আলিপুরদুয়ার, 9 ফেব্রুয়ারি : পূর্ণাঙ্গ জেলা গঠনের প্রায় ছয় বছর পর পূর্ণাঙ্গ জেলা আদালত পেতে চলেছে আলিপুরদুয়ার। গতকাল আলিপুরদুয়ার আদালতের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকসহ হাইকোর্টের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল । আলিপুরদুয়ার আদালতের পরিকাঠামো দেখে জেলা আদালত গড়ে তোলার পক্ষে একপ্রকার সম্মতি দেন হাইকোর্টের বিচারপতি । হাইকোর্টের রেজিস্ট্রারকে আগামী মঙ্গলবারের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । আপাতত আলিপুরদুয়ার আদালতেই অস্থায়ীভাবে জেলা আদালতের কাজকর্ম শুরু হওয়ার পক্ষে নিজের মতামত প্রকাশ করেন বিচারপতি ।
গতকাল বিকেল চারটে নাগাদ আলিপুরদুয়ার আদালত চত্বরে এসে পৌঁছান বিচারপতি রবিকিষাণ কাপুর এবং আইন মন্ত্রী মলয় ঘটক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী, সম্পাদক সুহৃদ মজুমদার ও আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা । প্রায় এক ঘণ্টা আলিপুরদুয়ার আদালত চত্বরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তাঁরা । বিচারকের প্রস্তাবিত চেম্বার, তাঁর বাসস্থান, নিরাপত্তা এবং সর্বোপরি জেলা আদালতের পূর্ণাঙ্গ ভবন তৈরির বিভিন্ন এলাকা খতিয়ে দেখা হয় ।
বর্তমানে আলিপুরদুয়ার আদালতে পূর্ণাঙ্গ জেলা আদালত হওয়ার পরিকাঠামো থাকলেও POCSO আইনে মামলার জন্য পৃথক কোনও বিচারক নেই । বর্তমানে আলিপুরদুয়ার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন বিচারককে হাইকোর্ট বিশেষ ক্ষমতা দিয়েছে POCSO সংক্রান্ত মামলা চালানোর জন্য । তবে হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর বলেন, জেলা আদালত হওয়ার জন্য এটা কোন অন্তরায় নয় । একমাত্র POCSO মামলার জন্য জেলা আদালতের কাজ আটকে থাকবে না বলেও জানিয়েছেন তিনি ।
আলিপুরদুয়ার বার এসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন, "জেলা হওয়ার পরই আমাদের দাবি ছিল পূর্ণাঙ্গ জেলা আদালতের । প্রতিনিধি দলটি আজ এসে আদালতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখেন । আলিপুরদুয়ার জেলা আদালত গঠনের কাজ জোর কদমে চলছে। প্রথমে একটি অস্থায়ী পরিকাঠামোয় জেলা আদালতের কাজ চলবে বলে জানি । বার অ্যাসোসিয়েশনের পূর্ব দিকের বিরাট খালি অংশে জেলা আদালতের ভবন নির্মাণ হবে । সেখানে সাততলার একটি বিল্ডিং নির্মাণ করা হবে । একটি বিল্ডিং এর মধ্যে কুড়িটি পৃথক আদালতের কাজ চলবে।"