 11:24 PM IST

আলিপুরদুয়ার, 16 জানুয়ারি : জয়ন্তীতে জঙ্গল সাফারির সময় নজরে এল ব্ল্যাক প্যান্থার ( কালো চিতা) । দিন তিনেক আগের ঘটনা । বারাসতের পর্যটকদের একটি দল জঙ্গল সাফারি করার সময় তাঁদের ক্যামেরায় ধরা পড়ে সেই কালো চিতার ছবি ।

বক্সা টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গলে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে । পর্যটকদের একটি দল সাফারির সময় কালো চিতা দেখতে পেয়েছেন । টুর গাইড লেখু মাহাতর ক্যামেরায় ধরা পড়েছে কালো চিতার ছবিটি । মাসখানেক আগেই জয়ন্তীতে জঙ্গল সাফারির সময় চিতাবাঘ দেখতে পেয়েছিল পর্যটকদের একটি দল ।

বক্সা টাইগার রিজার্ভের উপক্ষেত্র অধিকর্তা ( DFD) কল্যাণ রাই জানিয়েছেন, বক্সার জঙ্গলে কালো চিতা রয়েছে । আমাদের ট্র্যাপ ক্যামেরাতেও জঙ্গলের মধ্যে কালো চিতার ছবি ধরা পড়েছে ।

আলিপুরদুয়ার, 16 জানুয়ারি : জয়ন্তীতে জঙ্গল সাফারির সময় নজরে এল ব্ল্যাক প্যান্থার ( কালো চিতা) । দিন তিনেক আগের ঘটনা । বারাসতের পর্যটকদের একটি দল জঙ্গল সাফারি করার সময় তাঁদের ক্যামেরায় ধরা পড়ে সেই কালো চিতার ছবি ।

বক্সা টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গলে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে । পর্যটকদের একটি দল সাফারির সময় কালো চিতা দেখতে পেয়েছেন । টুর গাইড লেখু মাহাতর ক্যামেরায় ধরা পড়েছে কালো চিতার ছবিটি । মাসখানেক আগেই জয়ন্তীতে জঙ্গল সাফারির সময় চিতাবাঘ দেখতে পেয়েছিল পর্যটকদের একটি দল ।

বক্সা টাইগার রিজার্ভের উপক্ষেত্র অধিকর্তা ( DFD) কল্যাণ রাই জানিয়েছেন, বক্সার জঙ্গলে কালো চিতা রয়েছে । আমাদের ট্র্যাপ ক্যামেরাতেও জঙ্গলের মধ্যে কালো চিতার ছবি ধরা পড়েছে ।

Intro:আলিপুরদুয়ার:-জয়ন্তী পাহাড়ে পর্যটকদের নজরে পড়লো কালো চিতা(ব্ল্যাক প্যাহ্নার)।


Body:দিন তিনেক আগে জয়ন্তীতে জঙ্গল সাফারির সময় জয়ন্তী পাহাড় এলাকায় জঙ্গল ট্যুর গাইড লেখু মাহাতোর ক্যামেরায় সেই বিরল প্রজাতির ব্ল্যাক প্যাহ্নারের ছবি ক্যামেরা বন্দী হয়। মাস খানেক আগেও জয়ন্তীতে জঙ্গল সাফারির সময় দিনের আলোতে চিতাবাঘ দেখতে পায় পর্যটকরা। এছাড়াও বছরভর জয়ন্তীতে জঙ্গল সাফারির সময় পর্যটকদের নজরে আসে হাতি,হরিন, বাইসন, বুনো কুকুর,বুনো শূয়ার ইত্যাদি।
বক্সা টাইগার রিজার্ভ কতৃপক্ষ জানিয়েছে কোলকাতার বারাসাতের একদল পর্যটকরা জঙ্গল সাফারির সময় এই কালো চিতাটি দেখতে পায়।


Conclusion:বক্সা টাইগার রিজার্ভের ডি,এফ,ডি কল্যান রাই জানিয়েছেন বক্সার জঙ্গলে কালচিতা রয়েছে। আমাদের ট্র‍্যাপ ক্যামেরাতেও গভির জঙ্গলে কালো চিতা ধরা পড়েছে। পর্যটকরা দেখতে পেয়েছেন এটা পর্যটনের জন্য ভালো খবর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.