ETV Bharat / state

ভুয়ো পোস্টের অভিযোগে ফালাকাটা থেকে গ্রেপ্তার BJP নেতা - বিজেপি

ধৃতের বাড়ি ফালাকাটার চুয়াখোলা এলাকায়। মঙ্গলবার রাতে ফালাকাটার দলং সেতু থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

One BJP worker arrested in connection with fake post over social media
ভুয়ো পোস্টের অভিযোগে ফালাকাটা থেকে গ্রেপ্তার বিজেপি কর্মী
author img

By

Published : Oct 28, 2020, 8:21 PM IST

ফালাকাটা, 28 অক্টোবর : দুর্গাপুজোকে কেন্দ্র করে ভুয়ো পোস্ট দেওয়ায় এক BJP নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । বিহারের একটি পুজো নিরঞ্জনের ঘটনাকে রাজ্যের বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে ফালাকাটা থানার দ্বারস্থ হন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী । মঙ্গলবার ফালাকাটা থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের হয় BJP নেতা সুজন দাস ওরফে বাপ্পার বিরুদ্ধে। দ্রুত ঘটনার তদন্ত করে বাপ্পাকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ ।

ধৃতের বাড়ি ফালাকাটার চুয়াখোলা এলাকায়। মঙ্গলবার রাতে ফালাকাটার দলং সেতু থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। তাঁঁর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে ।

এর আগে ফেসবুকে মুখ্যমন্ত্রী সম্পর্কে অশ্লীল পোস্ট ও গুজব রটানোর অভিযোগে ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলায় বেশ কয়েকজন BJP কর্মী, সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

BJP-র জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন, “গোটা রাজ্যে তৃণমূল ও পুলিশ অত্যাচার করছে । ভুল পোস্ট করা হয়েছে ।” সৌরভ বলেন, “BJP-র IT সেল চক্রান্ত করছে। এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ আমরাও করব ।” আলিপুরদুয়ারের পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি বলেন, “ ভুয়ো পোস্টের অভিযোগে একজনকে IT অ্যাক্টের নির্দিষ্ট ধারায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

ফালাকাটা, 28 অক্টোবর : দুর্গাপুজোকে কেন্দ্র করে ভুয়ো পোস্ট দেওয়ায় এক BJP নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । বিহারের একটি পুজো নিরঞ্জনের ঘটনাকে রাজ্যের বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে ফালাকাটা থানার দ্বারস্থ হন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী । মঙ্গলবার ফালাকাটা থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের হয় BJP নেতা সুজন দাস ওরফে বাপ্পার বিরুদ্ধে। দ্রুত ঘটনার তদন্ত করে বাপ্পাকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ ।

ধৃতের বাড়ি ফালাকাটার চুয়াখোলা এলাকায়। মঙ্গলবার রাতে ফালাকাটার দলং সেতু থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। তাঁঁর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে ।

এর আগে ফেসবুকে মুখ্যমন্ত্রী সম্পর্কে অশ্লীল পোস্ট ও গুজব রটানোর অভিযোগে ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলায় বেশ কয়েকজন BJP কর্মী, সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

BJP-র জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন, “গোটা রাজ্যে তৃণমূল ও পুলিশ অত্যাচার করছে । ভুল পোস্ট করা হয়েছে ।” সৌরভ বলেন, “BJP-র IT সেল চক্রান্ত করছে। এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ আমরাও করব ।” আলিপুরদুয়ারের পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি বলেন, “ ভুয়ো পোস্টের অভিযোগে একজনকে IT অ্যাক্টের নির্দিষ্ট ধারায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.