ETV Bharat / state

পূর্ণাঙ্গ জেলা আদালত পেতে চলেছে আলিপুরদুয়ার - মলয় ঘটক

বর্তমানে আলিপুরদুয়ার আদালতে POCSO আইনে মামলার জন্য পৃথক কোনও বিচারক নেই ৷ তবে এতে জেলা আদালত তৈরির কাজে কোনও বাধা হবে না বলেই জানিয়ে দিলেন হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর ৷

Alipurduar
আলিপুরদুয়ার আদালত
author img

By

Published : Feb 9, 2020, 11:31 PM IST

Updated : Feb 9, 2020, 11:48 PM IST

আলিপুরদুয়ার, 9 ফেব্রুয়ারি : পূর্ণাঙ্গ জেলা গঠনের প্রায় ছয় বছর পর পূর্ণাঙ্গ জেলা আদালত পেতে চলেছে আলিপুরদুয়ার। গতকাল আলিপুরদুয়ার আদালতের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকসহ হাইকোর্টের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল । আলিপুরদুয়ার আদালতের পরিকাঠামো দেখে জেলা আদালত গড়ে তোলার পক্ষে একপ্রকার সম্মতি দেন হাইকোর্টের বিচারপতি । হাইকোর্টের রেজিস্ট্রারকে আগামী মঙ্গলবারের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । আপাতত আলিপুরদুয়ার আদালতেই অস্থায়ীভাবে জেলা আদালতের কাজকর্ম শুরু হওয়ার পক্ষে নিজের মতামত প্রকাশ করেন বিচারপতি ।

গতকাল বিকেল চারটে নাগাদ আলিপুরদুয়ার আদালত চত্বরে এসে পৌঁছান বিচারপতি রবিকিষাণ কাপুর এবং আইন মন্ত্রী মলয় ঘটক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী, সম্পাদক সুহৃদ মজুমদার ও আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা । প্রায় এক ঘণ্টা আলিপুরদুয়ার আদালত চত্বরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তাঁরা । বিচারকের প্রস্তাবিত চেম্বার, তাঁর বাসস্থান, নিরাপত্তা এবং সর্বোপরি জেলা আদালতের পূর্ণাঙ্গ ভবন তৈরির বিভিন্ন এলাকা খতিয়ে দেখা হয় ।

পূর্ণাঙ্গ জেলা আদালত পাওয়ার ব্যাপারে আশাবাদী আলিপুরদুয়ার বার এসোসিয়েশন

বর্তমানে আলিপুরদুয়ার আদালতে পূর্ণাঙ্গ জেলা আদালত হওয়ার পরিকাঠামো থাকলেও POCSO আইনে মামলার জন্য পৃথক কোনও বিচারক নেই । বর্তমানে আলিপুরদুয়ার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন বিচারককে হাইকোর্ট বিশেষ ক্ষমতা দিয়েছে POCSO সংক্রান্ত মামলা চালানোর জন্য । তবে হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর বলেন, জেলা আদালত হওয়ার জন্য এটা কোন অন্তরায় নয় । একমাত্র POCSO মামলার জন্য জেলা আদালতের কাজ আটকে থাকবে না বলেও জানিয়েছেন তিনি ।

আলিপুরদুয়ার বার এসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন, "জেলা হওয়ার পরই আমাদের দাবি ছিল পূর্ণাঙ্গ জেলা আদালতের । প্রতিনিধি দলটি আজ এসে আদালতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখেন । আলিপুরদুয়ার জেলা আদালত গঠনের কাজ জোর কদমে চলছে। প্রথমে একটি অস্থায়ী পরিকাঠামোয় জেলা আদালতের কাজ চলবে বলে জানি । বার অ্যাসোসিয়েশনের পূর্ব দিকের বিরাট খালি অংশে জেলা আদালতের ভবন নির্মাণ হবে । সেখানে সাততলার একটি বিল্ডিং নির্মাণ করা হবে । একটি বিল্ডিং এর মধ্যে কুড়িটি পৃথক আদালতের কাজ চলবে।"

আলিপুরদুয়ার, 9 ফেব্রুয়ারি : পূর্ণাঙ্গ জেলা গঠনের প্রায় ছয় বছর পর পূর্ণাঙ্গ জেলা আদালত পেতে চলেছে আলিপুরদুয়ার। গতকাল আলিপুরদুয়ার আদালতের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকসহ হাইকোর্টের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল । আলিপুরদুয়ার আদালতের পরিকাঠামো দেখে জেলা আদালত গড়ে তোলার পক্ষে একপ্রকার সম্মতি দেন হাইকোর্টের বিচারপতি । হাইকোর্টের রেজিস্ট্রারকে আগামী মঙ্গলবারের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । আপাতত আলিপুরদুয়ার আদালতেই অস্থায়ীভাবে জেলা আদালতের কাজকর্ম শুরু হওয়ার পক্ষে নিজের মতামত প্রকাশ করেন বিচারপতি ।

গতকাল বিকেল চারটে নাগাদ আলিপুরদুয়ার আদালত চত্বরে এসে পৌঁছান বিচারপতি রবিকিষাণ কাপুর এবং আইন মন্ত্রী মলয় ঘটক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী, সম্পাদক সুহৃদ মজুমদার ও আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা । প্রায় এক ঘণ্টা আলিপুরদুয়ার আদালত চত্বরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তাঁরা । বিচারকের প্রস্তাবিত চেম্বার, তাঁর বাসস্থান, নিরাপত্তা এবং সর্বোপরি জেলা আদালতের পূর্ণাঙ্গ ভবন তৈরির বিভিন্ন এলাকা খতিয়ে দেখা হয় ।

