ETV Bharat / state

মাদারিহাটে নিষিদ্ধ ওষুধ-সহ গ্রেপ্তার যুবক

author img

By

Published : Apr 5, 2020, 7:17 PM IST

ধৃত যুবকের কাছ থেকে 136 বোতল কাফ সিরাপ ও 150 পাতা নেশার ট্যাবলেট উদ্ধার হয়।

with ban drugs one arrested in Madarihat
মাদক চক্র

আলিপুরদুয়ার, 5 এপ্রিল: উদ্দেশ্য ছিল পাচারের। কিন্তু, তার আগেই প্রচুর নিষিদ্ধ ওষুধসহ এক যুবককে গ্ৰেপ্তার করল মাদারিহাট থানার পুলিশ।

রবিবার বিকেলে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালান পুলিশকর্মীরা। সেই সময় মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের গেটের সামনে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকের কাছ থেকে 136 বোতল কাফ সিরাপ ও 150 পাতা নেশার ট্যাবলেট উদ্ধার হয়। জানা গিয়েছে যে ওই মাদক ওষুধগুলি ভুটানে চড়া দামে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

এদিকে পুলিশ জানিয়েছে, লকডাউনের পর থেকেই জেলাজুড়ে মাদক চোরাচালানের চক্র সক্রিয় হয়ে উঠেছে। বেশ কিছু ওষুধের দোকান এর সঙ্গে জড়িত বলেও পুলিশের প্রাথমিক অনুমান। ধৃত যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতের নাম জানায়নি পুলিশ।

মাদারিহাটের OC টিএন লামা জানান, "নিষিদ্ধ ওষুধের পাচার আটকাতে এমন অভিযান লাগাতার চলবে ।"

আলিপুরদুয়ার, 5 এপ্রিল: উদ্দেশ্য ছিল পাচারের। কিন্তু, তার আগেই প্রচুর নিষিদ্ধ ওষুধসহ এক যুবককে গ্ৰেপ্তার করল মাদারিহাট থানার পুলিশ।

রবিবার বিকেলে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালান পুলিশকর্মীরা। সেই সময় মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের গেটের সামনে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকের কাছ থেকে 136 বোতল কাফ সিরাপ ও 150 পাতা নেশার ট্যাবলেট উদ্ধার হয়। জানা গিয়েছে যে ওই মাদক ওষুধগুলি ভুটানে চড়া দামে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

এদিকে পুলিশ জানিয়েছে, লকডাউনের পর থেকেই জেলাজুড়ে মাদক চোরাচালানের চক্র সক্রিয় হয়ে উঠেছে। বেশ কিছু ওষুধের দোকান এর সঙ্গে জড়িত বলেও পুলিশের প্রাথমিক অনুমান। ধৃত যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতের নাম জানায়নি পুলিশ।

মাদারিহাটের OC টিএন লামা জানান, "নিষিদ্ধ ওষুধের পাচার আটকাতে এমন অভিযান লাগাতার চলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.