ETV Bharat / state

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় রুটি তৈরি করে বিক্ষোভ যুব কংগ্রেসের - যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল আলিপুরদুয়ার যুব কংগ্রেস ।

alipore-duar-youth-congress-protest-against-gas-price-rise
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ,আলিপুরদুয়ার যুব কংগ্রেসের
author img

By

Published : Feb 17, 2020, 6:51 PM IST

আলিপুরদুয়ার ,17 ফেব্রুয়ারি : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় রুটি তৈরি করে বিক্ষোভ দেখাল আলিপুরদুয়ার যুব কংগ্রেস । আজ দুপুর একটায় আলিপুরদুয়ার কলেজ হল্টের বি এফ রোডে এই বিক্ষোভ দেখায় তারা ।

আজ রাস্তাতেই উনুন ও স্টোভ জ্বালিয়ে রুটি বানাতে শুরু করেন জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ । শুধু রুটি তৈরিই নয়, তা গাড়ি চালকদের খাওয়ানো হয় । যুব কংগ্রেসের এই আন্দোলনের জেরে বি এফ রোডে যানজট তৈরি হয় । প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয় ।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ আলিপুরদুয়ার যুব কংগ্রেসের

শান্তনু দেবনাথ বলেন, "মোদি সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ । আচমকাই গ্যাসের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের হেঁসেলে আগুন লাগিয়ে দিয়েছে মোদি সরকার । আজকের আমাদের এই আন্দোলন প্রতীকী আন্দোলন । আমরা চাই মানুষ যাতে বুঝতে পারে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে । মানুষকে বোঝাতে চাই গ্যাসের মূল্যবৃদ্ধি করে সাবসিডি বাড়িয়ে মানুষের পকেট থেকে কী পদ্ধতিতে টাকা চুরি করছে কেন্দ্রীয় সরকার । সিলিন্ডার প্রতি এখন ১৫০ টাকা করে অতিরিক্ত দিতে হচ্ছে । কিন্তু সরকারের কাছ থেকে এই সাবসিডি ফেরত পেতে মানুষের মাসের পর মাস সময় লেগে যাচ্ছে ।"

আলিপুরদুয়ার ,17 ফেব্রুয়ারি : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় রুটি তৈরি করে বিক্ষোভ দেখাল আলিপুরদুয়ার যুব কংগ্রেস । আজ দুপুর একটায় আলিপুরদুয়ার কলেজ হল্টের বি এফ রোডে এই বিক্ষোভ দেখায় তারা ।

আজ রাস্তাতেই উনুন ও স্টোভ জ্বালিয়ে রুটি বানাতে শুরু করেন জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ । শুধু রুটি তৈরিই নয়, তা গাড়ি চালকদের খাওয়ানো হয় । যুব কংগ্রেসের এই আন্দোলনের জেরে বি এফ রোডে যানজট তৈরি হয় । প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয় ।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ আলিপুরদুয়ার যুব কংগ্রেসের

শান্তনু দেবনাথ বলেন, "মোদি সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ । আচমকাই গ্যাসের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের হেঁসেলে আগুন লাগিয়ে দিয়েছে মোদি সরকার । আজকের আমাদের এই আন্দোলন প্রতীকী আন্দোলন । আমরা চাই মানুষ যাতে বুঝতে পারে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে । মানুষকে বোঝাতে চাই গ্যাসের মূল্যবৃদ্ধি করে সাবসিডি বাড়িয়ে মানুষের পকেট থেকে কী পদ্ধতিতে টাকা চুরি করছে কেন্দ্রীয় সরকার । সিলিন্ডার প্রতি এখন ১৫০ টাকা করে অতিরিক্ত দিতে হচ্ছে । কিন্তু সরকারের কাছ থেকে এই সাবসিডি ফেরত পেতে মানুষের মাসের পর মাস সময় লেগে যাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.