পূর্ণাঙ্গ জেলা আদালত পাওয়ার ব্যাপারে আশাবাদী আলিপুরদুয়ার বার এসোসিয়েশন

বর্তমানে আলিপুরদুয়ার আদালতে পূর্ণাঙ্গ জেলা আদালত হওয়ার পরিকাঠামো থাকলেও POCSO আইনে মামলার জন্য পৃথক কোনও বিচারক নেই । বর্তমানে আলিপুরদুয়ার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন বিচারককে হাইকোর্ট বিশেষ ক্ষমতা দিয়েছে POCSO সংক্রান্ত মামলা চালানোর জন্য । তবে হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর বলেন, জেলা আদালত হওয়ার জন্য এটা কোন অন্তরায় নয় । একমাত্র POCSO মামলার জন্য জেলা আদালতের কাজ আটকে থাকবে না বলেও জানিয়েছেন তিনি ।

আলিপুরদুয়ার বার এসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন, "জেলা হওয়ার পরই আমাদের দাবি ছিল পূর্ণাঙ্গ জেলা আদালতের । প্রতিনিধি দলটি আজ এসে আদালতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখেন । আলিপুরদুয়ার জেলা আদালত গঠনের কাজ জোর কদমে চলছে। প্রথমে একটি অস্থায়ী পরিকাঠামোয় জেলা আদালতের কাজ চলবে বলে জানি । বার অ্যাসোসিয়েশনের পূর্ব দিকের বিরাট খালি অংশে জেলা আদালতের ভবন নির্মাণ হবে । সেখানে সাততলার একটি বিল্ডিং নির্মাণ করা হবে । একটি বিল্ডিং এর মধ্যে কুড়িটি পৃথক আদালতের কাজ চলবে।"

Intro:আলিপুরদুয়ার:- পূর্ণাঙ্গ জেলা গঠনের প্রায় ছয় বছরের মাথায় পূর্ণাঙ্গ জেলা আদালত পেতে চলেছে আলিপুরদুয়ার।


Body:এদিন আলিপুরদুয়ার আদালতের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন হাইকোর্টের সেশন জাজ রবি কৃষণ কাপুর, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক সহ হাইকোর্টের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এদিন আলিপুরদুয়ার আদালতের পরিকাঠামো দেখে জেলা আদালত গড়ে তোলার পক্ষে একপ্রকার সম্মতি দেন হাইকোর্টের বিচারপতি। এদিন বিচারপতি হাইকোর্টের রেজিস্টার কে নির্দেশ দেন আগামী মঙ্গলবার এর মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার। আপাতত আলিপুরদুয়ার আদালতেই অস্থায়ীভাবে জেলা আদালতের কাজকর্ম শুরু হওয়ার পক্ষে নিজের মতামত প্রকাশ করেন বিচারপতি। শনিবার বিকেল চারটে নাগাদ আলিপুরদুয়ার আদালত চত্বরে এসে পৌঁছান হাইকোর্টের সেশন জাজ রবি কৃষণ কাপুর এবং আইন মন্ত্রী মলয় ঘটক। তাদের সাথে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী আলিপুরদুয়ার বার এসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী সম্পাদক সুহৃদ মজুমদার, আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। হাইকোর্টের সেশন জাজ এবং আইন মন্ত্রী মলয় ঘটক প্রায় এক ঘন্টা আলিপুরদুয়ার আদালত চত্বরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রস্তাবিত জেলা জজের চেম্বার তার বাসস্থান, সিকিউরিটি এবং সর্বোপরি জেলা আদালতের পূর্ণাঙ্গ ভবন তৈরির বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন। বর্তমানে আলিপুরদুয়ার আদালতে পূর্ণাঙ্গ জেলা আদালত হবার পরিকাঠামো থাকলেও কেবলমাত্র আলিপুরদুয়ার জেলা আদালতে পকসো আইনে মামলার জন্য পৃথক কোন আলাদা বিচারক নেই। বর্তমানে এই মামলার জন্য আলিপুরদুয়ার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজকে হাইকোর্ট বিশেষ ক্ষমতা দিয়েছে এই মামলা চালানোর জন্য। তবে হাইকোর্টের বিচারপতি রবি কৃষণ কাপুর বলেন জেলা আদালত হবার জন্য এটা কোন অন্তরায় নয়। একমাত্র পকসো মামলার জন্য জেলা আদালতের কাজ আটকে থাকবে না। জানিয়েছেন হাইকোর্টের সেশন জাজ। রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন যে হাইকোর্টের সেশন জজ হাইকোর্টের রেজিস্ট্রার কে নির্দেশ দিয়েছেন আগামী মঙ্গলবার রিপোর্ট দিতে। রিপোর্ট পাবার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।পরিকাঠামোর বিষয়টি হাইকোর্ট তৈরি করবে। মুখ্যমন্ত্রী চাইছেন মানুষের দরজায় দরজায় বিচারব্যবস্থা পৌঁছে দিতে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এইযেল আদালত গঠন করা।


Conclusion:আলিপুরদুয়ার বার এসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন জেলা হবার পরই আমাদের দাবি ছিল পূর্ণাঙ্গ জেলা আদালতের। সেই মোতাবেক প্রতিনিধিদলটি আজ এসে আদালতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখেন। আলিপুরদুয়ার জেলা আদালত গঠনের কাজ জোর কদমে চলছে। তোমারে একটা অস্থায়ী পরিকাঠামোর জেলা আদালতের কাজ চলবে বলে জানি। বার এসোসিয়েশনের পূর্ব দিকের বিরাট খালি অংশে জেলা আদালতের ভবন নির্মাণ হবে। সেখানে সাততলার একটি বিল্ডিং নির্মাণ করা হবে। একটি বিল্ডিং এর মধ্যে কুড়িটি পৃথক আদালতের কাজ চলবে।
Last Updated : Feb 9, 2020, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.