ETV Bharat / state

ভুটান থেকে দেশে ফিরলেন 17 শ্রমিক - corona india

কোরোনা সংক্রমণের জেরে ভারত ও ভুটানে লকডাউন শুরু হয় । লকডাউনের জেরে ভারত ও ভুটানের মধ্যে যাতায়াত বন্ধ হয়ে যায় । লকডাউনের প্রথম ধাপে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁর শ্রমিকদের ভুটান থেকে ফিরিয়ে আনা হলেও দেশের অন্য রাজ্যের শ্রমিকরা সে দেশে আটকে পড়েন । টানা লকডাউনে কর্মহীন হয়ে পড়া ভুটানে কর্মরত শ্রমিকরা চরম বিপাকে পড়েন ।

17 migrant workers returned from bhutan under bande bharat mission
" মিশন বন্দে ভারত " - এ ভুটান থেকে ফিরল 17 শ্রমিক
author img

By

Published : May 30, 2020, 12:58 AM IST

আলিপুরদুয়ার, 29 মে : ভুটানে আটকে পড়া ভারতীয় শ্রমিকদের দেশে ফেরানো শুরু হল । আজ প্রথম ধাপে 17 জন ভারতীয় নাগরিককে দেশে ফেরানো সম্ভব হল । তাঁদের বাড়ি অসমে ।

কোরোনা সংক্রমণের জেরে ভারত ও ভুটানে লকডাউন শুরু হয় । লকডাউনের জেরে ভারত ও ভুটানের মধ্যে যাতায়াত বন্ধ হয়ে যায় । লকডাউনের প্রথম ধাপে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁর শ্রমিকদের ভুটান থেকে ফিরিয়ে আনা হলেও দেশের অন্য রাজ্যের শ্রমিকরা সে দেশে আটকে পড়েন । টানা লকডাউনে কর্মহীন হয়ে পড়া ভুটানে কর্মরত শ্রমিকরা চরম বিপাকে পড়েন ।

আন্তর্জাতিক সীমান্ত হওয়ার জেরে ভুটান থেকে তাঁরা কোনওভাবেই দেশে ফিরতে পারছিলেন না । প্রায় 1 সপ্তাহ আগে দেশে ফিরতে চেয়ে ভুটানের ফুন্টশেলিং জেলায় অবস্থিত ভারতীয় দূতাবাসে প্রায় 250 জন শ্রমিক আবেদন করেন ।

ভারতীয় দূতাবাসের তরফে বিষয়টি জানতে পেরে ভুটানের প্রশাসন ভারত সরকারের সঙ্গে কথা বলে ৷ ভারতীয় দূতাবাসকে শ্রমিকদের দেশে ফেরাতে সবুজ সংকেত দেওয়া হয় । এরপরই আজ থেকে ভুটানে আটকে পড়া শ্রমিকদের দেশে ফেরানোর কাজ শুরু হয় ।

ভারতীয় দূতাবাসের কনসুলেট জেনেরাল আশিস মির্ধা বাইরে থাকায় তিনি শ্রমিকদের ফেরার সময় উপস্থিত থাকতে পারেননি । তবে ভারতীয় দূতাবাসের তরফে হাজির ছিলেন রাহুল যাদব । এবিষয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, "ভুটানে প্রায় আরও 200 জন শ্রমিক আটকে রয়েছেন । তাঁদেরও লকডাউনের নিয়ম মেনে দেশে ফেরানো হবে। "

আলিপুরদুয়ার, 29 মে : ভুটানে আটকে পড়া ভারতীয় শ্রমিকদের দেশে ফেরানো শুরু হল । আজ প্রথম ধাপে 17 জন ভারতীয় নাগরিককে দেশে ফেরানো সম্ভব হল । তাঁদের বাড়ি অসমে ।

কোরোনা সংক্রমণের জেরে ভারত ও ভুটানে লকডাউন শুরু হয় । লকডাউনের জেরে ভারত ও ভুটানের মধ্যে যাতায়াত বন্ধ হয়ে যায় । লকডাউনের প্রথম ধাপে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁর শ্রমিকদের ভুটান থেকে ফিরিয়ে আনা হলেও দেশের অন্য রাজ্যের শ্রমিকরা সে দেশে আটকে পড়েন । টানা লকডাউনে কর্মহীন হয়ে পড়া ভুটানে কর্মরত শ্রমিকরা চরম বিপাকে পড়েন ।

আন্তর্জাতিক সীমান্ত হওয়ার জেরে ভুটান থেকে তাঁরা কোনওভাবেই দেশে ফিরতে পারছিলেন না । প্রায় 1 সপ্তাহ আগে দেশে ফিরতে চেয়ে ভুটানের ফুন্টশেলিং জেলায় অবস্থিত ভারতীয় দূতাবাসে প্রায় 250 জন শ্রমিক আবেদন করেন ।

ভারতীয় দূতাবাসের তরফে বিষয়টি জানতে পেরে ভুটানের প্রশাসন ভারত সরকারের সঙ্গে কথা বলে ৷ ভারতীয় দূতাবাসকে শ্রমিকদের দেশে ফেরাতে সবুজ সংকেত দেওয়া হয় । এরপরই আজ থেকে ভুটানে আটকে পড়া শ্রমিকদের দেশে ফেরানোর কাজ শুরু হয় ।

ভারতীয় দূতাবাসের কনসুলেট জেনেরাল আশিস মির্ধা বাইরে থাকায় তিনি শ্রমিকদের ফেরার সময় উপস্থিত থাকতে পারেননি । তবে ভারতীয় দূতাবাসের তরফে হাজির ছিলেন রাহুল যাদব । এবিষয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, "ভুটানে প্রায় আরও 200 জন শ্রমিক আটকে রয়েছেন । তাঁদেরও লকডাউনের নিয়ম মেনে দেশে ফেরানো হবে। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.