ETV Bharat / state

দলে যোগ 4 সদস্যের, আলিপুরদুয়ারে একটি পঞ্চায়েত দখলের পথে BJP - bjp tmc

BJP-তে যোগ দিলেন BJP-র এক দলত্যাগী পঞ্চায়েত সদস্য ও তৃণমূল কংগ্রেসের তিন পঞ্চায়েত সদস্য । আলিপুরদুয়ার জেলা BJP-র কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দেন BJP-র জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ও সাংসদ জন বারলা ।

BJP দলে যোগ 4 সদস্যের
author img

By

Published : Jun 15, 2019, 3:33 AM IST

আলিপুরদুয়ার, 15 জুন : দলত্যাগী পঞ্চায়েত সদস্য ফিরলেন দলে । সেইসঙ্গে আরও তিন তৃণমূল সদস্য যোগ দিলেন । তার জেরে আলিপুরদুয়ারে একটি পঞ্চায়েত দখলের পথে BJP । গতকাল কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা গ্রাম পঞ্চায়েতের এই চার সদস্য BJP-তে যোগদান করেন ।


আলিপুরদুয়ার জেলা BJP-র কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ও সাংসদ জন বারলা । ভলকা বারবিশা গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য BJP-তে যোগদান করায় সংখ্যালঘু হয়ে পড়ল তৃণমূল ।

এই পঞ্চায়েতে মোট 11টি আসন । তার মধ্যে নির্বাচনে তৃণমূল পায় 6টি ও BJP পায় 5টি আসন । বোর্ড গঠনের সময় BJP-র তিন সদস্য তৃণমূলে নাম লেখায় । ফলে তৃণমূলের পঞ্চায়েতে আসন সংখ্যা বেড়ে হয় 9টি । লোকসভা নির্বাচনের পর এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা BJP তে যোগ দিলেন ।

BJP-র জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, "তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনও নৈতিকতা নেই । BJP-র 5 জন পঞ্চায়েতের মধ্যে 3 জন তৃণমূলে চলে গেছিলেন । তাঁদের মধ্যে একজন ফেরত এসেছেন । বাকি 3 তৃণমূল পঞ্চায়েত সদস্য BJP-তে যোগদান করেছেন । এর ফলে আমরা এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম । ভবিষ্যতেও তৃণমূল ছেড়ে অন্য পঞ্চায়েত প্রধানরা দলে যোগ দেবেন বলে আশাই রাখছি ।"

আলিপুরদুয়ার, 15 জুন : দলত্যাগী পঞ্চায়েত সদস্য ফিরলেন দলে । সেইসঙ্গে আরও তিন তৃণমূল সদস্য যোগ দিলেন । তার জেরে আলিপুরদুয়ারে একটি পঞ্চায়েত দখলের পথে BJP । গতকাল কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা গ্রাম পঞ্চায়েতের এই চার সদস্য BJP-তে যোগদান করেন ।


আলিপুরদুয়ার জেলা BJP-র কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ও সাংসদ জন বারলা । ভলকা বারবিশা গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য BJP-তে যোগদান করায় সংখ্যালঘু হয়ে পড়ল তৃণমূল ।

এই পঞ্চায়েতে মোট 11টি আসন । তার মধ্যে নির্বাচনে তৃণমূল পায় 6টি ও BJP পায় 5টি আসন । বোর্ড গঠনের সময় BJP-র তিন সদস্য তৃণমূলে নাম লেখায় । ফলে তৃণমূলের পঞ্চায়েতে আসন সংখ্যা বেড়ে হয় 9টি । লোকসভা নির্বাচনের পর এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা BJP তে যোগ দিলেন ।

BJP-র জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, "তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনও নৈতিকতা নেই । BJP-র 5 জন পঞ্চায়েতের মধ্যে 3 জন তৃণমূলে চলে গেছিলেন । তাঁদের মধ্যে একজন ফেরত এসেছেন । বাকি 3 তৃণমূল পঞ্চায়েত সদস্য BJP-তে যোগদান করেছেন । এর ফলে আমরা এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম । ভবিষ্যতেও তৃণমূল ছেড়ে অন্য পঞ্চায়েত প্রধানরা দলে যোগ দেবেন বলে আশাই রাখছি ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.