ETV Bharat / state

আলিনগরে পুকুর খননের সময় উদ্ধার প্রাচীন অলংকার - আলিনগর

100 দিনের পুকুর খননের কাজ চলছিল এলাকায় ৷ গতকাল 10 ফুট নিচে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটি প্রাচীন মাটির হাড়ি ৷ সঙ্গে পাওয়া যায়, হাতের বালা ও বিভিন্ন প্রাচীন সামগ্রী । জিনিসগুলি কত পুরানো তা জানা যায়নি ৷ তবে, পুলিশ জিনিসগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ পরে সামগ্রীগুলি পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

Ancient ornament
প্রাচীন অলংকার
author img

By

Published : Jan 19, 2020, 1:43 AM IST

Updated : Jan 20, 2020, 12:46 AM IST

আলিপুরদুয়ার , 19 জানুয়ারি : ফালাকাটার আলিনগরে বেশ কিছুদিন ধরেই চলছিল পুকুর খননের কাজ ৷ গতকাল মাটি খুঁড়তে গিয়ে ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা খাওয়ার আওয়াজ পায় এক কর্মী ৷ বুঝতে পারেন, মাটির তলায় কিছু রয়েছে ৷ আরও কিছুটা খোঁড়ার পর বেরিয়ে আসে মাটির হাড়ি-সহ বেশ কিছু ধাতব সামগ্রী ৷

ভালো করে নজর করতেই বোঝা যায়, ধাতব বস্তু দু'টি মহিলাদের হাতের বালা । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জটেশ্বর থানার পুলিশকে ৷ মাটির হাড়ি-সহ অলংকার দু'টি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । আপাতত খননের কাজ বন্ধ রাখা রয়েছে ।

আলিনগরে পুকুর খননের সময় উদ্ধার প্রাচীন ধাতব সামগ্রী

প্রাচীন অলংকার উদ্ধারের খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জ্যোতির্ময় রায় জানান, "এলাকায় 100 দিনের পুকুর খননের কাজ চলছিল । সেই সময় কর্মীরা প্রথমে দু'টি অলংকার দেখতে পায় । তারপর মাটির হাড়ি সহ বিভিন্ন প্রাচীন সামগ্রী বেরিয়ে আসে ।" পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোচবিহারের পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হবে । পরে সামগ্রীগুলি কত পুরানো তা পরীক্ষা করে দেখা হবে ৷

আলিপুরদুয়ার , 19 জানুয়ারি : ফালাকাটার আলিনগরে বেশ কিছুদিন ধরেই চলছিল পুকুর খননের কাজ ৷ গতকাল মাটি খুঁড়তে গিয়ে ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা খাওয়ার আওয়াজ পায় এক কর্মী ৷ বুঝতে পারেন, মাটির তলায় কিছু রয়েছে ৷ আরও কিছুটা খোঁড়ার পর বেরিয়ে আসে মাটির হাড়ি-সহ বেশ কিছু ধাতব সামগ্রী ৷

ভালো করে নজর করতেই বোঝা যায়, ধাতব বস্তু দু'টি মহিলাদের হাতের বালা । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জটেশ্বর থানার পুলিশকে ৷ মাটির হাড়ি-সহ অলংকার দু'টি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । আপাতত খননের কাজ বন্ধ রাখা রয়েছে ।

আলিনগরে পুকুর খননের সময় উদ্ধার প্রাচীন ধাতব সামগ্রী

প্রাচীন অলংকার উদ্ধারের খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জ্যোতির্ময় রায় জানান, "এলাকায় 100 দিনের পুকুর খননের কাজ চলছিল । সেই সময় কর্মীরা প্রথমে দু'টি অলংকার দেখতে পায় । তারপর মাটির হাড়ি সহ বিভিন্ন প্রাচীন সামগ্রী বেরিয়ে আসে ।" পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোচবিহারের পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হবে । পরে সামগ্রীগুলি কত পুরানো তা পরীক্ষা করে দেখা হবে ৷

Intro:আলিপুরদুয়ার:-পুকুর খুঁড়তে গিয়ে বেড়িয়ে এলো প্রাচীন অলংকার।

Body:যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফালাকাটার জটেশ্বর আলী নগর এলাকায়।
শনিবার আলীনগর এলাকায় একশ দিনের কাজ চলছিল। সেই কাজে স্থানীয় প্রদীপ রায়ের বাড়ির পাশে একটি পুকুড় খননের কাজ চলছিল। প্রায় দশ ফুট মাটি খুড়তেই বেরিয়ে এলো দুটি ধাতব গোলকার রিং জাতীয় বস্তু। খবর চাউর হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় জটেশ্বর ফাড়ির পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে ধাতব অলঙ্কার দুটি উদ্ধার করে পুলিশ৷ আপাতত খননের কাজ বন্ধ করে রাখা হয়েছে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য জ্যের্তিময় রায় জানান ফালাকাটার জটেশ্বর ফাঁড়ির আলিনগর এলাকার ১৩/৪৫ পার্টে ১০০ দিনের কাজে পুকুর খননের কাজ চলছিলো। সেই সময় পুকুরের প্রায় দশ ফুট খননের কাজ হতেই একে একে বেড়িয়ে আসতে থাকে প্রাচীন সামগ্রী। প্রথমে দুটো মহিলাদের হাতের বালা উদ্ধার হয়। এরপর একটি মাটির হাড়ি বেড়িয়ে আসে। খবর দেওয়া হয় জটেশ্বর পুলিশ ফাড়িতে। পুলিশ এসে সব উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর পর খননের কাজ বন্ধ করে দেওয়া হয়।




Conclusion:পুলিশ জানিয়েছে সামগ্রী গুলো কোচবিহারের পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হবে।
Last Updated : Jan 20, 2020, 12:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.