আলিপুরদুয়ার, 29 ফেব্রুয়ারি : অরুণাচল থেকে বিহারে পাচারের পথে 500 কার্টন মদ বাজেয়াপ্ত করল আলিপুরদুয়ারের হাসিমারা ফাঁড়ির পুলিশ ৷ বাজেয়াপ্ত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় 9 লাখ টাকা ৷ এছাড়াও পুলিশ মদ বহনকারী লরির চালককেও গ্রেপ্তার করেছে ৷
গোপন সূত্রে খবরের ভিত্তিতে হাসিমারা ফাঁড়ির পুলিশ গতকাল ভোরে 31C জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি লরি থেকে 500 কার্টন মদ বাজেয়াপ্ত করে । ওই জাতীয় সড়ক দিয়ে একদিকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মদ পাচারকারীদের সরাসরি যোগাযোগ রয়েছে, ঠিক তেমন এশিয়ান হাইওয়ের সঙ্গে ভুটানের সড়ক পথের যোগাযোগ থাকায় কারবারিরা সহজেই বিহারে মদ পাচার করতে পারে ।
এর আগেও কালচিনি আউটপোস্টের পুলিশ অরুণাচলের থেকে পাচার হওয়ার আগেই 700 কার্টন মদ উদ্ধার করে । দোলের আগে আন্তঃরাজ্য মদ কারবারিরা কোনওভাবেই যাতে জাতীয় সড়ক এবং এশিয়ান হাইওয়ে ব্যবহার করে মদ পাচার করতে না পারে তার জন্য বিশেষ টাস্ক ফোর্স বানিয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশ ।