আলিপুরদুয়ার , 11 এপ্রিল : সদ্য শেষ হয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণ ৷ রক্তস্নাত হয়েছে কোচবিহার ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চারজনের ৷ বোমা-গুলি-খুনে দিনভর উত্তপ্ত থেকেছে কোচবিহার ৷ একাধিক বুথে ছাপ্পা ভোটের অভিযোগও উঠেছে ৷ ভোটগ্রহণে ছন্দপতন হয়েছে বারবার ৷ অন্যদিকে আলিপুরদুয়ারের ছবিটা ছিল অন্যরকম ৷ তাপ-উত্তাপ ছাড়াই নির্বিঘ্নে মিটেছে ভোট ৷
সকাল সাতটা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ পর্ব ৷ সকাল সকাল ভোট দিতে কেন্দ্রগুলিতে হাজির হয়েছিলেন ভোটদাতারা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে শুরু করেছিল সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে ৷ অশান্তি এড়াতে ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ৷ ভোটারদের মতে, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার কারণেই শান্তিপুর্ণভাবে ভোট হয়েছে ৷
আরও পড়ুন : 72 ঘণ্টা কোচবিহারে রাজনীতিকদের প্রবেশ নিষেধ
বাপি হাজরা নামে এক ভোটারের কথায়, "আলিপুরদুয়ারে বরাবর শান্তিপূর্ণভাবে ভোট হয় ৷ পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পৌরসভা, লোকসভা ও বিধানসভা ভোট সব নির্বিঘ্নে হয় ৷ এবার তাই হয়েছে ৷ কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটগ্রহণ এখানকার দলীয় নেতা-কর্মীদের মূল উদ্দেশ্য ৷