আলিপুরদুয়ার,31 মে : কিং কোবরা । নাম শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে । বিশ্বের সবথেকেদীর্ঘকায় বিষাক্ত সাপ এটি । এবার বক্সার ব্যাঘ্র প্রকল্পে দেখা মিলল এই কিং কোবরার। সাপটি প্রায় 12 ফুট লম্বা বলে জানিয়েছে বন দপ্তর । সম্প্রতি বক্সা জঙ্গলেররাজাভাতখাওয়া রেঞ্জের 25 মাইল টাওয়ারের নিকট এই কিং কোবরাটিকে দেখতে পান জঙ্গলে টহলরতবনকর্মীরা । তখনই গৌতম সোরেন নামের এক বনকর্মী নিজের মোবাইলের ক্যামেরায় সাপটিরছবি তোলেন ।
গৌতম সোরেনের তোলা এই ছবি ঘিরেই বন দপ্তরে কর্তারা বক্সার জঙ্গলেকিং কোবরার অস্বিত্ব নিয়ে ফের আশাবাদী হয়ে উঠেছেন । দীর্ঘদিন বাদে এই কিং কোবরারছবি নিয়ে উন্মাদনা বক্সা টাইগার রিজার্ভে । বেশ কয়েক বছর আগেও বক্সার গভীর জঙ্গলেহামেশাই বনকর্মীদের নজরে পড়ত কিং কোবরা । তবে ধীরে ধীরে বক্সা-র জঙ্গল থেকে হারিয়েযেতে থাকে কিং কোবরার অস্তিত্ব । শেষবার দেখা গেছিল বছর পাঁচেক আগে । রাজাভাতখাওয়াচেকপোস্টের কাছেই দেখা মিলেছিল সেই বার । কিন্তু এখন বক্সা বাঘ বনের রয়েল বেঙ্গলটাইগারের মতোই এক অদেখা প্রাণীর তালিকায় নাম ওঠে গেছে কিং কোবরার । বন দপ্তরের মতে, লকডাউনের জেরে বক্সা-র জঙ্গল অনেকটাইদূষণমুক্ত হয়েছে । আর এই কারণেই বহুদিন পরে ফের একবার দেখা মিলল কিং কোবরার ।
কিং কোবরার ছবিটি যিনি তুলেছেন, সেই গৌতম সোরেন বলেন, "জঙ্গলে পাহারাদেওয়ার সময়ে সাপটিকে দেখতে পাই । অনেকেই ভয় পেয়ে গেছিল । আমি মোবাইল দিয়ে কোনওমতেকয়েকটি ছবি তুলেছি । আমি ছবিগুলি সাহেবদের হাতে তুলে দিয়েছি ।" এদিকেদীর্ঘদিন বাদে বক্সার বাঘ বনে কিং কোবরার দেখা মেলায় খুশি বনদপ্তরের কর্তারাও ।বক্সা টাইগার রিজার্ভের উপক্ষেত্র অধিকর্তা কল্যান রাই জানান, "অনেকদিন বাদেবক্সার জঙ্গলে কিং কোবরার দেখা মিলেছে । খুব ভালো খবর । এই জঙ্গলে প্রচুর সংখ্যায়কিং কোবরা সাপ এখনও রয়েছে ।"