ETV Bharat / state

ট্রেকিং করে দুকপা জনজাতির টিকাকরণ আলিপুরদুয়ার জেলাশাসকের - ভারত ভুটান সীমান্ত নিকটবর্তী বক্সা পাহাড়

11 কিলোমিটার ট্রেকিং করে আদমা পাহাড়ে দুকপা জনজাতির মানুষের টিকাকরণের ব্যবস্থা করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা ।

alipurduar district magistrate reached adma village for corona vaccination
ট্রেকিং করে দুকপা জনজাতির টিকাকরণ আলিপুরদুয়ার জেলাশাসকের
author img

By

Published : Jun 21, 2021, 4:47 AM IST

আলিপুরদুয়ার, 21 জুন : ভারত-ভুটান সীমান্তে লোকদের টিকা দেওয়ার জন্য ট্রেক করেছেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা । এই প্রথম কোনও জেলাশাসক নিজে ট্রেকিং করে টিকাকরণের ব্যবস্থা করান ।

জেলাশাসক আগেও আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি গ্রামে গিয়ে টিকাকরণ করিয়েছেন । এবার তিনি প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছানোর জন্য বন এবং পাহাড়ি পথে ট্রেকিং করে সেখানকার স্থানীয় মানুষদের টিকাকরণের ব্যবস্থা করেন ।

ট্রেকিং করে দুকপা জনজাতির টিকাকরণ আলিপুরদুয়ার জেলাশাসকের

শনিবার তিনি স্বাস্থ্যকর্মী ও তাঁর সহকর্মীদের নিয়ে ভারত-ভুটান সীমান্ত নিকটবর্তী বক্সা পাহাড়ের প্রত্যন্ত গ্রাম আদমায় পৌঁছানোর জন্য প্রায় 11 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন । মীনার সঙ্গে ছিলেন কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত কুমার বর্মণ, রাজ্য স্বাস্থ্য বিভাগের কর্মচারী এবং সুরক্ষা কর্মীরা । দুকপা সম্প্রদায়ের লোকেরা যে গ্রামে বাস করেন, সেখানে পৌঁছাতে তাঁদের চার ঘণ্টা সময় লেগে যায় । 45 বছর বা তার বেশি বয়সী প্রায় 100 জন গ্রামবাসীকে টিকা দেওয়া ছাড়াও সকলকে মাস্ক বিতরণের ব্যবস্থা করা হয় ওই দিন ।

আরও পড়ুন : চিলাপাতায় পর্যটনের সঙ্গে যুক্তদের করোনার টিকা

আলিপুরদুয়ার, 21 জুন : ভারত-ভুটান সীমান্তে লোকদের টিকা দেওয়ার জন্য ট্রেক করেছেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা । এই প্রথম কোনও জেলাশাসক নিজে ট্রেকিং করে টিকাকরণের ব্যবস্থা করান ।

জেলাশাসক আগেও আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি গ্রামে গিয়ে টিকাকরণ করিয়েছেন । এবার তিনি প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছানোর জন্য বন এবং পাহাড়ি পথে ট্রেকিং করে সেখানকার স্থানীয় মানুষদের টিকাকরণের ব্যবস্থা করেন ।

ট্রেকিং করে দুকপা জনজাতির টিকাকরণ আলিপুরদুয়ার জেলাশাসকের

শনিবার তিনি স্বাস্থ্যকর্মী ও তাঁর সহকর্মীদের নিয়ে ভারত-ভুটান সীমান্ত নিকটবর্তী বক্সা পাহাড়ের প্রত্যন্ত গ্রাম আদমায় পৌঁছানোর জন্য প্রায় 11 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন । মীনার সঙ্গে ছিলেন কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত কুমার বর্মণ, রাজ্য স্বাস্থ্য বিভাগের কর্মচারী এবং সুরক্ষা কর্মীরা । দুকপা সম্প্রদায়ের লোকেরা যে গ্রামে বাস করেন, সেখানে পৌঁছাতে তাঁদের চার ঘণ্টা সময় লেগে যায় । 45 বছর বা তার বেশি বয়সী প্রায় 100 জন গ্রামবাসীকে টিকা দেওয়া ছাড়াও সকলকে মাস্ক বিতরণের ব্যবস্থা করা হয় ওই দিন ।

আরও পড়ুন : চিলাপাতায় পর্যটনের সঙ্গে যুক্তদের করোনার টিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.