ETV Bharat / state

কোয়ারানটিন সেন্টার থেকে ছাড়া পাওয়ার পর কোরোনা পজ়িটিভ রিপোর্ট 4 জনের ! - News of alipurduar

কোরোনার রিপোর্ট আসতে দেরি হওয়ায় কোয়ারানটিন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল চারজনকে। পরে রিপোর্ট আসতে দেখা যায় তাঁরা কোরোনা/ আক্রান্ত। এরপরেই তাঁদের তড়িঘড়ি কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। আলিপুরদুয়ারের ঘটনা।

Corona
Corona
author img

By

Published : May 28, 2020, 5:34 PM IST

আলিপুরদুয়ার, 28 মে: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সোয়াব টেস্টের রিপোর্ট আসতে দেরি হওয়ায় আলিপুরদুয়ারের একটি কোয়ারানটিন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল চার ব্যক্তিকে। গতকাল রিপোর্ট আসতে দেখা যায় তাঁরা কোরোনায় আক্রান্ত। মাথায় হাত পড়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের। তড়িঘড়ি তাঁদের COVID হাসপাতালে ভরতি করা হয়েছে। জেলায় বেড়েছে কোরোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা।

কোয়ারানটিন সেন্টার থেকে মুক্তি পেয়ে এলাকায় দেদার ঘুরেছেন ওই চার কোরোনা আক্রান্ত। গতরাতে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে কোয়ারানটিন সেন্টার থেকে ছুটি পাওয়া ওই চার ব্যক্তির সোয়াব টেস্টের রিপোর্ট আসে। রিপোর্ট দেখে জেলা স্বাস্থ্য বিভাগের কর্তাদের চক্ষু ছানাবড়া। চারজনের দেহেই কোরোনা পজিটিভ ধরা পড়েছে। গ্রিন জ়োন আলিপুরদুয়ারে চারজনের দেহে কোরোনা সংক্রমণ ধরা পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলায় । সংক্রমিত চারজনের থেকে এবার সংক্রমণের যাত্রা শুরু বলে বলে আশঙ্কা করছেন আলিপুরদুয়ারবাসী। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত চার ব্যক্তিই ফালাকাটার বাসিন্দা। তাঁরা ফালাকাটার জটেশ্বর কোয়ারানটিন সেন্টারে ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চার আক্রান্ত ফালাকাটার বাসিন্দা হলেও তাঁদের ট্রাভেল হিস্ট্রি রয়েছে। সেই কারণেই কোয়ারানটিনে রাখা হয়েছিল তাঁদের । চারজনের লালারস সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাঁদের রিপোর্ট আসতে অনেক দেরি হয়। এদিকে চার ব্যক্তিই কোরোনার উপসর্গহীন থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয় কোয়ারানটিন সেন্টার থেকে।

গতরাতে রিপোর্ট আসতেই হুলুস্থুল পড়ে যায় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের মধ্যে। রাতেই আক্রন্ত চারজনকে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে ভরতি করা হয় শিলিগুড়ির COVID হাসপাতালে। চারজনের বাড়ির সদস্যদের আপাতত হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ওই চারজন কোয়ারানটিন সেন্টার থেকে ছাড়া পাওয়ার পর কোথায় গেছিলেন, কাদের সাথে মেলামেশা করেছিলেন সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আলিপুরদুয়ার, 28 মে: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সোয়াব টেস্টের রিপোর্ট আসতে দেরি হওয়ায় আলিপুরদুয়ারের একটি কোয়ারানটিন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল চার ব্যক্তিকে। গতকাল রিপোর্ট আসতে দেখা যায় তাঁরা কোরোনায় আক্রান্ত। মাথায় হাত পড়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের। তড়িঘড়ি তাঁদের COVID হাসপাতালে ভরতি করা হয়েছে। জেলায় বেড়েছে কোরোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা।

কোয়ারানটিন সেন্টার থেকে মুক্তি পেয়ে এলাকায় দেদার ঘুরেছেন ওই চার কোরোনা আক্রান্ত। গতরাতে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে কোয়ারানটিন সেন্টার থেকে ছুটি পাওয়া ওই চার ব্যক্তির সোয়াব টেস্টের রিপোর্ট আসে। রিপোর্ট দেখে জেলা স্বাস্থ্য বিভাগের কর্তাদের চক্ষু ছানাবড়া। চারজনের দেহেই কোরোনা পজিটিভ ধরা পড়েছে। গ্রিন জ়োন আলিপুরদুয়ারে চারজনের দেহে কোরোনা সংক্রমণ ধরা পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলায় । সংক্রমিত চারজনের থেকে এবার সংক্রমণের যাত্রা শুরু বলে বলে আশঙ্কা করছেন আলিপুরদুয়ারবাসী। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত চার ব্যক্তিই ফালাকাটার বাসিন্দা। তাঁরা ফালাকাটার জটেশ্বর কোয়ারানটিন সেন্টারে ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চার আক্রান্ত ফালাকাটার বাসিন্দা হলেও তাঁদের ট্রাভেল হিস্ট্রি রয়েছে। সেই কারণেই কোয়ারানটিনে রাখা হয়েছিল তাঁদের । চারজনের লালারস সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাঁদের রিপোর্ট আসতে অনেক দেরি হয়। এদিকে চার ব্যক্তিই কোরোনার উপসর্গহীন থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয় কোয়ারানটিন সেন্টার থেকে।

গতরাতে রিপোর্ট আসতেই হুলুস্থুল পড়ে যায় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের মধ্যে। রাতেই আক্রন্ত চারজনকে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে ভরতি করা হয় শিলিগুড়ির COVID হাসপাতালে। চারজনের বাড়ির সদস্যদের আপাতত হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ওই চারজন কোয়ারানটিন সেন্টার থেকে ছাড়া পাওয়ার পর কোথায় গেছিলেন, কাদের সাথে মেলামেশা করেছিলেন সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.