ETV Bharat / state

আলিপুরদুয়ারে 2টি পথ দুর্ঘটনায় মৃত 4

author img

By

Published : Mar 6, 2020, 9:45 PM IST

পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4 জনের । আহতরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি ।

road_accident_
পথ দূর্ঘটনায় মৃৃত 4

আলিপুরদুয়ার, 6 মার্চ : পৃথক দুটি পথ দুর্ঘটনায় চার্চের এক ফাদারসহ মৃত্যু হল 4 জনের । মৃতদের নাম ব্রাদার রিজেন(56), ফণীভূষণ বারিক(64), প্রদীপ বণিক(58) ও মহম্মদ খাদিমুল ইসলাম (79) । দুর্ঘটনার জেরে আহত কমপক্ষে 7 ।

প্রথম দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার হাসিমারা আউটপোস্টের অন্তর্গত চিলাপাতার জঙ্গলে । হাসিমারা আউটপোস্ট সূত্রে জানা গিয়েছে, হাসিমারা থেকে কোচবিহারগামী একটি বাসের সঙ্গে মিশনারি অব চ্যারিটির একটি SUV-র মুখোমুখি সংঘর্ষ হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা । আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । বাসের চালক পলাতক ।

অন্যদিকে, দশ চাকার লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হয় মহম্মদ খাদিমুল ইসলাম নামে এক বৃদ্ধের । তাঁর বাড়ি রাঙালিবাজনায় । জানা গিয়েছে, স্থানীয় একটি ব্যাঙ্কে টাকা জমা করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে । খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থানে আসে । ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে ।

গত 48 ঘণ্টার মধ্যে পথ দুর্ঘটনায় মোট 7 জনের মৃত্যু হয়েছে ।

আলিপুরদুয়ার, 6 মার্চ : পৃথক দুটি পথ দুর্ঘটনায় চার্চের এক ফাদারসহ মৃত্যু হল 4 জনের । মৃতদের নাম ব্রাদার রিজেন(56), ফণীভূষণ বারিক(64), প্রদীপ বণিক(58) ও মহম্মদ খাদিমুল ইসলাম (79) । দুর্ঘটনার জেরে আহত কমপক্ষে 7 ।

প্রথম দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার হাসিমারা আউটপোস্টের অন্তর্গত চিলাপাতার জঙ্গলে । হাসিমারা আউটপোস্ট সূত্রে জানা গিয়েছে, হাসিমারা থেকে কোচবিহারগামী একটি বাসের সঙ্গে মিশনারি অব চ্যারিটির একটি SUV-র মুখোমুখি সংঘর্ষ হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা । আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । বাসের চালক পলাতক ।

অন্যদিকে, দশ চাকার লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হয় মহম্মদ খাদিমুল ইসলাম নামে এক বৃদ্ধের । তাঁর বাড়ি রাঙালিবাজনায় । জানা গিয়েছে, স্থানীয় একটি ব্যাঙ্কে টাকা জমা করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে । খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থানে আসে । ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে ।

গত 48 ঘণ্টার মধ্যে পথ দুর্ঘটনায় মোট 7 জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.