আলিপুরদুয়ার, ১৬ মার্চ : "নেতা কর্মীদের কোনও ভুল হয়ে থাকলে, ভুল স্বীকার করে মাফ চেয়ে নিন। মানুষ আপনাদের পাশে থাকবে। মানুষ আমাদের কাজে খুশি।" আলিপুরদুয়ারে এক কর্মিসভায় দলীয় নেতা-কর্মীদের আজ একথা বলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। তিনি মন্ত্রীদের ডোর টু ডোর প্রচারের নির্দেশ দেন।
আজ কর্মিসভায় BJP-কে আক্রমণ করে মন্ত্রী বলেন, " অসম থেকে RSS কর্মীদের নিয়ে এসে আমাদের ভোট করাতে হয় না। পঞ্চায়েত নির্বাচনের মতো ক্যাশ টাকা বিলি করতে হয় না। আমরা ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি। বাংলার মানুষের আশীর্বাদ রয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে। BJP এখানে ফ্যাক্টর না।"
পরে তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "নরেন্দ্র মোদি এখানে এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন সাতটা চা বাগান খুলে দেবেন। কিন্তু একটিও বাগানের খোঁজ তিনি রাখেন না। তিনি বলেছিলেন আচ্ছে দিন আসছে। মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ করে টাকা তিনি দেবেন। বছরে দু'কোটি বেকারকে চাকরি দেবেন। কোথায় কী? সারা দেশে মোদি জমানায় ১২ হাজার কৃষক মারা গিয়েছে।"
কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে অরূপবাবু বলেন, "কেন্দ্রীয় বাহিনী ভোট দেবে না। ভোট দেবে মানুষ।" অসম বর্ডার সংলগ্ন কুমারগ্রামে পঞ্চায়েত নির্বাচনে BJP-র উত্থান প্রসঙ্গে বলেন, "কেউ ১০০ নম্বর পেয়ে প্রথম হয়েছে। কেউ তিন নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে। এ প্রসঙ্গে আর কি বলব।"