জলপাইগুড়ি, 15 নভেম্বর: ঘুমপাড়ানি গুলি করে শাবক-সহ ভাল্লুককে মঙ্গলবার খাঁচা বন্দি করল জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা(Bear Caught by Using Tranquiliser)। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দামারি থেকে ভাল্লুক উদ্ধারকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ায় ।
মঙ্গলবার সকাল থেকেই কালচিনির দক্ষিণ মেন্দামারিতে ভাল্লুকের উপস্থিতি লক্ষ করেন স্থানীয় বাসিন্দারা । কয়েকদিন ধরেই ভাল্লুকটি এলাকার বেশ কয়েকটি শুয়োর নিয়ে চলে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের । এলাকায় বেশ কয়েকদিন ধরেই আতঙ্ক দানা বেঁধেছিল ভাল্লুকের ভয়ে । এদিন সকালে দেখা যায় মেন্দামারির জুহি নার্জিনারির সুপারি বাগানের পাশে লেবু গাছের ঝোপে শাবক-সহ আশ্রয় নিয়েছে ভাল্লুকটি ৷ এরপরই খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের ।
আরও পড়ুন : ঝাড়গ্রামে ঘুমপাড়ানি গুলি করে ধরা হল বেপরোয়া বুনো হাতিকে