ETV Bharat / state

আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার 17

author img

By

Published : Jul 29, 2019, 7:33 PM IST

ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবক খুনের ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ ৷ এদের মধ্যে পুলিশের পক্ষ থেকে মূল 3 জন অভিযুক্তের 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে ৷ তাদের নাম বন্ধন ওরাওঁ, সেলিম মুণ্ডা ও বুধু মুণ্ডা ৷

ছেলেধরা সন্দেহে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার 17

আলিপুরদুয়ার, 29 জুলাই: আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবককে পিটিয়ে খুনের ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ ৷ অভিযুক্তদের আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হয় ৷ এদের মধ্যে পুলিশের পক্ষ থেকে মূল 3 জন অভিযুক্তের 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে ৷ তাদের নাম বন্ধন ওরাওঁ, সেলিম মুণ্ডা ও বুধু মুণ্ডা ৷

আরও পড়ুন : ছেলেধরা সন্দেহে গণপিটুনি, আলিপুরদুয়ারে খুন যুবক

গতরাত ন'টা নাগাদ তাসাটি চা বাগান সংলগ্ন এলাকার একটি ফুটবল মাঠে ঘুরছিলেন ওই যুবক ৷ সেইসময় তাঁকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ ৷ আক্রান্তকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা তাদেরকেও মারধর শুরু করে ৷ কোনওক্রমে পালিয়ে বাঁচেন আট পুলিশকর্মী । এদিকে, সেসময় ওই যুবককে বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ফলাকাটা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালাতেও বাধ্য হয় ৷ এরপর তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করছে ।

জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, গণপিটুনিতে এক যুবককে খুনের ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে । প্রত্যেকের বিরুদ্ধে 302 ধারায় মামলা রুজু হয়েছে । পুলিশ সুপার জানিয়েছেন জেলার বাগানগুলিতে পুলিশ সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে ৷ তাও চা বাগান এবং বনবস্তি এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা এখনও অব্যাহত । ইতিমধ্যে জেলা পুলিশের তরফে গণপিটুনির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে । প্রত্যেকের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হয়েছে ৷

আলিপুরদুয়ার জেলায় প্রথম গণপিটুনির ঘটনা ঘটে জুন মাসের 16 তারিখ, কালচিনির পাতকাপারা চা বাগানে । এরপর গত দেড় মাসে জেলাজুড়ে মোট 9 বার ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে ৷

নগেন্দ্রনাথবাবু আরও জানান, মূল 3 জন অভিযুক্তের 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে ৷ অভিযুক্তদের থেকে জানার চেষ্টা হবে এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে । তবে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি । পরিচয় জানার জন্য সমস্ত থানায় যোগাযোগ করা হচ্ছে ।

আলিপুরদুয়ার, 29 জুলাই: আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবককে পিটিয়ে খুনের ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ ৷ অভিযুক্তদের আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হয় ৷ এদের মধ্যে পুলিশের পক্ষ থেকে মূল 3 জন অভিযুক্তের 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে ৷ তাদের নাম বন্ধন ওরাওঁ, সেলিম মুণ্ডা ও বুধু মুণ্ডা ৷

আরও পড়ুন : ছেলেধরা সন্দেহে গণপিটুনি, আলিপুরদুয়ারে খুন যুবক

গতরাত ন'টা নাগাদ তাসাটি চা বাগান সংলগ্ন এলাকার একটি ফুটবল মাঠে ঘুরছিলেন ওই যুবক ৷ সেইসময় তাঁকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ ৷ আক্রান্তকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা তাদেরকেও মারধর শুরু করে ৷ কোনওক্রমে পালিয়ে বাঁচেন আট পুলিশকর্মী । এদিকে, সেসময় ওই যুবককে বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ফলাকাটা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালাতেও বাধ্য হয় ৷ এরপর তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করছে ।

জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, গণপিটুনিতে এক যুবককে খুনের ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে । প্রত্যেকের বিরুদ্ধে 302 ধারায় মামলা রুজু হয়েছে । পুলিশ সুপার জানিয়েছেন জেলার বাগানগুলিতে পুলিশ সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে ৷ তাও চা বাগান এবং বনবস্তি এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা এখনও অব্যাহত । ইতিমধ্যে জেলা পুলিশের তরফে গণপিটুনির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে । প্রত্যেকের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হয়েছে ৷

আলিপুরদুয়ার জেলায় প্রথম গণপিটুনির ঘটনা ঘটে জুন মাসের 16 তারিখ, কালচিনির পাতকাপারা চা বাগানে । এরপর গত দেড় মাসে জেলাজুড়ে মোট 9 বার ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে ৷

নগেন্দ্রনাথবাবু আরও জানান, মূল 3 জন অভিযুক্তের 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে ৷ অভিযুক্তদের থেকে জানার চেষ্টা হবে এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে । তবে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি । পরিচয় জানার জন্য সমস্ত থানায় যোগাযোগ করা হচ্ছে ।

Intro:আলিপুরদুয়ার:-গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় আলিপুরদুয়ার জেলা পুলিশ একসাথে 17 জনের বিরুদ্ধে 302 ধারায় খুনের মামলা দায়ের করল ।


Body:রবিবার রাতে ফালাকাটা তাসাটি চা বাগানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাত পরিচয় যুবককে খুনের ঘটনায় জড়িত থাকার অভিজাগে ফালাকাটা থানার পুলিশ 17 জনকে গ্রেফতার করে । 17 জনের মধ্যে পুলিশ তিনজনকে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আজ অভিজুক্তদের আলিপুরদুয়ার আদালতে তোলে । অভিজুক্তদের মধ্যে দুই জন স্কুল পড়ুয়াও রয়েছে বলে জানা গেছে । অলিপুদুয়ার জেল পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি জানিয়েছেন গণপিটুনিতে এক যুবককে খুনের ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে সতের জনকে গ্রেফতার করা হয়েছে ।প্রত্যেকের বিরুদ্ধে 302 ধারায় মামলা রুজু হয়েছে ।পুলিশ সুপার জানিয়েছেন জেলার বাগান গুলোতে পুলিশ সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। তথাপি চা বাগান এবং বনবস্তি গ্রামাঞ্চল এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনা অব্যাহত। ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা পুলিশ গণপিটুনির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জেলা থেকে মোট 39 জনকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে আলিপুরদুয়ার জেলায় প্রথম গণপিটুনির ঘটনা ঘটেছে 16 ই জুন কালচিনি পাতকাপারা চা বাগানে। এরপর গত প্রায় দেড় মাসে ধারাবাহিকভাবে নয়টি ছেলেধরা সন্দেহে গণপিটুনি ঘটনা ঘটে জেলা জুড়ে। রবিবার রাতে গণপিটুনির জেরে এক অজ্ঞাত পরিচয় যুবকের খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে 17 জনকে গ্রেপ্তার করার পর থমথমে গোটা তাসটি চা বাগান এলাকা। জেলা পুলিশ সুপার জানিয়েছেন গণপিটুনিতে এক অজ্ঞাত পরিচয় যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ তিন মূল অভিযুক্ত কে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছে। অভিযুক্তদের থেকে জানার চেষ্টা হবে এই ঘটনায় আরও কে কে জড়িত।


Conclusion:পুলিশ সুপার বলেন মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ মৃত যুবকের পরিচয় জানার জন্য সমস্ত থানায় যোগাযোগ করছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.