আলিপুরদুয়ার, 7 অগাস্ট : রাজ্যে প্রতিদিনই কোরোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক পুলিশকর্মী ৷ এবার আলিপুরদুয়ারে একদিনে তিনজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার কোরোনায় আক্রান্ত হলেন ৷ প্রত্যেকেই আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার বারোবিশা পুলিশ ফাঁড়ির কর্মী ৷ এছাড়া আরও পাঁচজন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷
আক্রান্তদের মধ্যে তিনজন কনস্টেবল ও আটজন সিভিক ভলান্টিয়ার ৷ উপসর্গ না থাকায় সেফহোমে চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ৷ একই ফাঁড়িতে একসঙ্গে 11 জন আক্রান্ত হওয়ায় সমস্যায় পড়েছেন ফাঁড়ির আধিকারিকরা ৷
কোরোনায় সংক্রমণ রুখতে আলিপুরদুয়ার পৌরসভা এলাকায় সরকারি নির্দেশিকা অনুযায়ী লকডাউন চলছে ৷ এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে ৷
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট আক্রান্তদের সংখ্যা 498 জন ৷ 219 জন সক্রিয় আক্রান্ত ৷ 323 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৷ জেলায় এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ উপসর্গযুক্ত আক্রান্তদের তপসিখাতা কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে ৷ এছাড়া উপসর্গবিহীন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফহোমে চিকিৎসা চলছে ৷