ETV Bharat / state

আলিপুরদুয়ারে কোরোনায় আক্রান্ত আরও 46

জেলায় মোট কোরোনা সংক্রমিত 152 জন । আজ নতুন করে আলিপুরদুয়ারে আক্রান্ত হয়েছেন 46 জন ।

covid 19
covid 19
author img

By

Published : Jun 20, 2020, 9:24 PM IST

আলিপুরদুয়ার, 20 জুন : জেলায় 24 ঘণ্টায় নতুন করে কোরোনা সংক্রমিত হলেন 46 জন । আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যবিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 152 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

46 জন কোরোনা পজ়িটিভ রোগীর মধ্যে আলিপুরদুয়ার 2 ব্লক এবং ফালাকাটা ব্লকে সংক্রমণ সবচেয়ে বেশি । তবে কালচিনি এবং মাদারিহাট ব্লকেও কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে ।


একদিনে 46 জন কোরোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় জেলা স্বাস্থ্যবিভাগ । তপসিখাতা COVID-19 হাসপাতালে মাত্র 114টি বেড রয়েছে । ইতিমধ্যে সেই হাসপাতালে কোরোনা সংক্রমণ নিয়ে ভরতি ছিলেন 106 জন । আজ 46 জন সংক্রমিত হওয়ায় সমস্যার সম্মুখীন হন জেলার স্বাস্থ্য অধিকর্তারা । যদিও আজ পরিস্থিতি মোকাবিলা করতে পদক্ষেপ করে জেলা স্বাস্থ্যবিভাগ । 31 জনকে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তাঁরা সুস্থ বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ । যদিও ওই 31জনের সঠিক চিকিৎসা হয়েছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে জেলার বিভিন্ন মহল ।


আলিপুরদুয়ারের জেলা উপ স্বাস্থ্য অধিকর্তা সুবর্ণ গোস্বামী বলেন, “আক্রান্তরা বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে ছিলেন । এঁদের বেশির ভাগ পরিযায়ী শ্রমিক । আক্রান্তদের ট্রু-নাট পরীক্ষা হয়েছে । তবে যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে তাঁরা সকলেই সুস্থ । তাঁরা বাড়ি ফিরে গেছেন ।”

আলিপুরদুয়ার, 20 জুন : জেলায় 24 ঘণ্টায় নতুন করে কোরোনা সংক্রমিত হলেন 46 জন । আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যবিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 152 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

46 জন কোরোনা পজ়িটিভ রোগীর মধ্যে আলিপুরদুয়ার 2 ব্লক এবং ফালাকাটা ব্লকে সংক্রমণ সবচেয়ে বেশি । তবে কালচিনি এবং মাদারিহাট ব্লকেও কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে ।


একদিনে 46 জন কোরোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় জেলা স্বাস্থ্যবিভাগ । তপসিখাতা COVID-19 হাসপাতালে মাত্র 114টি বেড রয়েছে । ইতিমধ্যে সেই হাসপাতালে কোরোনা সংক্রমণ নিয়ে ভরতি ছিলেন 106 জন । আজ 46 জন সংক্রমিত হওয়ায় সমস্যার সম্মুখীন হন জেলার স্বাস্থ্য অধিকর্তারা । যদিও আজ পরিস্থিতি মোকাবিলা করতে পদক্ষেপ করে জেলা স্বাস্থ্যবিভাগ । 31 জনকে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তাঁরা সুস্থ বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ । যদিও ওই 31জনের সঠিক চিকিৎসা হয়েছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে জেলার বিভিন্ন মহল ।


আলিপুরদুয়ারের জেলা উপ স্বাস্থ্য অধিকর্তা সুবর্ণ গোস্বামী বলেন, “আক্রান্তরা বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে ছিলেন । এঁদের বেশির ভাগ পরিযায়ী শ্রমিক । আক্রান্তদের ট্রু-নাট পরীক্ষা হয়েছে । তবে যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে তাঁরা সকলেই সুস্থ । তাঁরা বাড়ি ফিরে গেছেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.