ETV Bharat / state

ঘড়ির কাঁটার তোয়াক্কা না করেই রাত দশটা'তেও চলছে ভোটগ্রহণ - বিধানসভা নির্বাচন 2021

ঘড়িতে প্রায় রাত 10 টা ৷ আলিপুরদুয়ারের একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ চলার খবর সামনে আসে ৷ সকাল থেকে আলিপুর দুয়ারের একাধিক বুথে ইভিএম-এর গোলযোগ ছিল ৷ মূলত সেই কারণেই বুথগুলিতে ভোট গ্রহণ এখনও শেষ হয়নি বলে জানা যায়।

ঘড়ির কাঁটার তোয়াক্কা না করেই চলছে ভোটগ্রহণ
ঘড়ির কাঁটার তোয়াক্কা না করেই চলছে ভোটগ্রহণ
author img

By

Published : Apr 10, 2021, 10:25 PM IST

মাদারিহাট,10 এপ্রিল : নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে সন্ধ্যে 6 টা থেকে 6.30 পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা ৷ তবে তারও প্রায় 3 ঘণ্টার পরও আলিপুরদুয়ারের বিভিন্ন বুথে চললো ভোট গ্রহণ ৷

ঘড়িতে প্রায় রাত 10 টা ৷ আলিপুরদুয়ারের একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ চলার খবর সামনে আসে ৷ রাত হয়ে গেলেও ঘড়ির কাঁটার তোয়াক্কা না করেই চলতে থাকে ভোটগ্রহণ ৷ লাইন করে ভোট দিতে দেখা যায় সাধারণ জনতাকে ৷ সকাল থেকে আলিপুর দুয়ারের একাধিক বুথে ইভিএম-এর গোলযোগ ছিল ৷ মূলত সেই কারণেই বুথগুলিতে ভোট গ্রহণ এখনও শেষ হয়নি বলে জানা যায়।

চলছে ভোটগ্রহণ...

আরও পড়ুন : বারুদের স্তুপের উপরই বসে ছিল কোচবিহার

অনেক বুথেই এখনও লাইনে 50 জনেরও বেশি ভোটার লক্ষ্য করা যাচ্ছে বলে খবর । মাদারিহাট বিধানসভার অন্তর্গত 14/68 নম্বর ভোটকেন্দ্রে রাত বাড়লেও ভোটের লাইন ছিল চোখে পড়ার মতো ৷

মাদারিহাট,10 এপ্রিল : নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে সন্ধ্যে 6 টা থেকে 6.30 পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা ৷ তবে তারও প্রায় 3 ঘণ্টার পরও আলিপুরদুয়ারের বিভিন্ন বুথে চললো ভোট গ্রহণ ৷

ঘড়িতে প্রায় রাত 10 টা ৷ আলিপুরদুয়ারের একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ চলার খবর সামনে আসে ৷ রাত হয়ে গেলেও ঘড়ির কাঁটার তোয়াক্কা না করেই চলতে থাকে ভোটগ্রহণ ৷ লাইন করে ভোট দিতে দেখা যায় সাধারণ জনতাকে ৷ সকাল থেকে আলিপুর দুয়ারের একাধিক বুথে ইভিএম-এর গোলযোগ ছিল ৷ মূলত সেই কারণেই বুথগুলিতে ভোট গ্রহণ এখনও শেষ হয়নি বলে জানা যায়।

চলছে ভোটগ্রহণ...

আরও পড়ুন : বারুদের স্তুপের উপরই বসে ছিল কোচবিহার

অনেক বুথেই এখনও লাইনে 50 জনেরও বেশি ভোটার লক্ষ্য করা যাচ্ছে বলে খবর । মাদারিহাট বিধানসভার অন্তর্গত 14/68 নম্বর ভোটকেন্দ্রে রাত বাড়লেও ভোটের লাইন ছিল চোখে পড়ার মতো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.