ETV Bharat / state

Bear: ঘুমপাড়ানি গুলিতে বন্দি ভাল্লুক, হাঁফ ছাড়ল মেন্দামারি - ভাল্লুকের খবর

কয়েকদিন ধরেই এলাকার একাধিক শুয়োর অমিল হয়ে যাচ্ছিল ৷ তাতেই ভাল্লুক আসার আভাস পান স্থানীয়রা ৷ এরপর ঝোপে তার দেখা মিলতেই খবর যায় বনকর্মীদের কাছে ৷ ঘুমপাড়ানি গুলিতে অবশেষে খাঁচাবন্দি হয় শাবক-সহ ভাল্লুক(Bear)৷

Etv Bharat
একাধিক শুয়োর নিয়ে চলে যাওয়ার পর অবশেষে ঘুমপাড়ানি গুলিতে বন্দি ভাল্লুক
author img

By

Published : Nov 15, 2022, 10:03 PM IST

জলপাইগুড়ি, 15 নভেম্বর: ঘুমপাড়ানি গুলি করে শাবক-সহ ভাল্লুককে মঙ্গলবার খাঁচা বন্দি করল জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা(Bear Caught by Using Tranquiliser)। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দামারি থেকে ভাল্লুক উদ্ধারকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ায় ।

মঙ্গলবার সকাল থেকেই কালচিনির দক্ষিণ মেন্দামারিতে ভাল্লুকের উপস্থিতি লক্ষ করেন স্থানীয় বাসিন্দারা । কয়েকদিন ধরেই ভাল্লুকটি এলাকার বেশ কয়েকটি শুয়োর নিয়ে চলে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের । এলাকায় বেশ কয়েকদিন ধরেই আতঙ্ক দানা বেঁধেছিল ভাল্লুকের ভয়ে । এদিন সকালে দেখা যায় মেন্দামারির জুহি নার্জিনারির সুপারি বাগানের পাশে লেবু গাছের ঝোপে শাবক-সহ আশ্রয় নিয়েছে ভাল্লুকটি ৷ এরপরই খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের ।

ঘুমপাড়ানি গুলিতে খাঁচাবন্দি ভাল্লুক
দক্ষিণ মেন্দামারি গ্রামে জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দামারি বিট থেকে বনকর্মীরা এসে ভাল্লুক ধরার জন্য আসেন ।কিন্তু কয়েক ঘণ্টা ধরে ভাল্লুক ধরার চেষ্টা ব্যর্থ হলে কুনকি হাতি আনা হয় । কুনকি হাতির পিঠে চেপে ঘুমপাড়ানি গুলি ছুড়ে পূর্ণবয়স্ক ভাল্লুকটিকে কাবু করা হয় । এর কিছুক্ষণের মধ্যেই ভাল্লুক শাবকটিকেও ধরে নিয়ে যান জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা । ভাল্লুক দুটিকে পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর ।

আরও পড়ুন : ঝাড়গ্রামে ঘুমপাড়ানি গুলি করে ধরা হল বেপরোয়া বুনো হাতিকে

জলপাইগুড়ি, 15 নভেম্বর: ঘুমপাড়ানি গুলি করে শাবক-সহ ভাল্লুককে মঙ্গলবার খাঁচা বন্দি করল জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা(Bear Caught by Using Tranquiliser)। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দামারি থেকে ভাল্লুক উদ্ধারকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ায় ।

মঙ্গলবার সকাল থেকেই কালচিনির দক্ষিণ মেন্দামারিতে ভাল্লুকের উপস্থিতি লক্ষ করেন স্থানীয় বাসিন্দারা । কয়েকদিন ধরেই ভাল্লুকটি এলাকার বেশ কয়েকটি শুয়োর নিয়ে চলে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের । এলাকায় বেশ কয়েকদিন ধরেই আতঙ্ক দানা বেঁধেছিল ভাল্লুকের ভয়ে । এদিন সকালে দেখা যায় মেন্দামারির জুহি নার্জিনারির সুপারি বাগানের পাশে লেবু গাছের ঝোপে শাবক-সহ আশ্রয় নিয়েছে ভাল্লুকটি ৷ এরপরই খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের ।

ঘুমপাড়ানি গুলিতে খাঁচাবন্দি ভাল্লুক
দক্ষিণ মেন্দামারি গ্রামে জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দামারি বিট থেকে বনকর্মীরা এসে ভাল্লুক ধরার জন্য আসেন ।কিন্তু কয়েক ঘণ্টা ধরে ভাল্লুক ধরার চেষ্টা ব্যর্থ হলে কুনকি হাতি আনা হয় । কুনকি হাতির পিঠে চেপে ঘুমপাড়ানি গুলি ছুড়ে পূর্ণবয়স্ক ভাল্লুকটিকে কাবু করা হয় । এর কিছুক্ষণের মধ্যেই ভাল্লুক শাবকটিকেও ধরে নিয়ে যান জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা । ভাল্লুক দুটিকে পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর ।

আরও পড়ুন : ঝাড়গ্রামে ঘুমপাড়ানি গুলি করে ধরা হল বেপরোয়া বুনো হাতিকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.